ETV Bharat / sports

কাল মায়াঙ্ক-পৃথ্বীর অভিষেক, ইঙ্গিত দিলেন কোহলি - Mayank Agarwal

চোট পেয়ে অবশিষ্ট কিউয়ি সফর থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা ৷ চোটের কারণে নেই শিখর ধাওয়ান ৷ তাঁর পরিবর্তে 50 ওভারের ফরম্যাটে ডাক পান মায়াঙ্ক ৷ তবে মায়াঙ্ককে ওপেনিংয়ে নামানো হবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ কারণ এই নিউজ়িল্যান্ডেই ভারতীয় 'এ' টিমের হয়ে একেবারেই সুবিধে করতে পারেননি তিনি ৷

prithvi-shaw-mayank-agarwal
মায়াঙ্ক-পৃথ্বীর অভিষেক
author img

By

Published : Feb 4, 2020, 10:51 PM IST

হ্যামিলটন ও মুম্বই, 4 ফেব্রুয়ারি : সিনিয়র ক্রিকেটারদের চোট-আঘাতের কারণে সীমিত ওভারে ভারতীয় দলের দরজা খুলে গেল তরুণদের সামনে ৷ বুধবার হ্যামিল্টনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরু হচ্ছে ৷ কিউয়িদের দেশে 50 ওভারের ফরম্যাটে অভিষেক হতে চলেছে মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ-এর ৷

চোট পেয়ে অবশিষ্ট কিউয়ি সফর থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা ৷ চোটের কারণে নেই শিখর ধাওয়ান ৷ তাঁর পরিবর্তে 50 ওভারের ফরম্যাটে ডাক পান মায়াঙ্ক ৷ তবে মায়াঙ্ককে ওপেনিংয়ে নামানো হবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ কারণ এই নিউজ়িল্যান্ডেই ভারতীয় 'এ' টিমের হয়ে একেবারেই সুবিধে করতে পারেননি মায়াঙ্ক ৷ সদ্য সমাপ্ত টি-20 সিরিজ়ে দুরন্ত পারফর্ম করা লোকেশ রাহুল ওপেনিংয়ে ভাবা হচ্ছিল ৷ যদিও মঙ্গলবার প্রি ম্যাচ সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দেন, ওয়ানডে-তে পাঁচ নম্বরে নামবেন লোকেশ রাহুল ৷ মিডল অর্ডার মজবুত করতেই এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ৷ উইকেটের পিছনে ঋষভ পন্থ ফিরবেন কি না তা এখনও স্পষ্ট নয় ৷ অন্যদিকে এই সিরিজ়কে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখতে নারাজ বিরাট কোহলি ৷ টি-20 বিশ্বকাপের জন্য IPL-ই সেরা মঞ্চ, মত অধিনায়কের ৷

আট মাসের নির্বাসন কাটিয়ে ফেরার পর জাতীয় দলে কামব্যাকের জন্য মুখিয়ে ছিলেন মুম্বইয়ের ব্যাটসম্যান পৃথ্বী শ ৷ নিউজ়িল্যান্ড সফরেই সেই সুযোগ এল পৃথ্বীর সামনে ৷ ওয়ান ডে টিমে ডাক পাওয়ার পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ফিরেছেন বছর কুড়ির পৃথ্বী ৷ টি-20তে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নভদীপ সাইনি ৷ কিউয়িদের বিরুদ্ধে লাল বলের ফরম্যাটে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্তি হয়েছে তাঁর ৷ টেস্ট স্কয়্যাডে জায়গা হয়েছে নিউজ়িল্যান্ড 'এ' টিমের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকানো শুভমন গিলেরও ৷ টি-20 সিরিজ়ে মাঠে নামার সুযোগ পাননি দেশের একমাত্র চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৷ টেস্ট টিমে জায়গা হয়নি কুলদীপের ৷ বরং রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো দু'জন স্পেশালিস্ট স্পিনারের দিকে ঝুঁকেছেন নির্বাচকরা ৷

ভারতের টেস্ট স্কয়্যাড: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, ইশান্ত শর্মা (ফিট থাকলে) ।

হ্যামিলটন ও মুম্বই, 4 ফেব্রুয়ারি : সিনিয়র ক্রিকেটারদের চোট-আঘাতের কারণে সীমিত ওভারে ভারতীয় দলের দরজা খুলে গেল তরুণদের সামনে ৷ বুধবার হ্যামিল্টনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরু হচ্ছে ৷ কিউয়িদের দেশে 50 ওভারের ফরম্যাটে অভিষেক হতে চলেছে মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ-এর ৷

চোট পেয়ে অবশিষ্ট কিউয়ি সফর থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা ৷ চোটের কারণে নেই শিখর ধাওয়ান ৷ তাঁর পরিবর্তে 50 ওভারের ফরম্যাটে ডাক পান মায়াঙ্ক ৷ তবে মায়াঙ্ককে ওপেনিংয়ে নামানো হবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ কারণ এই নিউজ়িল্যান্ডেই ভারতীয় 'এ' টিমের হয়ে একেবারেই সুবিধে করতে পারেননি মায়াঙ্ক ৷ সদ্য সমাপ্ত টি-20 সিরিজ়ে দুরন্ত পারফর্ম করা লোকেশ রাহুল ওপেনিংয়ে ভাবা হচ্ছিল ৷ যদিও মঙ্গলবার প্রি ম্যাচ সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দেন, ওয়ানডে-তে পাঁচ নম্বরে নামবেন লোকেশ রাহুল ৷ মিডল অর্ডার মজবুত করতেই এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ৷ উইকেটের পিছনে ঋষভ পন্থ ফিরবেন কি না তা এখনও স্পষ্ট নয় ৷ অন্যদিকে এই সিরিজ়কে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখতে নারাজ বিরাট কোহলি ৷ টি-20 বিশ্বকাপের জন্য IPL-ই সেরা মঞ্চ, মত অধিনায়কের ৷

আট মাসের নির্বাসন কাটিয়ে ফেরার পর জাতীয় দলে কামব্যাকের জন্য মুখিয়ে ছিলেন মুম্বইয়ের ব্যাটসম্যান পৃথ্বী শ ৷ নিউজ়িল্যান্ড সফরেই সেই সুযোগ এল পৃথ্বীর সামনে ৷ ওয়ান ডে টিমে ডাক পাওয়ার পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ফিরেছেন বছর কুড়ির পৃথ্বী ৷ টি-20তে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নভদীপ সাইনি ৷ কিউয়িদের বিরুদ্ধে লাল বলের ফরম্যাটে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্তি হয়েছে তাঁর ৷ টেস্ট স্কয়্যাডে জায়গা হয়েছে নিউজ়িল্যান্ড 'এ' টিমের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকানো শুভমন গিলেরও ৷ টি-20 সিরিজ়ে মাঠে নামার সুযোগ পাননি দেশের একমাত্র চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৷ টেস্ট টিমে জায়গা হয়নি কুলদীপের ৷ বরং রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো দু'জন স্পেশালিস্ট স্পিনারের দিকে ঝুঁকেছেন নির্বাচকরা ৷

ভারতের টেস্ট স্কয়্যাড: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, ইশান্ত শর্মা (ফিট থাকলে) ।

Mumbai, Feb 04 (ANI): Members of All India LIC Employees Federation held protest against centre's budget announcement regarding disinvestment plan of LIC in Mumbai on February 04. Demonstrators held placards and raised slogans against the step. During her budget speech, Union Finance Minister Nirmala Sitharaman proposed to sell a part of government's holding in LIC through an initial public offer (IPO).
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.