ETV Bharat / sports

রোনাল্ডো ইজ দা কিং : রোহিত শর্মা - তামিম ইকবালের সঙ্গে লাইভ ফেসবুক চ্যাট করছিলেন রোহিত শর্মা

তামিম ইকবালের সঙ্গে লাইভ ফেসবুক চ্যাট করছিলেন রোহিত শর্মা ৷ তখনই তাঁকে রোনাল্ডোর সম্পর্কে প্রশ্ন করেন তামিম ৷ তার জবাবে রোহিত বলেন,‘‘ রোনাল্ডো ইজ দা কিং ’’ ৷ জানা যায় তামিম ইকবাল ও রোহিত শর্মা দু’জনেই রিয়াল মাদ্রিদ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত ৷

rohit
রোহিত
author img

By

Published : May 17, 2020, 4:40 PM IST

মুম্বই, 17 মে : ক্রিকেটারদের ফুটবল প্রেম সম্পর্কে কমবেশি সবাই অবগত ৷ এবার ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্তুতি গাইতে ৷ ওয়ান-ডে বিশ্বকাপ চলাকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গিয়েছিল ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের সঙ্গে ৷ খেলেছিলেন ফুটবল ৷ কেন খেলেছিলেন ক্রিকেট ৷

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লাইভ ফেসবুক চ্যাট করছিলেন রোহিত শর্মা ৷ তখনই তাঁকে রোনাল্ডোর সম্পর্কে প্রশ্ন করেন তামিম ৷ তার জবাবে রোহিত বলেন,‘‘ রোনাল্ডো ইজ দা কিং ’’ ৷ জানা যায় তামিম ইকবাল ও রোহিত শর্মা দু’জনেই রিয়াল মাদ্রিদ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত ৷ এমনকী গত বছর এল ক্লাসিকো দেখার জন্য মাদ্রিদ গিয়েছিলেন ৷

যখন রোনাল্ডো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ‘‘ কে রোনাল্ডোকে ভালোবাসে না ? ও রাজা ৷ ও অসাধারণ ফুটবল খেলোয়াড় ৷ রোনাল্ডো তাঁর কেরিয়ারে যা অর্জন করেছেন তাঁর জন্য অবশ্যই বাহবা দিতে হবে ৷ যেখান থেকে ও উঠে এসেছে, এটা মোটেও সহজ কাজ নয় ৷ শুরুর দিকে খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন চ৷ তা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনাল্ডো ৷ ’’

এর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিও মেসির থেকে রোনাল্ডোকে এগিয়ে রেখেছিলেন ৷ কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে একথা জানান বিরাট ৷ বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন লিগ জিতেছেন রোনাল্ডো ৷ শেষবার 2018 সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতেন তিনি ৷ যদিও এখন সিরি -এ তে জুভেন্তাসের হয়ে খেলেন তিনি ৷ এই পর্তুগিজ ফুটবলার পাঁচ বারের জন্য ব্যালন ডি অর ও জিতেছেন ৷

মুম্বই, 17 মে : ক্রিকেটারদের ফুটবল প্রেম সম্পর্কে কমবেশি সবাই অবগত ৷ এবার ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্তুতি গাইতে ৷ ওয়ান-ডে বিশ্বকাপ চলাকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গিয়েছিল ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের সঙ্গে ৷ খেলেছিলেন ফুটবল ৷ কেন খেলেছিলেন ক্রিকেট ৷

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লাইভ ফেসবুক চ্যাট করছিলেন রোহিত শর্মা ৷ তখনই তাঁকে রোনাল্ডোর সম্পর্কে প্রশ্ন করেন তামিম ৷ তার জবাবে রোহিত বলেন,‘‘ রোনাল্ডো ইজ দা কিং ’’ ৷ জানা যায় তামিম ইকবাল ও রোহিত শর্মা দু’জনেই রিয়াল মাদ্রিদ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত ৷ এমনকী গত বছর এল ক্লাসিকো দেখার জন্য মাদ্রিদ গিয়েছিলেন ৷

যখন রোনাল্ডো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ‘‘ কে রোনাল্ডোকে ভালোবাসে না ? ও রাজা ৷ ও অসাধারণ ফুটবল খেলোয়াড় ৷ রোনাল্ডো তাঁর কেরিয়ারে যা অর্জন করেছেন তাঁর জন্য অবশ্যই বাহবা দিতে হবে ৷ যেখান থেকে ও উঠে এসেছে, এটা মোটেও সহজ কাজ নয় ৷ শুরুর দিকে খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন চ৷ তা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনাল্ডো ৷ ’’

এর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিও মেসির থেকে রোনাল্ডোকে এগিয়ে রেখেছিলেন ৷ কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে একথা জানান বিরাট ৷ বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন লিগ জিতেছেন রোনাল্ডো ৷ শেষবার 2018 সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতেন তিনি ৷ যদিও এখন সিরি -এ তে জুভেন্তাসের হয়ে খেলেন তিনি ৷ এই পর্তুগিজ ফুটবলার পাঁচ বারের জন্য ব্যালন ডি অর ও জিতেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.