ETV Bharat / sports

প্রথম ইনিংসে পিছিয়ে বাংলা, রণজি জয়ের পথে সৌরাষ্ট্র - বাংলাকে হারিয়ে প্রথমবার রণজি জয় সৌরাষ্ট্রর

আজই রণজি ফাইনালের শেষদিন ৷ ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বেশি ৷ ফলে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় এবার রণজি জিততে চলেছে সৌরাষ্ট্র ৷

ranji-final
বাংলা
author img

By

Published : Mar 13, 2020, 10:45 AM IST

Updated : Mar 13, 2020, 1:39 PM IST

রাজকোট, 13 মার্চ : 30 বছর আগের গৌরব ফিরিয়ে আনা হল না ৷ বাংলার শেষ ভরসা অনুষ্টুপ মজুমদারও পারলেন না ৷ তিন দশক পর বাঙালির রণজি জয়ের স্বপ্নে জোর আঘাত হানলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট ৷ আজই রণজি ফাইনালের শেষদিন ৷ ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা কম ৷ তাই প্রথম ইনিংসে 44 রানে পিছিয়ে থাকার সুবাদে কার্যত ট্রফি জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে বাংলাকে ৷

প্রায় অসম্ভবকে সম্ভব করার দিকে যাচ্ছিলেন অনুষ্টুপ মজুমদার ৷ প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের 425 রান তুলেছিল সৌরাষ্ট্র ৷ জবাবে তৃতীয়দিন 261 রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল বাংলার ৷ রণজি জয়ের স্বপ্নটা আবছা দেখালেও বাংলার দুঃসময়ের ত্রাতা অনুষ্টুপ মজুমদারের ব্যাট ফের জ্বলে উঠেছিল ৷ অর্ণব নন্দীকে সঙ্গে নিয়ে অর্ধশতরান করা অনুষ্টুপ বাংলার স্কোর নিয়ে যায় 354-তে ৷ সপ্তম উইকেটে যোগ হয় 91 রান ৷ বাংলাকে রণজি জিততে হলে শুক্রবার সকালে মাত্র 72টা রান করতে পারলেই 30 বছর পর ট্রফি ফিরত বাংলার ঘরে ৷

আশায় বুক বেঁধে শুক্রবার সকাল থেকে টিভির সামনে বসে পড়েছিল বাংলার ক্রিকেটপ্রেমীরা ৷ তৃতীয়বার রণজি জয়ের দোরগোড়ায় ছিল বাংলা ৷ বাংলার ব্যাটসম্যানদের উইকেট আঁকড়ে পড়ে থাকাটা খুব প্রয়োজন ছিল ৷ নয়তো তিন দিন ধরে দাঁতে দাঁত চেপে লড়াইটা ব্যর্থ হত ৷ কিন্তু পঞ্চম তথা শেষদিন সকালে সেই দৃঢ়তা দেখাতে পারল না বাংলার ব্যাটসম্যানরা ৷ দিনের শুরুতেই অনুষ্টুপ মজুমদার (63) ফেরেন উনাদকাটের বলে LBW হয়ে ৷ সৌরাষ্ট্র আর তাদের জয়ের মাঝে প্রধান কাঁটা ছিলেন অনুষ্টুপই ৷ দিনের শুরুতে সেই কাঁটা উপড়ে ফেলে প্রথমবারের মতো রণজি ট্রফি জয়ের পথ পরিস্কার করে ফেলে সৌরাষ্ট্র ৷ প্রথম ইনিংসে 381 রানে অল আউট হয়ে যায় বাংলা ৷ রণজির শেষদিন হওয়ায় প্রথম ইনিংসে পিছিয়ে থাকার ফলে বাংলার পক্ষে ফাইনাল জয় কার্যত অসম্ভব ৷

রাজকোট, 13 মার্চ : 30 বছর আগের গৌরব ফিরিয়ে আনা হল না ৷ বাংলার শেষ ভরসা অনুষ্টুপ মজুমদারও পারলেন না ৷ তিন দশক পর বাঙালির রণজি জয়ের স্বপ্নে জোর আঘাত হানলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট ৷ আজই রণজি ফাইনালের শেষদিন ৷ ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা কম ৷ তাই প্রথম ইনিংসে 44 রানে পিছিয়ে থাকার সুবাদে কার্যত ট্রফি জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে বাংলাকে ৷

প্রায় অসম্ভবকে সম্ভব করার দিকে যাচ্ছিলেন অনুষ্টুপ মজুমদার ৷ প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের 425 রান তুলেছিল সৌরাষ্ট্র ৷ জবাবে তৃতীয়দিন 261 রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল বাংলার ৷ রণজি জয়ের স্বপ্নটা আবছা দেখালেও বাংলার দুঃসময়ের ত্রাতা অনুষ্টুপ মজুমদারের ব্যাট ফের জ্বলে উঠেছিল ৷ অর্ণব নন্দীকে সঙ্গে নিয়ে অর্ধশতরান করা অনুষ্টুপ বাংলার স্কোর নিয়ে যায় 354-তে ৷ সপ্তম উইকেটে যোগ হয় 91 রান ৷ বাংলাকে রণজি জিততে হলে শুক্রবার সকালে মাত্র 72টা রান করতে পারলেই 30 বছর পর ট্রফি ফিরত বাংলার ঘরে ৷

আশায় বুক বেঁধে শুক্রবার সকাল থেকে টিভির সামনে বসে পড়েছিল বাংলার ক্রিকেটপ্রেমীরা ৷ তৃতীয়বার রণজি জয়ের দোরগোড়ায় ছিল বাংলা ৷ বাংলার ব্যাটসম্যানদের উইকেট আঁকড়ে পড়ে থাকাটা খুব প্রয়োজন ছিল ৷ নয়তো তিন দিন ধরে দাঁতে দাঁত চেপে লড়াইটা ব্যর্থ হত ৷ কিন্তু পঞ্চম তথা শেষদিন সকালে সেই দৃঢ়তা দেখাতে পারল না বাংলার ব্যাটসম্যানরা ৷ দিনের শুরুতেই অনুষ্টুপ মজুমদার (63) ফেরেন উনাদকাটের বলে LBW হয়ে ৷ সৌরাষ্ট্র আর তাদের জয়ের মাঝে প্রধান কাঁটা ছিলেন অনুষ্টুপই ৷ দিনের শুরুতে সেই কাঁটা উপড়ে ফেলে প্রথমবারের মতো রণজি ট্রফি জয়ের পথ পরিস্কার করে ফেলে সৌরাষ্ট্র ৷ প্রথম ইনিংসে 381 রানে অল আউট হয়ে যায় বাংলা ৷ রণজির শেষদিন হওয়ায় প্রথম ইনিংসে পিছিয়ে থাকার ফলে বাংলার পক্ষে ফাইনাল জয় কার্যত অসম্ভব ৷

Last Updated : Mar 13, 2020, 1:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.