দেরাদুন, 23 সেপ্টেম্বর : শহরে বেড়ে চলা অপরাধকে নিয়ন্ত্রণে আনতে ফের একবার ব্যর্থ পুলিশ । গতকাল রাজপুর থানার পুরুকুল গ্রামে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের বাড়িতে লুটপাট চালাল দুষ্কৃতীরা । যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি । অভিমন্যুর বাবা আর পি ঈশ্বরণ অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমির সঞ্চালক ।
জানা গেছে, গতকাল আর পি ঈশ্বরণ তাঁর স্ত্রীর সঙ্গে ঘরে বসে ভারত ও দক্ষিণ আফ্রিকার T-20 ম্যাচ দেখছিলেন । সেইসময় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা । প্রথমে পরিচারকদের গান পয়েন্টে রাখে । তারপর দু'জন দুষ্কৃতী আলাদা আলাদা ঘরে ঢোকে । গান পয়েন্টে নেয় আর পি ঈশ্বরণ ও তাঁর স্ত্রীকে । লুটপাট চালায় বাড়িতে । নগদ থেকে শুরু করে বিদেশি টাকা ও মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায় । এমন কী, যাওয়ার সময় CCTV-র DBR-ও ছিঁড়ে নিয়ে যায় ।
খবর পেয়ে ঘটনাস্থানে যান দেরাদুন SSP অরুণ মোহন জোশী ও SP(শহর) শ্বেতা চৌবে । দুষ্কৃতীদের খোঁজে গতরাত থেকেই তদন্তে নামে পুলিশ । বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় ।