ETV Bharat / sports

সচিন ছয় মারার মতো কোভিডকে উড়িয়ে দেবে, টুইটারে বার্তা আক্রমের

author img

By

Published : Apr 2, 2021, 4:54 PM IST

গত সপ্তাহে সচিন করোনায় আক্রান্ত হন ৷ তবে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বিষয়টি টুইট করে নিজেই জানান তিনি ৷ তার পরই ওই টুইটটিকে রিটুইট করেন ওয়াসিম আক্রম ৷

সচিন ছয় মারার মতো কোভিডকে উড়িয়ে দেবে, টুইটারে বার্তা আক্রমের
সচিন ছয় মারার মতো কোভিডকে উড়িয়ে দেবে, টুইটারে বার্তা আক্রমের

কলকাতা, 2 এপ্রিল : করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর ৷ সচিনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন পাকিস্তানের ওয়াসিম আক্রম ৷ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, সচিন ছয় মারার মতো কোভিডকে উড়িয়ে দেবে ৷ টুইটারে তিনি বার্তা দিয়েছেন ৷

গত সপ্তাহে সচিন করোনায় আক্রান্ত হন ৷ তবে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বিষয়টি টুইট করে নিজেই জানান তিনি ৷ তার পরই ওই টুইটটিকে রিটুইট করেন ওয়াসিম আক্রম ৷

  • Even when you were 16, you battled world’s best bowlers with guts and aplomb... so I am sure you will hit Covid-19 for a SIX! Recover soon master! Would be great if you celebrate India’s World Cup 2011 anniversary with doctors and hospital staff... do send me a pic! https://t.co/ICO3vto9Pb

    — Wasim Akram (@wasimakramlive) April 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানে তিনি লেখেন, ‘‘যখন তুমি 16 বছরের ছিলে, তখন তুমি বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে লড়াই করেছ ৷ তাই আমি নিশ্চিত যে তুমি করোনাকে ছয় মারার মতো উড়িয়ে দেবে ৷’’

আরও পড়ুন : করোনায় এবার হাসপাতালে ভর্তি সচিন, নিজেই জানালেন টুইটে

দশ বছর আগে আজকের দিনে বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল ভারত ৷ সেই প্রসঙ্গ তুলে আক্রম লিখেছেন, ‘‘যদি তুমি চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের সঙ্গে 2011 সালের বিশ্বকাপ জয়ের বার্ষিকী পালন করো ৷ তাহলে সেটা দারুণ হবে ৷’’

কলকাতা, 2 এপ্রিল : করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর ৷ সচিনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন পাকিস্তানের ওয়াসিম আক্রম ৷ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, সচিন ছয় মারার মতো কোভিডকে উড়িয়ে দেবে ৷ টুইটারে তিনি বার্তা দিয়েছেন ৷

গত সপ্তাহে সচিন করোনায় আক্রান্ত হন ৷ তবে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বিষয়টি টুইট করে নিজেই জানান তিনি ৷ তার পরই ওই টুইটটিকে রিটুইট করেন ওয়াসিম আক্রম ৷

  • Even when you were 16, you battled world’s best bowlers with guts and aplomb... so I am sure you will hit Covid-19 for a SIX! Recover soon master! Would be great if you celebrate India’s World Cup 2011 anniversary with doctors and hospital staff... do send me a pic! https://t.co/ICO3vto9Pb

    — Wasim Akram (@wasimakramlive) April 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানে তিনি লেখেন, ‘‘যখন তুমি 16 বছরের ছিলে, তখন তুমি বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে লড়াই করেছ ৷ তাই আমি নিশ্চিত যে তুমি করোনাকে ছয় মারার মতো উড়িয়ে দেবে ৷’’

আরও পড়ুন : করোনায় এবার হাসপাতালে ভর্তি সচিন, নিজেই জানালেন টুইটে

দশ বছর আগে আজকের দিনে বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল ভারত ৷ সেই প্রসঙ্গ তুলে আক্রম লিখেছেন, ‘‘যদি তুমি চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের সঙ্গে 2011 সালের বিশ্বকাপ জয়ের বার্ষিকী পালন করো ৷ তাহলে সেটা দারুণ হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.