টোকিও, 28 এপ্রিল : স্থগিত নয়, বাতিলই করা হতে পারে অলিম্পিক । এমনই আশঙ্কার কথা শোনালেন অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান ইয়োশিরো মোরি । তাঁর কথানুযায়ী, আগামী বছরও বিশ্বজুড়ে কোরোনার সংক্রমণ না কমলে "দা গ্রেটেস্ট শো অন আর্থ" বাতিল হতে পারে ।
কোরোনার প্রকোপ না কমলে কি ফের স্থগিত করে দেওয়া হবে অলিম্পিক ? এই প্রশ্নের উত্তরে মোরি বলেন, "না স্থগিত হবে না । তবে যদি এমন পরিস্থিতি আসে তাহলে অলিম্পিক বাতিল করা হবে ।"
বছরের শুরুতেই ইতিহাসে প্রথমবার অলিম্পিক স্থগিত করা হয় । এর আগে অলিম্পিক গেমস বাতিল করা হয়েছিল । কিন্তু গেমস স্থগিত এবারই প্রথম ।
এখনও পর্যন্ত আগামী বছরের 23 জুলাই থেকে 8 অগাস্ট পর্যন্ত অলিম্পিকের দিন ঠিক করা হয়েছে । প্যারা অলিম্পিকের দিন নির্ধারণ করা হয়েছে 24 অগাস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত । তবে শুধু অলিম্পিকই নয়, কোরোনার সংক্রমণের জেরে বিশ্বের বহু টুর্নামেন্ট হয় বাতিল, নয় স্থগিত করে দিতে হয়েছে ।