মুম্বই, 16 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের খারাপ খবর ভারতীয় শিবিরে ৷ দ্বিতীয় একদিনের ম্যাচে উইকেটের পিছনে দেখা যাবে না ঋষভ পন্থকে । প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বলে মাথায় চোট পান ঋষভ ৷ তার পরিবর্তে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় লোকেশ রাহুলকে ৷
বুধবার রাজকোটে পৌঁছেছে ভারতীয় দল ৷ কিন্তু দলের সঙ্গে যাননি পন্থ ৷ পরিবর্তে চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে তাঁকে ৷
একটি বিবৃতিতে BCCI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না তা নির্ভর করছে রিহ্যাবিলিটেশনে কীভাবে সাড়া দিচ্ছেন তার উপর ৷ তাঁর স্ক্যান রিপোর্টে সবকিছু ঠিকই আছে ৷ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং রিহ্যাবিলিটেশনের জন্য বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) পাঠানো হয়েছে ৷’’
প্রথম ম্যাচে 33 বলে 28 রান করেছিলেন পন্থ ৷ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে লোকেশ রাহুল উইকেট রক্ষকের দায়িত্ব সামলান ৷