চেন্নাই, 13 ফেব্রুয়ারি : ইউনিভার্স বসকে ছুঁলেন হিটম্যান৷ শনিবার চিপকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের পর এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন ভারতের রোহিত শর্মা৷
বিশ্ব ক্রিকেটে ইউনিভার্স বস হিসেবে পরিচিত গেইল প্রথম ক্রিকেটার যিনি তিনটি ফরম্যাটেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির নজির গড়েছেন৷ এবার সেই তালিকায় যুক্ত হল রোহিত শর্মার নাম৷ তিনি হলেন বিশ্বের দ্বিতীয় কোনও ক্রিকেটার যিনি ব্রিটিশ বোলিংকে তছনছ করে টি-20, একদিনের ক্রিকেট ও টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন৷
আরও পড়ুন : রোহিতের দুরন্ত শতরান, প্রথম দিনের শেষে 6 উইকেটে 300 ভারত
ইংল্যান্ডের ভারত সফরের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে আজ, শনিবার৷ প্রথম দিন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা 161 রান৷ রোহিতের এই ইনিংস সাজানো 18 টি চার এবং 2 টি ছক্কা দিয়ে। টেস্টে এটা তাঁর সপ্তম শতরান৷ তাঁর এই রানই প্রথম দিন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ভারতকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়েছে৷
দিনের শেষে ভারতের স্কোর 300৷ ইতিমধ্যে 6 উইকেট পড়ে গিয়েছে৷ ক্রিজে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ও অলরাউন্ডার অক্ষর প্যাটেল৷ ঋষভ পন্থ 56 বলে 33 রান করে এবং অক্ষর প্যাটেল 7 বলে 5 রান করে অপরাজিত। পন্থের 56 বলে 33 রানের ইনিংস 5 টি চার এবং একটি ছয় দিয়ে সাজানো।