ETV Bharat / sports

বিরাটের "স্কয়্যাডে" নেই রোহিত ! - Indian Cricket

রোহিত শর্ম ও বিরাট কোহলি সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে ৷ এবার তা বাড়ালেন খোদ বিরাট ৷

বিরাট কোহলি
author img

By

Published : Aug 3, 2019, 2:26 AM IST

ফ্লোরিডা, 3 অগাস্ট : তাঁর সঙ্গে রোহিত শর্মার সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা অব্যাহত ৷ রোহিতের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই বলে জানালেও তাতে জল্পনা থামেনি ৷ বরং উত্তরোত্তর বেড়েই চলেছে ৷ আর এবার সেই জল্পনাতেই ঘি ঢাললেন খোদ বিরাট কোহলি ৷ ক্যাপশনে "স্কয়্যাড" লিখে শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করেন ভারতীয় অধিনায়ক ৷ সেই ছবিতে নেই রোহিত শর্মা ৷ এরপর নেটিজেনরা প্রশ্ন করেন, যদি রোহিতের সঙ্গে বিরাটের কোনও দ্বন্দ্ব নাই থাকে তাহলে ছবিতে কেন নেই হিটম্যান ?

2019 সালের বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন রোহিত ৷ ম্যাচের পর রোহিতের সাক্ষাৎকার নেন বিরাট ৷ সাংবাদিক বৈঠকেও হিটম্যানের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক ৷ রোহিতকে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তকমা দেন ৷ কিন্তু, ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই চাউর হয়, টিম ইন্ডিয়া দু'ভাগে বিভক্ত ৷ একদিকে রয়েছেন বিরাট আর অন্যদিকে রোহিত । আর দু'জনের এই শীতলতা সম্প্রতি তৈরি হয়নি ৷ গত এক বছর ধরেই দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্কে ফাটল ধরেছে । দু'জনেই অবশ্য বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ৷

Virat Kohli and Rohit Sharma
মাঠে হাসিতে মেতে রোহিত-বিরাট ৷ এখন কি অতীত সেইদিন ?

এই সংক্রান্ত আরও খবর : ইনস্টাগ্রামে অনুষ্কাকে আনফলো রোহিতের, ফের শুরু জল্পনা

কিন্তু, দিন কয়েক আগে ইনস্টাগ্রামে বিরাটকে আনফলো করেন রোহিত ৷ তারপর বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকেও আনফলো করে দেন । বিরাট এখনও রোহিতকে ফলো করলেও দুই খেলোয়াড়ের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায় ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাওয়ার আগে সোমবার (29 জুলাই) সাংবাদিক বৈঠকে রোহিতের সঙ্গে সম্পর্কের অবনতির জল্পনাকে উড়িয়ে দেন বিরাট ৷ দাবি করেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির জল্পনা কল্পনাপ্রসূত ও বানানো ৷ যা অত্যন্ত অসম্মানজনক ৷ বিরাটের কথায়, "আমিও এই বিষয়টা (রোহিত-বিরাটের শীতল সম্পর্ক) শুনেছি ৷ সাফল্যের জন্য ড্রেসিংরুমের পরিবেশ গুরুত্বপূর্ণ ৷ যদি এটা সত্যি হত, তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারতাম না ৷ " একই প্রতিক্রিয়া দেন হেড কোচ রবি শাস্ত্রী ৷

Virat Kohli and Rohit Sharma
ফাটল ধরেছে দুই তারকার সম্পর্কে ?

এই সংক্রান্ত আরও খবর : রোহিতের সঙ্গে খারাপ সম্পর্ক হলে কি আমরা ভালো পারফর্ম করতে পারতাম ? প্রশ্ন কোহলির

যদিও বিরাটের ব্যাখ্যায় থামেনি জল্পনা ৷ বরং রোহিতের নতুন একটি টুইটে সেই জল্পনা আরও বাড়ে ৷ তিনি লেখেন, "আমি শুধু আমার দলের জন্য (মাঠে) নামি না ৷ আমার দেশের জন্য (মাঠে) নামি ৷ " ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ় সফরে গেছেন বিরাটরা ৷ একদিনের ম্যাচ, T-20 ও টেস্ট তিনটি দলেই রয়েছেন রোহিত ৷ আজ প্রথম T-20 ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ভারত ৷ তার আগে, শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করেন বিরাট ৷ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, খলিল আহমেদ, শ্রেয়াস আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও কে এল রাহুল ৷ আর ছবির ক্যাপশন "স্কয়্যাড" ৷

এই সংক্রান্ত আরও খবর : শুধু দল নয়, দেশের জন্য মাঠে নামি : রোহিত

বিরাটের টুইটের পরে ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্কের অবনতি নিয়ে ফের নতুন করে জল্পনা ছড়ায় ৷ কী কারণে বিরাটের "স্কয়্যাড"-এ রোহিত ঠাঁই পাননি তা জানতে চান নেটিজনেরা ৷ এক টুইটার ইউজ়ার লেখেন, "ওহে বিরাট, যদি তোমার দল ও ড্রেসিংরুমে সবকিছু ঠিক থাকে তাহলে প্রতিবার যখন দলের সদস্যদের সঙ্গে তুমি ছবি পোস্ট কর, সেখানে রোহিত থাকে না কেন ?" অপর এক টুইটার ইউজ়ার লেখেন, "তাহলে এটা তোমার দল ? রোহিত ছাড়া?" যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিরাট ৷ তবে, এই টুইটে যে বিরাট-রোহিতের শীতল সম্পর্কের জল্পনা যে আরও বাড়ল তা নিঃসন্দেহে বলা যায় ৷

ফ্লোরিডা, 3 অগাস্ট : তাঁর সঙ্গে রোহিত শর্মার সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা অব্যাহত ৷ রোহিতের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই বলে জানালেও তাতে জল্পনা থামেনি ৷ বরং উত্তরোত্তর বেড়েই চলেছে ৷ আর এবার সেই জল্পনাতেই ঘি ঢাললেন খোদ বিরাট কোহলি ৷ ক্যাপশনে "স্কয়্যাড" লিখে শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করেন ভারতীয় অধিনায়ক ৷ সেই ছবিতে নেই রোহিত শর্মা ৷ এরপর নেটিজেনরা প্রশ্ন করেন, যদি রোহিতের সঙ্গে বিরাটের কোনও দ্বন্দ্ব নাই থাকে তাহলে ছবিতে কেন নেই হিটম্যান ?

2019 সালের বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন রোহিত ৷ ম্যাচের পর রোহিতের সাক্ষাৎকার নেন বিরাট ৷ সাংবাদিক বৈঠকেও হিটম্যানের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক ৷ রোহিতকে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তকমা দেন ৷ কিন্তু, ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই চাউর হয়, টিম ইন্ডিয়া দু'ভাগে বিভক্ত ৷ একদিকে রয়েছেন বিরাট আর অন্যদিকে রোহিত । আর দু'জনের এই শীতলতা সম্প্রতি তৈরি হয়নি ৷ গত এক বছর ধরেই দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্কে ফাটল ধরেছে । দু'জনেই অবশ্য বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ৷

Virat Kohli and Rohit Sharma
মাঠে হাসিতে মেতে রোহিত-বিরাট ৷ এখন কি অতীত সেইদিন ?

এই সংক্রান্ত আরও খবর : ইনস্টাগ্রামে অনুষ্কাকে আনফলো রোহিতের, ফের শুরু জল্পনা

কিন্তু, দিন কয়েক আগে ইনস্টাগ্রামে বিরাটকে আনফলো করেন রোহিত ৷ তারপর বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকেও আনফলো করে দেন । বিরাট এখনও রোহিতকে ফলো করলেও দুই খেলোয়াড়ের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায় ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাওয়ার আগে সোমবার (29 জুলাই) সাংবাদিক বৈঠকে রোহিতের সঙ্গে সম্পর্কের অবনতির জল্পনাকে উড়িয়ে দেন বিরাট ৷ দাবি করেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির জল্পনা কল্পনাপ্রসূত ও বানানো ৷ যা অত্যন্ত অসম্মানজনক ৷ বিরাটের কথায়, "আমিও এই বিষয়টা (রোহিত-বিরাটের শীতল সম্পর্ক) শুনেছি ৷ সাফল্যের জন্য ড্রেসিংরুমের পরিবেশ গুরুত্বপূর্ণ ৷ যদি এটা সত্যি হত, তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারতাম না ৷ " একই প্রতিক্রিয়া দেন হেড কোচ রবি শাস্ত্রী ৷

Virat Kohli and Rohit Sharma
ফাটল ধরেছে দুই তারকার সম্পর্কে ?

এই সংক্রান্ত আরও খবর : রোহিতের সঙ্গে খারাপ সম্পর্ক হলে কি আমরা ভালো পারফর্ম করতে পারতাম ? প্রশ্ন কোহলির

যদিও বিরাটের ব্যাখ্যায় থামেনি জল্পনা ৷ বরং রোহিতের নতুন একটি টুইটে সেই জল্পনা আরও বাড়ে ৷ তিনি লেখেন, "আমি শুধু আমার দলের জন্য (মাঠে) নামি না ৷ আমার দেশের জন্য (মাঠে) নামি ৷ " ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ় সফরে গেছেন বিরাটরা ৷ একদিনের ম্যাচ, T-20 ও টেস্ট তিনটি দলেই রয়েছেন রোহিত ৷ আজ প্রথম T-20 ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ভারত ৷ তার আগে, শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করেন বিরাট ৷ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, খলিল আহমেদ, শ্রেয়াস আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও কে এল রাহুল ৷ আর ছবির ক্যাপশন "স্কয়্যাড" ৷

এই সংক্রান্ত আরও খবর : শুধু দল নয়, দেশের জন্য মাঠে নামি : রোহিত

বিরাটের টুইটের পরে ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্কের অবনতি নিয়ে ফের নতুন করে জল্পনা ছড়ায় ৷ কী কারণে বিরাটের "স্কয়্যাড"-এ রোহিত ঠাঁই পাননি তা জানতে চান নেটিজনেরা ৷ এক টুইটার ইউজ়ার লেখেন, "ওহে বিরাট, যদি তোমার দল ও ড্রেসিংরুমে সবকিছু ঠিক থাকে তাহলে প্রতিবার যখন দলের সদস্যদের সঙ্গে তুমি ছবি পোস্ট কর, সেখানে রোহিত থাকে না কেন ?" অপর এক টুইটার ইউজ়ার লেখেন, "তাহলে এটা তোমার দল ? রোহিত ছাড়া?" যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিরাট ৷ তবে, এই টুইটে যে বিরাট-রোহিতের শীতল সম্পর্কের জল্পনা যে আরও বাড়ল তা নিঃসন্দেহে বলা যায় ৷

Sukma (Chhattisgarh), Aug 02 (ANI): Three Improvised Explosive Devices (IEDs) were recovered by security forces in Errabore area of Chhattisgarh's Sukma district earlier today. The bombs were later diffused by security forces. The bombs were of same pattern which were found in Sukma on July 21.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.