ETV Bharat / sports

গান পয়েন্টে বাবা-মা, বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের বাড়িতে দুষ্কৃতী হানা - বাংলা ক্রিকেট দলের অধিনায়কের বাড়িতে লুট

বাড়িতে চলছিল খেলা । হঠাৎ দুষ্কৃতী হানা । গান পয়েন্টে রেখে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের বাড়িতে লুটপাট চালাল দুষ্কৃতীরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 23, 2019, 11:45 AM IST

দেরাদুন, 23 সেপ্টেম্বর : শহরে বেড়ে চলা অপরাধকে নিয়ন্ত্রণে আনতে ফের একবার ব্যর্থ পুলিশ । গতকাল রাজপুর থানার পুরুকুল গ্রামে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের বাড়িতে লুটপাট চালাল দুষ্কৃতীরা । যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি । অভিমন্যুর বাবা আর পি ঈশ্বরণ অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমির সঞ্চালক ।

জানা গেছে, গতকাল আর পি ঈশ্বরণ তাঁর স্ত্রীর সঙ্গে ঘরে বসে ভারত ও দক্ষিণ আফ্রিকার T-20 ম্যাচ দেখছিলেন । সেইসময় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা । প্রথমে পরিচারকদের গান পয়েন্টে রাখে । তারপর দু'জন দুষ্কৃতী আলাদা আলাদা ঘরে ঢোকে । গান পয়েন্টে নেয় আর পি ঈশ্বরণ ও তাঁর স্ত্রীকে । লুটপাট চালায় বাড়িতে । নগদ থেকে শুরু করে বিদেশি টাকা ও মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায় । এমন কী, যাওয়ার সময় CCTV-র DBR-ও ছিঁড়ে নিয়ে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থানে যান দেরাদুন SSP অরুণ মোহন জোশী ও SP(শহর) শ্বেতা চৌবে । দুষ্কৃতীদের খোঁজে গতরাত থেকেই তদন্তে নামে পুলিশ । বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় ।

দেরাদুন, 23 সেপ্টেম্বর : শহরে বেড়ে চলা অপরাধকে নিয়ন্ত্রণে আনতে ফের একবার ব্যর্থ পুলিশ । গতকাল রাজপুর থানার পুরুকুল গ্রামে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের বাড়িতে লুটপাট চালাল দুষ্কৃতীরা । যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি । অভিমন্যুর বাবা আর পি ঈশ্বরণ অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমির সঞ্চালক ।

জানা গেছে, গতকাল আর পি ঈশ্বরণ তাঁর স্ত্রীর সঙ্গে ঘরে বসে ভারত ও দক্ষিণ আফ্রিকার T-20 ম্যাচ দেখছিলেন । সেইসময় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা । প্রথমে পরিচারকদের গান পয়েন্টে রাখে । তারপর দু'জন দুষ্কৃতী আলাদা আলাদা ঘরে ঢোকে । গান পয়েন্টে নেয় আর পি ঈশ্বরণ ও তাঁর স্ত্রীকে । লুটপাট চালায় বাড়িতে । নগদ থেকে শুরু করে বিদেশি টাকা ও মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায় । এমন কী, যাওয়ার সময় CCTV-র DBR-ও ছিঁড়ে নিয়ে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থানে যান দেরাদুন SSP অরুণ মোহন জোশী ও SP(শহর) শ্বেতা চৌবে । দুষ্কৃতীদের খোঁজে গতরাত থেকেই তদন্তে নামে পুলিশ । বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় ।

Pls नॉट डेस्क

देहरादून

बड़ी खबर

देहरादून के पुरकल गांव स्थित नामी अभिमन्यु क्रिकेट अकेडमी के मालिक के घर (राजपुर में )चार बदमाशों द्वारा बन्दूक की नोक पर लूट की घटना को अंजाम।

देर रात की घटना

लाखों की नकदी, विदेश करेंसी और जेवरात लेकर हुए बदमाश फरार

सीसीटीवी डीवीआर भी ले गए बदमाश

पिस्टल, तमंचा और चाकू की नोक पर दिया घटना को अंजाम

घटना के समय पति पत्नी और 2 नौकर घर मे थे मौजूद

पहले धमकाकर की मारपीट, हथियार के बल पर की लूट

घटना के बाद एसएसपी अरुण मोहन जोशी, एसपी सिटी श्वेता चौबे, सहित पुलिस और एसओजी की तीन मौके पर पहुँच कर की जांच पड़ताल।

शहर में कई गई नाकाबंदी, चलाया जा रहा चेकिंग अभियान

राजपुर थाना क्षेत्र के मसूरी रोड मैक्स हॉस्पिटल के पास की घटना।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.