ETV Bharat / sports

প্রথম ম্যাচে চোটের জের,  দ্বিতীয় ম্যাচে নেই ঋষভ - ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচ

প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বলে মাথায় আঘাত পান ঋষভ পন্থ ৷ ওই বলে আউটও হন তিনি ৷ তারপর আর মাঠে নামেননি ৷ এরপর দ্বিতীয় ম্যাচে পন্থ খেলবেন না বলে BCCI-এর তরফে জানিয়ে দেওয়া হয় ।

image
নেই পন্থ
author img

By

Published : Jan 16, 2020, 1:35 PM IST

Updated : Jan 16, 2020, 1:41 PM IST

মুম্বই, 16 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের খারাপ খবর ভারতীয় শিবিরে ৷ দ্বিতীয় একদিনের ম্যাচে উইকেটের পিছনে দেখা যাবে না ঋষভ পন্থকে । প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বলে মাথায় চোট পান ঋষভ ৷ তার পরিবর্তে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় লোকেশ রাহুলকে ৷


বুধবার রাজকোটে পৌঁছেছে ভারতীয় দল ৷ কিন্তু দলের সঙ্গে যাননি পন্থ ৷ পরিবর্তে চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে তাঁকে ৷

একটি বিবৃতিতে BCCI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না তা নির্ভর করছে রিহ্যাবিলিটেশনে কীভাবে সাড়া দিচ্ছেন তার উপর ৷ তাঁর স্ক্যান রিপোর্টে সবকিছু ঠিকই আছে ৷ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং রিহ্যাবিলিটেশনের জন্য বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) পাঠানো হয়েছে ৷’’

প্রথম ম্যাচে 33 বলে 28 রান করেছিলেন পন্থ ৷ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে লোকেশ রাহুল উইকেট রক্ষকের দায়িত্ব সামলান ৷

মুম্বই, 16 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের খারাপ খবর ভারতীয় শিবিরে ৷ দ্বিতীয় একদিনের ম্যাচে উইকেটের পিছনে দেখা যাবে না ঋষভ পন্থকে । প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বলে মাথায় চোট পান ঋষভ ৷ তার পরিবর্তে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় লোকেশ রাহুলকে ৷


বুধবার রাজকোটে পৌঁছেছে ভারতীয় দল ৷ কিন্তু দলের সঙ্গে যাননি পন্থ ৷ পরিবর্তে চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে তাঁকে ৷

একটি বিবৃতিতে BCCI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না তা নির্ভর করছে রিহ্যাবিলিটেশনে কীভাবে সাড়া দিচ্ছেন তার উপর ৷ তাঁর স্ক্যান রিপোর্টে সবকিছু ঠিকই আছে ৷ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং রিহ্যাবিলিটেশনের জন্য বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) পাঠানো হয়েছে ৷’’

প্রথম ম্যাচে 33 বলে 28 রান করেছিলেন পন্থ ৷ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে লোকেশ রাহুল উইকেট রক্ষকের দায়িত্ব সামলান ৷

New Delhi, Jan 16 (ANI): President Ram Nath Kovind graced the 10th Foundation Day of the Institute of Liver and Biliary Sciences (ILBS) and 7th Convocation Ceremony of the Institute in New Delhi.While addressing the public gathering, President Ram Nath Kovind said, "There is need to establish liver transplant programs in more public hospital, but perhaps most crucial is to encourage organ donation and spread awareness about it. There is a huge gap between the requirement and availability of organs needed for saving lives."
Last Updated : Jan 16, 2020, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.