ETV Bharat / sports

চ্য়ালেঞ্জ নিয়ে এক ফ্লিকে মাঠের বাইরে বল পাঠালেন সচিন - অবসর ভেঙে ফের ব্যাট হাতে সচিন

ফের ব্যাট হাতে মাঠে নামলেন মাস্টার ব্লাস্টার ৷ অস্ট্রেলিয় মহিলা দলের ক্রিকেটার অ্যালিস পেরির বলে এক ওভারের ব্যাট করলেন সচিন ৷

image
ব্য়াট হাতে সচিন
author img

By

Published : Feb 9, 2020, 2:33 PM IST

মেলবোর্ন, 9 ফেব্রুয়ারি : ফের ব্যাট হাতে ক্রিকেটের 22 গজে সচিন ৷ সাড়ে পাঁচ বছরের পর অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার অ্যালিস পেরির বলে এক ওভার ব্যাট করলেন সচিন তেন্ডুলকর ৷ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার দাবানলের ত্রাণ তহবিল গড়ার জন্য বুশফায়ার ব্যাশে পন্টিং দলের কোচিংয়ের দায়িত্বে আছেন সচিন ৷

দাবানলের ত্রাণ তহবিল গড়ার জন্য প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ পন্টিং একাদশ ও গিলক্রিস্ট একাদশ নামে দুটি দলের 10 ওভার করে খেলা হবে ৷ পন্টিং একাদশের কোচের ভূমিকায় আছেন মাস্টার ব্লাস্টার ৷ সেখানেই অজ়ি মহিলা দলের তারকা ক্রিকেটার অ্যালিস পেরি সচিনকে এক ওভার ব্যাটিং করার আমন্ত্রণ করেন ৷

পেরির ওভারে ওঠে 10 রান ৷ বাউন্ডারি মেরে সচিন খাতা খোলেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অ্যালিস পেরি সচিনকে তাঁর বলে এক ওভার ব্যাট করার আমন্ত্রণ করেন ৷ ডাক্তারের পরামর্শের বিরুদ্ধে গিয়ে সচিন খেলার আমন্ত্রণ গ্রহন করেন ৷

মেলবোর্ন, 9 ফেব্রুয়ারি : ফের ব্যাট হাতে ক্রিকেটের 22 গজে সচিন ৷ সাড়ে পাঁচ বছরের পর অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার অ্যালিস পেরির বলে এক ওভার ব্যাট করলেন সচিন তেন্ডুলকর ৷ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার দাবানলের ত্রাণ তহবিল গড়ার জন্য বুশফায়ার ব্যাশে পন্টিং দলের কোচিংয়ের দায়িত্বে আছেন সচিন ৷

দাবানলের ত্রাণ তহবিল গড়ার জন্য প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ পন্টিং একাদশ ও গিলক্রিস্ট একাদশ নামে দুটি দলের 10 ওভার করে খেলা হবে ৷ পন্টিং একাদশের কোচের ভূমিকায় আছেন মাস্টার ব্লাস্টার ৷ সেখানেই অজ়ি মহিলা দলের তারকা ক্রিকেটার অ্যালিস পেরি সচিনকে এক ওভার ব্যাটিং করার আমন্ত্রণ করেন ৷

পেরির ওভারে ওঠে 10 রান ৷ বাউন্ডারি মেরে সচিন খাতা খোলেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অ্যালিস পেরি সচিনকে তাঁর বলে এক ওভার ব্যাট করার আমন্ত্রণ করেন ৷ ডাক্তারের পরামর্শের বিরুদ্ধে গিয়ে সচিন খেলার আমন্ত্রণ গ্রহন করেন ৷

Mumbai, Feb 09 (ANI): Bollywood celebrities were spotted at Mumbai airport on Feb 08. They were leaving for Jaisalmer at attend Godrej bash. Gauri Khan, Karan Johar Neha Dhupia and Angad Bedi were seen at the airport as they were leaving for Jaisalmer. Gauri Khan clicked pictures with fans at airport. On the other hand, Bollywood diva Kareena Kapoor Khan was also spotted at airport while she was leaving for Chandigarh to resume shoot of 'Laal Singh Chaddha'.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.