মুম্বই, 29 জুন: ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছিল 2007 টি-20 বিশ্বকাপ ৷ ঘাড় ছাপানো চুলের অধিকারী মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণ ঘরে তুলেছিল ভারত ৷ সেই টিমে ছিল তারুণ্যের রমরমা ৷ কিন্তু দেখা যায়নি ভারতীয় ক্রিকেটের বিগ থ্রি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়কে ৷ কিন্তু কেন? এর উত্তর দিয়েছেন তৎকালীন জাতীয় দলের কোচ লালচাঁদ রাজপুত ৷ বলেছেন, দ্রাবিড়ের পরামর্শেই 2007 টি-20 বিশ্বকাপে খেলেননি সচিন-সৌরভ ৷
একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে 13 বছর আগের সেই রহস্য ফাঁস করে রাজপুত বলেছেন, "এটা সত্যি যে রাহুল দ্রাবিড় সচিন ও সৌরভকে 2007 বিশ্বকাপে খেলতে বারণ করেছিলেন ৷ সেইসময় দ্রাবিড় দলের অধিনায়ক ৷ টি-20 বিশ্বকাপের জন্য ইংল্যান্ড থেকে সোজা জোহানেসবার্গে পৌঁছে গেছিলেন কয়েকজন ভারতীয় খেলোয়াড় ৷ কিন্তু বিশ্বকাপ টিমে তরুণদের সুযোগ দেওয়ার কথা বলছিলেন সকলে ৷" তবে ভারত বিশ্বকাপ জেতার পর না খেলার আপসোস করেছিলেন তাঁরা ৷ তৎকালীন ভারতীয় দলের কোচ বলেছেন, "সচিন প্রায়ই বলত, এতদিন ধরে খেলছি অথচ একবারও বিশ্বকাপ জিততে পারলাম না ৷ পরে অবশ্য 2011 বিশ্বকাপ জয়ী টিমের সদস্য ছিলেন সচিন ৷" তবে টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণ জয়ী টিমের সদস্য না হওয়ায় আপসোস থেকে গেছে মাস্টার ব্লাস্টারের ৷
2007 বিশ্বকাপে ভারতকে নিয়ে কোনও আশা ছিল না ৷ কেউ ভাবেনি ভারত বিশ্বকাপ জিতবে ৷ কিন্তু 13 বছর আগের ওই জয় ভারতীয় ক্রিকেটের পুরো চিত্রটাই বদলে দিয়েছিল ৷