ETV Bharat / sports

আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে 15 বছর বয়স হতেই হবে, জানাল ICC - সচিন তেন্ডুলকর

তবে পরিস্থিতি অনুযায়ী যেকোনও ক্রিকেট বোর্ড ICC-র কাছে 15 বছরের কম বয়সি ক্রিকেটারকে খেলানোর আবেদন জানাতে পারে ৷

ICC
ICC
author img

By

Published : Nov 20, 2020, 12:31 PM IST

দুবাই, 20 নভেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে গেলে ন্যূনতম 15 বছর বয়স হতে হবে । জানিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ICC ৷

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ICC জানিয়েছে, "ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ন্যূনতম বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ এই নতুন নিয়মের মধ্যে সমস্ত ICC ইভেন্ট, দ্বিপাক্ষিক ক্রিকেট ও অনূর্ধ্ব 19 ক্রিকেটও পড়বে ৷ পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে ক্রিকেটারের কমপক্ষে 15 বছর বয়স হতে হবে ৷’’

তবে পরিস্থিতি অনুযায়ী যেকোনও ক্রিকেট বোর্ড ICC-র কাছে 15 বছরের কম বয়সি ক্রিকেটারকে খেলানোর আবেদন জানাতে পারে ৷

এই বিষয়ে ICC জানিয়েছে, ‘‘ব্যতিক্রমী পরিস্থিতিতে একটি সদস্য বোর্ড অনূর্ধ্ব 15 ক্রিকেটারকে খেলানোর জন্য আবেদন করতে পারে ৷ তবে সেক্ষেত্রে সেই ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা, মানসিক বিকাশ ও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বিবেচনা করা হবে ৷’’ আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার কোনও বয়সসীমা ছিল না ৷

পাকিস্তানের হাসান রাজা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৷ যখন তাঁর বয়স 14 বছর 227 দিন তখন তিনি প্রথম ম্যাচ খেলেছিলেন ৷ 1996 সাল থেকে 2005 সালের মধ্যে তিনি 7টি টেস্ট ও 16টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৷

ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হয় সচিন তেন্ডুলকরের ৷ 16 বছর 205 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ টেস্ট ক্রিকেটে 15 হাজার 921 রান করেছেন তিনি ৷ ওয়ানডে ক্রিকেটে তাঁর সংগ্রহ 18 হাজার 426 রান ৷

দুবাই, 20 নভেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে গেলে ন্যূনতম 15 বছর বয়স হতে হবে । জানিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ICC ৷

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ICC জানিয়েছে, "ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ন্যূনতম বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ এই নতুন নিয়মের মধ্যে সমস্ত ICC ইভেন্ট, দ্বিপাক্ষিক ক্রিকেট ও অনূর্ধ্ব 19 ক্রিকেটও পড়বে ৷ পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে ক্রিকেটারের কমপক্ষে 15 বছর বয়স হতে হবে ৷’’

তবে পরিস্থিতি অনুযায়ী যেকোনও ক্রিকেট বোর্ড ICC-র কাছে 15 বছরের কম বয়সি ক্রিকেটারকে খেলানোর আবেদন জানাতে পারে ৷

এই বিষয়ে ICC জানিয়েছে, ‘‘ব্যতিক্রমী পরিস্থিতিতে একটি সদস্য বোর্ড অনূর্ধ্ব 15 ক্রিকেটারকে খেলানোর জন্য আবেদন করতে পারে ৷ তবে সেক্ষেত্রে সেই ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা, মানসিক বিকাশ ও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বিবেচনা করা হবে ৷’’ আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার কোনও বয়সসীমা ছিল না ৷

পাকিস্তানের হাসান রাজা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৷ যখন তাঁর বয়স 14 বছর 227 দিন তখন তিনি প্রথম ম্যাচ খেলেছিলেন ৷ 1996 সাল থেকে 2005 সালের মধ্যে তিনি 7টি টেস্ট ও 16টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৷

ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হয় সচিন তেন্ডুলকরের ৷ 16 বছর 205 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ টেস্ট ক্রিকেটে 15 হাজার 921 রান করেছেন তিনি ৷ ওয়ানডে ক্রিকেটে তাঁর সংগ্রহ 18 হাজার 426 রান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.