দুবাই, 6 অক্টোবর : ক্রিকেট প্রতিভার খোঁজে নেমেছে রাজস্থান রয়্যালস ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে ক্রিকেট অ্যাকাডেমি খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ 12 অক্টোবর IPL চলাকালীনই অ্যাকাডেমিটির উদ্বোধন হবে ৷ এটি তাদের দ্বিতীয় ক্রিকেট অ্যাকাডেমি ৷
একটি UAE বেসড স্পোর্টস কনসাল্টিং ফার্মের সঙ্গে পার্টনারশিপে তৈরি হয়েছে এই অ্যাকাডেমি ৷ মধ্যপ্রাচ্যে এটিই তাদের প্রথম অ্যাকাডেমি ৷ প্রথম IPL ফ্র্যাঞ্চাইজ়ি হিসেবে সেখানে ক্রিকেট অ্যাকাডেমি শুরু করার পদক্ষেপ করেছে রাজস্থান রয়্যালস ৷ অ্যাকাডেমির ডিরেক্টর পদে থাকছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক গ্রেম ক্রিমার ৷ অ্যাকাডেমির সব সেশন হবে তাঁরই অধীনে ৷
6 থেকে 19 বছরের মধ্যে ছেলে-মেয়েরা এখানে প্রশিক্ষণ নিতে পারবে ৷ বিশ্বমানের ক্রিকেট কোচিং দেওয়া হবে তাদের ৷ ওয়ান টু ওয়ান সেশন, টিম সেশন, গ্রুপ সেশন প্রভৃতি থাকছে ৷ ছেলেমেয়েরা এর মধ্যে নিজেদের সুবিধা মতো অপশন বেছে নিতে পারবে ৷ অ্যাকাডেমিটি দুবাইয়ের জনপ্রিয় স্টিভেন্স স্টেডিয়ামে তৈরি করা হয়েছে ৷