ETV Bharat / sports

দ্রাবিড় অনূর্ধ্ব-19 ভারতীয় দলের শিরদাঁড়া - পৃথ্বী শ

আগামী বছরই সিনিয়র দলে সুযোগ পাওয়া লক্ষ্য ৷ লকডাউনে ঘরে বসেই চলছে ফিট রাখার লড়াই ৷ কেমন ছিল কোচ রাহুল দ্রাবিড়ের সান্নিধ্য ৷ খোলাখুলি আলোচনায় বাংলার পেসার ঈশান পোড়েল ৷

image
ইশান পোড়েল
author img

By

Published : Jun 28, 2020, 4:08 AM IST

হায়দরাবাদ, 27 জুন : 2018 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সবার নজর কেড়েছিলেন ৷বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তুলে নিয়েছিলেন 4টি উইকেট ৷ পৃথ্বী শ-র নেতৃত্বাধীনভারতীয় দলে তিনি ছিলেন অন্যতম সদস্য ৷ বাংলার সেই পেসার ঈশান পোড়েল কথা বললেন ETV ভারতের সঙ্গে ৷ খোলামেলা আলোচনায় উঠেএল তৎকালীন অনূর্ধ্ব 19 ভারতীয়দলের কোচ রাহুল দ্রাবিড়ের নাম ৷ এছাড়া লকডাউন ও ক্রিকেটে বলে লালার ব্যবহার বন্ধনিয়েও কথা বললেন তিনি ৷

তাঁরক্রিকেট কেরিয়ারের রাহুল দ্রাবিড়ের প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হলে পোড়েল বলেন,‘‘ তিনি ভারতীয় দলের শিরদাঁড়া ছিলেন ৷আমরা যেমন সবাই জানি উনি ছিলেন ভারতীয় ক্রিকেটের দেওয়াল ৷ আমরা খুব ভাগ্যবানদ্রাবিড়কে, আমরা কোচহিসেবে পেয়েছি ৷ আমরা প্রত্যেকদিন দ্রাবিড়ের থেকে নতুন জিনিস শিখতাম ৷ এমনকী, ভারতীয় A দলেও সবসময় ও পাশে ছিল ৷ আমি ওর মতকোচ আগে দেখিনি ৷ ও এত নমনীয় একজন মানুষ, সবসময় আমাদের উজ্জীবিত করতেন ৷’’

image
রাহুল দ্রাবিড়

এবারের IPL-এ কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে নিলামেকেনে ৷ তিনি এদিন বলেন, লকডাউনেরসময় কোনও সাহায্যের প্রয়োজন হলে, রাহুল দ্রাবিড় তাঁকে ফোন করতে বলেছেন ৷

তাঁর সময়ের অনূর্ধ্ব 19 দল নিয়ে কথা বলার সময় এই ডান হাতি পেসার বলেন,‘‘ যেকোনও ভারতীয়র জন্য দেশের হয়ে যেকোনও খেলা অত্যন্তগর্বের ৷ আমার জন্যেও ভারতের প্রতিনিধিত্ব করাটাও ভীষণ গর্বের ৷ আমার জীবনের এটিএকটি বিশেষ ঘটনা ৷ এবং তুমি যদি বিশ্বকাপ জেত, তাহলে তোমার বিশ্বের শিখরে আছ বলে মনে হয় ৷’’

image
রিয়ান প্রয়াগ

21 বছরের ইশান জানান, অনূর্ধ্ব 19 দলের সতীর্থ ওবর্তমান রাজস্থান রয়্যালস ও অসম দলের ক্রিকেটার রিয়ান প্রয়াগ তাঁর খুব ভালো বন্ধুবলেও জানান ঈশান ৷ এমনকী তাদের মধ্যে এখনও যোগাযোগ আছে বলে জানান ৷ দক্ষিণআফ্রিকার পেসার ডেইল স্টেইন ও অজ়ি পেসার ব্রেট লি তাঁর আদর্শ ৷

image
ডেইল স্টেইন

COVID -19 পরবর্তী পরিস্থিতিতে ক্রিকেট মাঠে ফেরাতে ICC নতুন গাইডলাইনে ক্রিকেট বলে লালর ব্যবহার নিষিদ্ধ করা হয় ৷ নিয়ে প্রশ্ন করা হলে হুগলির এই পেসার বলেন, ‘‘এটা বোলারদের জন্য বেশ কঠিন হতে চলেছে ৷ কারণ আমরা এটা ব্যবহারে অভ্যস্ত ৷ কিন্তু আমাদের নতুন নিয়মটা অভ্যাস করতেই হবে ৷’’

image
ব্রেট লি

কোরোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনে তিনি কীভাবে কাটাচ্ছেন? জবাবে পোড়েল বলেন, ‘‘ সত্যি বলতে, এটা সত্যই খুব কঠিন ৷ লোকজন কোনও কিছু কাজ না করে ঘরে বসে আছে ৷ কিন্তু একজন ক্রিকেটার ও একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে ফিট রাখতে আমার কিছু ব্যায়াম করা দরকার ৷ কারণ আমরা যেকোনও সময় ক্রিকেট শুরু হওয়ার কথা জানতে পারি ৷ অথবা সামনের মাসেই IPL হতে পারে ৷

একান্ত সাক্ষাৎকারে ইশান পোড়েল

বর্তমানে ক্রিকেটের সর্বোচ্চ শিখরে খেলতে হলে তোমাকে সবকিছুতে ভালো হতে হবে ৷ সেটা ব্যাটিং বোলিং বা ফিল্ডিং যাই হোক ৷ তিনি আরও যোগ করেন আগামী বছর ভারতের সিনিয়র দলের জার্সি পরে খেলাই তাঁর লক্ষ্য ৷

হায়দরাবাদ, 27 জুন : 2018 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সবার নজর কেড়েছিলেন ৷বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তুলে নিয়েছিলেন 4টি উইকেট ৷ পৃথ্বী শ-র নেতৃত্বাধীনভারতীয় দলে তিনি ছিলেন অন্যতম সদস্য ৷ বাংলার সেই পেসার ঈশান পোড়েল কথা বললেন ETV ভারতের সঙ্গে ৷ খোলামেলা আলোচনায় উঠেএল তৎকালীন অনূর্ধ্ব 19 ভারতীয়দলের কোচ রাহুল দ্রাবিড়ের নাম ৷ এছাড়া লকডাউন ও ক্রিকেটে বলে লালার ব্যবহার বন্ধনিয়েও কথা বললেন তিনি ৷

তাঁরক্রিকেট কেরিয়ারের রাহুল দ্রাবিড়ের প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হলে পোড়েল বলেন,‘‘ তিনি ভারতীয় দলের শিরদাঁড়া ছিলেন ৷আমরা যেমন সবাই জানি উনি ছিলেন ভারতীয় ক্রিকেটের দেওয়াল ৷ আমরা খুব ভাগ্যবানদ্রাবিড়কে, আমরা কোচহিসেবে পেয়েছি ৷ আমরা প্রত্যেকদিন দ্রাবিড়ের থেকে নতুন জিনিস শিখতাম ৷ এমনকী, ভারতীয় A দলেও সবসময় ও পাশে ছিল ৷ আমি ওর মতকোচ আগে দেখিনি ৷ ও এত নমনীয় একজন মানুষ, সবসময় আমাদের উজ্জীবিত করতেন ৷’’

image
রাহুল দ্রাবিড়

এবারের IPL-এ কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে নিলামেকেনে ৷ তিনি এদিন বলেন, লকডাউনেরসময় কোনও সাহায্যের প্রয়োজন হলে, রাহুল দ্রাবিড় তাঁকে ফোন করতে বলেছেন ৷

তাঁর সময়ের অনূর্ধ্ব 19 দল নিয়ে কথা বলার সময় এই ডান হাতি পেসার বলেন,‘‘ যেকোনও ভারতীয়র জন্য দেশের হয়ে যেকোনও খেলা অত্যন্তগর্বের ৷ আমার জন্যেও ভারতের প্রতিনিধিত্ব করাটাও ভীষণ গর্বের ৷ আমার জীবনের এটিএকটি বিশেষ ঘটনা ৷ এবং তুমি যদি বিশ্বকাপ জেত, তাহলে তোমার বিশ্বের শিখরে আছ বলে মনে হয় ৷’’

image
রিয়ান প্রয়াগ

21 বছরের ইশান জানান, অনূর্ধ্ব 19 দলের সতীর্থ ওবর্তমান রাজস্থান রয়্যালস ও অসম দলের ক্রিকেটার রিয়ান প্রয়াগ তাঁর খুব ভালো বন্ধুবলেও জানান ঈশান ৷ এমনকী তাদের মধ্যে এখনও যোগাযোগ আছে বলে জানান ৷ দক্ষিণআফ্রিকার পেসার ডেইল স্টেইন ও অজ়ি পেসার ব্রেট লি তাঁর আদর্শ ৷

image
ডেইল স্টেইন

COVID -19 পরবর্তী পরিস্থিতিতে ক্রিকেট মাঠে ফেরাতে ICC নতুন গাইডলাইনে ক্রিকেট বলে লালর ব্যবহার নিষিদ্ধ করা হয় ৷ নিয়ে প্রশ্ন করা হলে হুগলির এই পেসার বলেন, ‘‘এটা বোলারদের জন্য বেশ কঠিন হতে চলেছে ৷ কারণ আমরা এটা ব্যবহারে অভ্যস্ত ৷ কিন্তু আমাদের নতুন নিয়মটা অভ্যাস করতেই হবে ৷’’

image
ব্রেট লি

কোরোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনে তিনি কীভাবে কাটাচ্ছেন? জবাবে পোড়েল বলেন, ‘‘ সত্যি বলতে, এটা সত্যই খুব কঠিন ৷ লোকজন কোনও কিছু কাজ না করে ঘরে বসে আছে ৷ কিন্তু একজন ক্রিকেটার ও একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে ফিট রাখতে আমার কিছু ব্যায়াম করা দরকার ৷ কারণ আমরা যেকোনও সময় ক্রিকেট শুরু হওয়ার কথা জানতে পারি ৷ অথবা সামনের মাসেই IPL হতে পারে ৷

একান্ত সাক্ষাৎকারে ইশান পোড়েল

বর্তমানে ক্রিকেটের সর্বোচ্চ শিখরে খেলতে হলে তোমাকে সবকিছুতে ভালো হতে হবে ৷ সেটা ব্যাটিং বোলিং বা ফিল্ডিং যাই হোক ৷ তিনি আরও যোগ করেন আগামী বছর ভারতের সিনিয়র দলের জার্সি পরে খেলাই তাঁর লক্ষ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.