ETV Bharat / sports

বিশ্বকাপের পর কোচ থাকতে ফের আবেদন করতে হবে শাস্ত্রীকে

আসন্ন বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তবে ভারত বিশ্বকাপ যদি জিতেও যায় তাহলেও তাঁর সঙ্গে সরাসরি চুক্তির মেয়াদ বাড়াবে না BCCI। কারণ অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছা অনুসারে 2017 সালে শাস্ত্রীকে কোচ করা হলেও, সেই চুক্তিপত্রে মেয়াদ বৃদ্ধি বা নবীকরণের কোনও ধারা ছিল না।

রবি শাস্ত্রী
author img

By

Published : Mar 21, 2019, 5:47 PM IST

Updated : Mar 21, 2019, 6:54 PM IST

মুম্বই, 21 মার্চ : আসন্ন বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তবে ভারত বিশ্বকাপ যদি জিতেও যায় তাহলেও তাঁর সঙ্গে সরাসরি চুক্তির মেয়াদ বাড়াবে না BCCI। কারণ অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছা অনুসারে 2017 সালে শাস্ত্রীকে কোচ করা হলেও, সেই চুক্তিপত্রে মেয়াদ বৃদ্ধি বা নবীকরণের কোনও ধারা ছিল না। একই কথা প্রযোজ্য টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও। গতবারের মতো এবারও নতুন বিজ্ঞাপনের ভিত্তিতে কোচ পদের জন্য আবেদন জানাতে হবে শাস্ত্রীকে। পাশাপাশি ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নতুন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হবে

এক বোর্ড কর্তা বলেন, "বিশ্বকাপের শেষ ম্যাচের পরেই শাস্ত্রী সহ টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হচ্ছে। যেহেতু চুক্তিতে মেয়াদ বাড়ানো বা পুনর্নিয়োগের কোনও শর্ত নেই, তাই বোর্ডকে নতুন করে বিজ্ঞাপন দিতে হবে কোচ নিয়োগের।" তিনিও এও জানিয়েছেন বিশ্বকাপে ভারত সেমিফাইনালে পৌঁছে গেলে শাস্ত্রীকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তবে BCCI-কে তড়িঘড়ি নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু ও শেষ করতে হবে। কেন না, বিশ্বকাপের ঠিক পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাবে। যার জন্য উইন্ডিজ় সফরে যাবে ভারত। তাই বিশ্বকাপের পর নতুন কোচ নির্বাচনের জন্য তাই মাত্র দুই সপ্তাহ সময় পাবে বোর্ড।

2017 সালের জুলাইয়ে ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ হন রবি শাস্ত্রী এবং তাঁর সহকারীরা। অস্ট্রেলিয়ার কাছে সম্প্রতি ঘরের মাঠে T-২০ও ওয়ানডে সিরিজ়ে হারলেও শাস্ত্রীর অধীনে ভারতের রেকর্ড দারুণ। শাস্ত্রীর কোচিংয়েই অস্ট্রেলিয়ার মাটিতে 71 বছরের খরা কেটেছে। টেস্টের সঙ্গে সঙ্গে ODI সিরিজ়ও জিতেছে ভারত। ভারতের নতুন কোচ নিয়োগপ্রক্রিয়ায় আগের মতোই তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) গঠন করা হবে বলে জানা গেছে। যাতে থাকবেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলি।

মুম্বই, 21 মার্চ : আসন্ন বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। তবে ভারত বিশ্বকাপ যদি জিতেও যায় তাহলেও তাঁর সঙ্গে সরাসরি চুক্তির মেয়াদ বাড়াবে না BCCI। কারণ অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছা অনুসারে 2017 সালে শাস্ত্রীকে কোচ করা হলেও, সেই চুক্তিপত্রে মেয়াদ বৃদ্ধি বা নবীকরণের কোনও ধারা ছিল না। একই কথা প্রযোজ্য টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও। গতবারের মতো এবারও নতুন বিজ্ঞাপনের ভিত্তিতে কোচ পদের জন্য আবেদন জানাতে হবে শাস্ত্রীকে। পাশাপাশি ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নতুন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হবে

এক বোর্ড কর্তা বলেন, "বিশ্বকাপের শেষ ম্যাচের পরেই শাস্ত্রী সহ টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হচ্ছে। যেহেতু চুক্তিতে মেয়াদ বাড়ানো বা পুনর্নিয়োগের কোনও শর্ত নেই, তাই বোর্ডকে নতুন করে বিজ্ঞাপন দিতে হবে কোচ নিয়োগের।" তিনিও এও জানিয়েছেন বিশ্বকাপে ভারত সেমিফাইনালে পৌঁছে গেলে শাস্ত্রীকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তবে BCCI-কে তড়িঘড়ি নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু ও শেষ করতে হবে। কেন না, বিশ্বকাপের ঠিক পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাবে। যার জন্য উইন্ডিজ় সফরে যাবে ভারত। তাই বিশ্বকাপের পর নতুন কোচ নির্বাচনের জন্য তাই মাত্র দুই সপ্তাহ সময় পাবে বোর্ড।

2017 সালের জুলাইয়ে ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ হন রবি শাস্ত্রী এবং তাঁর সহকারীরা। অস্ট্রেলিয়ার কাছে সম্প্রতি ঘরের মাঠে T-২০ও ওয়ানডে সিরিজ়ে হারলেও শাস্ত্রীর অধীনে ভারতের রেকর্ড দারুণ। শাস্ত্রীর কোচিংয়েই অস্ট্রেলিয়ার মাটিতে 71 বছরের খরা কেটেছে। টেস্টের সঙ্গে সঙ্গে ODI সিরিজ়ও জিতেছে ভারত। ভারতের নতুন কোচ নিয়োগপ্রক্রিয়ায় আগের মতোই তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) গঠন করা হবে বলে জানা গেছে। যাতে থাকবেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলি।

New Delhi, Mar 16 (ANI): A new study reveals that when older adults have more control over their daily lives, regardless of stress and health concerns, they feel young. However, stress and health - not a sense of control - play a significant role in how older adults feel young. An individual's sense of control has no bearing on self - perceptions of age for young adults. The more control older adults think they have, the younger they feel. But stress and adverse changes did make young feel older.
Last Updated : Mar 21, 2019, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.