ETV Bharat / sports

"আমার প্রথম ভালোবাসা", প্রেমদিবসে টুইট সচিনের - শচিন তেন্ডুলকর

6 বছরের বেশি হয়ে গেল ব্যাট-প্যাড তুলে রেখেছেন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফের ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন সচিন ৷ অস্ট্রেলিয়ার দাবানলে কারণে একটি চ্যারিটি ম্যাচে খেলেছেন কিছুদিন আগেই ৷

sachin tendulkar
মাস্টার ব্লাস্টার
author img

By

Published : Feb 14, 2020, 6:22 PM IST

Updated : Feb 14, 2020, 7:13 PM IST

মুম্বই, 14 ফেব্রুয়ারি: সচিন ও অঞ্জলি তেন্ডুলকরের প্রেম কাহিনি আজ কারও অজানা নয় ৷ কিন্তু জানেন কি, অঞ্জলি সচিনের প্রথম প্রেম নয় ৷ অঞ্জলি আসার আগে অন্য এক প্রেমে পড়েন মাস্টার ব্লাস্টার ৷ যা আজও রয়েছে ৷ শুক্রবার প্রেমদিবসে সেই গোপন কথা খোলসা করলেন ক্রিকেট কিংবদন্তি ৷

আসলে ক্রিকেটই সচিনের জীবনের প্রথম প্রেম ৷ তাই ভ্যালেন্টাইনস ডে-র দিন প্রথম প্রেমের কাছে পৌঁছে গেছিলেন 46 বছরের এই কিংবদন্তি ক্রিকেটার ৷ সবুজ জার্সি গায়ে হাতে গ্লাভস এবং প্যাড পরে নেট প্র্যাকটিস শুরু করে দেন ৷ শুক্রবার সেই ভিডিয়ো টুইট করে সচিনের ক্যাপশন, "মাই ফার্স্ট লাভ ৷" সঙ্গে একটি হাসির ইমোজি ৷

6 বছরের বেশি হয়ে গেল ব্যাট-প্যাড তুলে রেখেছেন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফের ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন সচিন ৷ অস্ট্রেলিয়ার দাবানলে কারণে একটি চ্যারিটি ম্যাচে খেলেছেন কিছুদিন আগেই ৷ ফের মার্চ মাসে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ে ভারতের হয়ে ব্যাট হাতে নামতে দেখা যাবে তাঁকে ৷ তার জন্য জোরদার অনুশীলনে নেমেছেন লিটল মাস্টার ৷ অনুশীলনের ভিডিয়ো পোস্ট করেই জানিয়ে দিয়েছেন, ক্রিকেটই তাঁর জীবনের প্রথম ভালোবাসা ৷

মুম্বই, 14 ফেব্রুয়ারি: সচিন ও অঞ্জলি তেন্ডুলকরের প্রেম কাহিনি আজ কারও অজানা নয় ৷ কিন্তু জানেন কি, অঞ্জলি সচিনের প্রথম প্রেম নয় ৷ অঞ্জলি আসার আগে অন্য এক প্রেমে পড়েন মাস্টার ব্লাস্টার ৷ যা আজও রয়েছে ৷ শুক্রবার প্রেমদিবসে সেই গোপন কথা খোলসা করলেন ক্রিকেট কিংবদন্তি ৷

আসলে ক্রিকেটই সচিনের জীবনের প্রথম প্রেম ৷ তাই ভ্যালেন্টাইনস ডে-র দিন প্রথম প্রেমের কাছে পৌঁছে গেছিলেন 46 বছরের এই কিংবদন্তি ক্রিকেটার ৷ সবুজ জার্সি গায়ে হাতে গ্লাভস এবং প্যাড পরে নেট প্র্যাকটিস শুরু করে দেন ৷ শুক্রবার সেই ভিডিয়ো টুইট করে সচিনের ক্যাপশন, "মাই ফার্স্ট লাভ ৷" সঙ্গে একটি হাসির ইমোজি ৷

6 বছরের বেশি হয়ে গেল ব্যাট-প্যাড তুলে রেখেছেন ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফের ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন সচিন ৷ অস্ট্রেলিয়ার দাবানলে কারণে একটি চ্যারিটি ম্যাচে খেলেছেন কিছুদিন আগেই ৷ ফের মার্চ মাসে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ে ভারতের হয়ে ব্যাট হাতে নামতে দেখা যাবে তাঁকে ৷ তার জন্য জোরদার অনুশীলনে নেমেছেন লিটল মাস্টার ৷ অনুশীলনের ভিডিয়ো পোস্ট করেই জানিয়ে দিয়েছেন, ক্রিকেটই তাঁর জীবনের প্রথম ভালোবাসা ৷

Last Updated : Feb 14, 2020, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.