ETV Bharat / sports

নিউজ়িল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন রোহিত - শেষ টি-20 ম্যাচে কাফ মাশলে চোট

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-20 ম্যাচে খেলতে গিয়ে কাফ মাশলে চোট পান ৷ আর সেই চোটের কারণেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা ৷

image
রোহিত শর্মা
author img

By

Published : Feb 3, 2020, 5:30 PM IST

দিল্লি, 3 ফ্রেব্রুয়ারি : ফের চোটের কবলে ভারতীয় দল ৷ আগেই চোটের জন্য নিউজ়িল্যান্ড যেতে পারেননি শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া ৷ এবার টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে চোট পেয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা ৷

শেষ টি-20 ম্যাচে দ্রুত সিঙ্গল নিতে গিয়ে কাফ মাসলে চোট পান হিটম্যান ৷ তারপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ৷ তবে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে 41 বলে 60 রান করেন তিনি ৷

আজ BCCI-এর তরফ থেকে রোহিতের ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয় ৷ কিন্তু এখনও পর্যন্ত রোহিতের পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি ৷ আগামী বুধবার থেকে ভারত ও নিউজ়িল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ় শুরু হতে চলেছে ৷ তারপর তাদের মধ্যে দু'টি টেস্ট অনুষ্ঠিত হবে ৷

দিল্লি, 3 ফ্রেব্রুয়ারি : ফের চোটের কবলে ভারতীয় দল ৷ আগেই চোটের জন্য নিউজ়িল্যান্ড যেতে পারেননি শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া ৷ এবার টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে চোট পেয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজ় থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা ৷

শেষ টি-20 ম্যাচে দ্রুত সিঙ্গল নিতে গিয়ে কাফ মাসলে চোট পান হিটম্যান ৷ তারপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ৷ তবে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে 41 বলে 60 রান করেন তিনি ৷

আজ BCCI-এর তরফ থেকে রোহিতের ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয় ৷ কিন্তু এখনও পর্যন্ত রোহিতের পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি ৷ আগামী বুধবার থেকে ভারত ও নিউজ়িল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ় শুরু হতে চলেছে ৷ তারপর তাদের মধ্যে দু'টি টেস্ট অনুষ্ঠিত হবে ৷

Moradabad (Uttar Pradesh), Feb 03 (ANI): Sufism has entrenched itself at the centre of cultural and spiritual life in India. Dargahs of Sufi Saints in almost every part of the country are the rich reservoirs of this tradition. During the Urs commemorations at the Dargahs, a large number of people from various religions unite to pray for peace and harmony. The Dargah of Hafiz Ali Hussain in northern city of Moradabad is one such place where devotees from all religions come and offer prayers to the Sufi saint who lit the path of virtue, wisdom and peace for his fellow beings and followers.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.