হ্যামিলটন ও মুম্বই, 4 ফেব্রুয়ারি : সিনিয়র ক্রিকেটারদের চোট-আঘাতের কারণে সীমিত ওভারে ভারতীয় দলের দরজা খুলে গেল তরুণদের সামনে ৷ বুধবার হ্যামিল্টনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরু হচ্ছে ৷ কিউয়িদের দেশে 50 ওভারের ফরম্যাটে অভিষেক হতে চলেছে মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ-এর ৷
চোট পেয়ে অবশিষ্ট কিউয়ি সফর থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা ৷ চোটের কারণে নেই শিখর ধাওয়ান ৷ তাঁর পরিবর্তে 50 ওভারের ফরম্যাটে ডাক পান মায়াঙ্ক ৷ তবে মায়াঙ্ককে ওপেনিংয়ে নামানো হবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ কারণ এই নিউজ়িল্যান্ডেই ভারতীয় 'এ' টিমের হয়ে একেবারেই সুবিধে করতে পারেননি মায়াঙ্ক ৷ সদ্য সমাপ্ত টি-20 সিরিজ়ে দুরন্ত পারফর্ম করা লোকেশ রাহুল ওপেনিংয়ে ভাবা হচ্ছিল ৷ যদিও মঙ্গলবার প্রি ম্যাচ সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দেন, ওয়ানডে-তে পাঁচ নম্বরে নামবেন লোকেশ রাহুল ৷ মিডল অর্ডার মজবুত করতেই এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ৷ উইকেটের পিছনে ঋষভ পন্থ ফিরবেন কি না তা এখনও স্পষ্ট নয় ৷ অন্যদিকে এই সিরিজ়কে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখতে নারাজ বিরাট কোহলি ৷ টি-20 বিশ্বকাপের জন্য IPL-ই সেরা মঞ্চ, মত অধিনায়কের ৷
আট মাসের নির্বাসন কাটিয়ে ফেরার পর জাতীয় দলে কামব্যাকের জন্য মুখিয়ে ছিলেন মুম্বইয়ের ব্যাটসম্যান পৃথ্বী শ ৷ নিউজ়িল্যান্ড সফরেই সেই সুযোগ এল পৃথ্বীর সামনে ৷ ওয়ান ডে টিমে ডাক পাওয়ার পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ফিরেছেন বছর কুড়ির পৃথ্বী ৷ টি-20তে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নভদীপ সাইনি ৷ কিউয়িদের বিরুদ্ধে লাল বলের ফরম্যাটে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্তি হয়েছে তাঁর ৷ টেস্ট স্কয়্যাডে জায়গা হয়েছে নিউজ়িল্যান্ড 'এ' টিমের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকানো শুভমন গিলেরও ৷ টি-20 সিরিজ়ে মাঠে নামার সুযোগ পাননি দেশের একমাত্র চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৷ টেস্ট টিমে জায়গা হয়নি কুলদীপের ৷ বরং রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো দু'জন স্পেশালিস্ট স্পিনারের দিকে ঝুঁকেছেন নির্বাচকরা ৷
ভারতের টেস্ট স্কয়্যাড: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, ইশান্ত শর্মা (ফিট থাকলে) ।