মুম্বই, 17 মে : কোরোনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ও লকডাউনে ঘরে থাকতে #keepitup চ্যালেঞ্জ দিয়েছিলেন যুবরাজ সিং ৷ দ্রুত ছড়িয়ে পড়ছে সেই চ্যালেঞ্জ ৷ এবার ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা ও প্রাক্তন কোচ ও ক্রিকেটার অনিল কুম্বলেকে দেখা গেল সেই চ্যালেঞ্জ নিয়ে ছবি পোস্ট করতে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রথমেই সেই চ্যালেঞ্জ নিয়ে ভিডিয়ো পোস্ট করেছিলেন হরভাজন সিং ও সচিন তেন্ডুলকর ৷ তবে সচিনের নেওয়া চ্যালেঞ্জের মধ্যে ছিল টুইস্ট ৷ চোখে কালো ফিতা বেঁধে ব্যাটের মধ্যে বল নাচান মাস্টার ব্লাস্টার ৷ একইসঙ্গে যুবরাজকে তাঁর দেওয়া চ্যালেঞ্জ নিতে বলেন সচিন ৷ তাঁর উত্তরে যুবি লেখেন তিনি ভুলবশত কিংবদন্তিকে চ্যালেঞ্জ করে বসেছেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আজ রোহিত শর্মা একটি ভিডিয়ো টুইট করেন ৷ সেখানে দেখা যায় হিটম্যান ব্যাটের হ্যান্ডেলের সাহায্যে বল নাচাচ্ছেন ৷ একইসঙ্গে তিনি নমিনেট করেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ ও অজিঙ্কা রাহানেকে ৷ তবে সবাইকে ছাপিয়ে গেলেনে ভারতের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে ৷ শুধু হাত মুষ্ঠিবদ্ধ করে বল নাচালেন তিনি ৷ চ্যালেঞ্জ করলেন বীরেন্দ্র সেহওয়াগ, লোকেশ রাহুল ও ভিভিএস লক্ষ্মণকে ৷
-
There you go @YUVSTRONG12! I’m committed to staying at home. I further nominate @ShreyasIyer15, @RishabhPant17 and @ajinkyarahane88 to innovate and commit to staying home. pic.twitter.com/P3LlCIJHma
— Rohit Sharma (@ImRo45) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">There you go @YUVSTRONG12! I’m committed to staying at home. I further nominate @ShreyasIyer15, @RishabhPant17 and @ajinkyarahane88 to innovate and commit to staying home. pic.twitter.com/P3LlCIJHma
— Rohit Sharma (@ImRo45) May 17, 2020There you go @YUVSTRONG12! I’m committed to staying at home. I further nominate @ShreyasIyer15, @RishabhPant17 and @ajinkyarahane88 to innovate and commit to staying home. pic.twitter.com/P3LlCIJHma
— Rohit Sharma (@ImRo45) May 17, 2020
বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কোরোনা ভাইরাস ৷ এইসময় এই কোরোনা মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য আপাতত সামাজিক দূরত্বই ভরসা ৷ তাই ক্রিকেট স্টাররা নিজেদেরে মধ্যে ও ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য সোশাল মিডিয়াকেই বেছে নিয়েছেন ৷ এছাড়া লকডাউনে নিজেদের ব্যস্তও রাখছেন এইভাবেই ৷