ETV Bharat / sports

বিশ্বকাপের জন্য পন্থ, রাহানের নামও ভাবা হচ্ছে : এমএসকে প্রসাদ

author img

By

Published : Feb 11, 2019, 1:01 PM IST

বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় রয়েছেন ঋষভ পন্থ ও অজিঙ্ক রাহানে। একথা জানান প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

Breaking News

মুম্বই, ১১ ফেব্রুয়ারি : বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় রয়েছেন ঋষভ পন্থ ও অজিঙ্ক রাহানে। একথা জানান প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি বলেন, "গত এক বছরে প্রতিটি ফরম্যাটে অসাধারণ ফর্ম রয়েছে ঋষভ পন্থের।"

ঋষভের ব্যাপারে প্রসাদ আরও বলেন, "আমরা ঋষভের মধ্যে আরও পরিপক্কতা দেখতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যাতে ওর অভিজ্ঞতা বাড়ে। তাই সুযোগ পেলেই ঋষভকে ইন্ডিয়া A দলে রাখি।"

রাহানের বিষয়ে তিনি বলেন, "রাহানে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে আছে। অবশ্যই ওকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে ভাবছি।"

বিজয় শংকরেরও প্রশংসা করেন প্রসাদ। বলেন, "দলে সুযোগ পেলেই বিজয় শংকর নিজের দক্ষতা দেখিয়েছে। আমরা গত দুই বছরে বিজয়কে ভারতীয় A দলে সুযোগ দেওয়ার ফলে এখন ও তৈরি। তবে এখন দেখতে হবে কী করে ওকে দলের কেজে লাগানো যায়।"

মুম্বই, ১১ ফেব্রুয়ারি : বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় রয়েছেন ঋষভ পন্থ ও অজিঙ্ক রাহানে। একথা জানান প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি বলেন, "গত এক বছরে প্রতিটি ফরম্যাটে অসাধারণ ফর্ম রয়েছে ঋষভ পন্থের।"

ঋষভের ব্যাপারে প্রসাদ আরও বলেন, "আমরা ঋষভের মধ্যে আরও পরিপক্কতা দেখতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যাতে ওর অভিজ্ঞতা বাড়ে। তাই সুযোগ পেলেই ঋষভকে ইন্ডিয়া A দলে রাখি।"

রাহানের বিষয়ে তিনি বলেন, "রাহানে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে আছে। অবশ্যই ওকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে ভাবছি।"

বিজয় শংকরেরও প্রশংসা করেন প্রসাদ। বলেন, "দলে সুযোগ পেলেই বিজয় শংকর নিজের দক্ষতা দেখিয়েছে। আমরা গত দুই বছরে বিজয়কে ভারতীয় A দলে সুযোগ দেওয়ার ফলে এখন ও তৈরি। তবে এখন দেখতে হবে কী করে ওকে দলের কেজে লাগানো যায়।"


Moradabad (Uttar Pradesh), Feb 11 (ANI): A major fire broke out at a mattress store in Uttar Pradesh's Moradabad. Four fire tenders reached on the spot to douse the flames, and officials took control of the fire after half an hour. The fire took place after some woods in a house which was adjacent to the store started burning. The fire then reached the store and took the mammoth shape, police said. The store and home is said to be of the same person.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.