ETV Bharat / sports

চেন্নাইয়ে আজ কোটিপতি লিগের মিনি নিলাম, জানুন খুঁটিনাটি - ipl 2021 auction

আইপিএলের 14তম মরসুমের আগে নতুন করে দল সাজানোর লক্ষ্যে নামবে দলগুলি ৷ আজ নিলামে নজর থাকবেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, সাকিব আল হাসানের মতো বিশ্বের তারকা ক্রিকেটারদের দিকে ৷

player auction of ipl 2021 will begin at 3 pm
player auction of ipl 2021 will begin at 3 pm
author img

By

Published : Feb 18, 2021, 12:49 PM IST

Updated : Feb 18, 2021, 3:11 PM IST

চেন্নাই, 18 ফেব্রুয়ারি : আর বিদেশে নয় ৷ সবকিছু ঠিকঠাক থাকলে এবার দেশের মাটিতেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা আসর ৷ তার আগে আজ চেন্নাইতে বসবে কোটিপতি লিগের মিনি নিলামের আসর ৷ আটটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে কারও হাতেই তেমন অর্থ নেই ৷ কিছুদিন আগেই কিছু প্লেয়ারকে রিটেন এবং কয়েকজনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷ আইপিএলের 14তম মরসুমের আগে নতুন করে দল সাজানোর লক্ষ্যে নামবে দলগুলি ৷ আজ নিলামে নজর থাকবে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, সাকিব আল হাসানের মতো বিশ্বের তারকা ক্রিকেটারদের দিকে ৷

চেন্নাইয়ের পাঁচ তারা হোটেলে দুপুর তিনটে থেকে শুরু হবে অকশন ৷ তার আগে জেনে নিন এবারের নিলাম সম্পর্কে কিছু তথ্য-

  • মোট 292 জন ক্রিকেটার এবারের নিলামে উঠবেন ৷
  • তার মধ্যে ক্যাপড প্লেয়ার 65 এবং আনক্যাপড প্লেয়ার 227
  • 227 জনের মধ্যে 164 জন ভারতীয়, 35 জন অস্ট্রেলিয়ান, নিউজ়িল্যান্ডের 20, ওয়েস্ট ইন্ডিজ়ের 19, ইংল্যান্ডের 17, দক্ষিণ আফ্রিকার 14, শ্রীলঙ্কার 9, আফগানিস্তানের 7, নেপালের 1, সংযুক্ত আরব আমিরশাহীর 1 এবং অ্যামেরিকার 1 জন খেলোয়াড় রয়েছেন

প্লেয়ার কিনতে ফ্র্যাঞ্চাইজ়ির হাতে কত টাকা

  • চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে 19.90 কোটি টাকা
  • মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে 15.35 কোটি টাকা
  • দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে 13.40 কোটি টাকা
  • রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে 37.85 কোটি টাকা
  • পঞ্জাব কিংসের হাতে রয়েছে 53.20 কোটি টাকা
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে রয়েছে 35.40 কোটি টাকা
  • কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে 10.75 কোটি টাকা
  • সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে 10.75 কোটি টাকা

2 কোটি বেস প্রাইস যাদের : স্টিভ স্মিথ, হরভজন সিং, সাকিব আল হাসান, মইন আলি, কেদার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক উড, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়

1 কোটি বেস প্রাইস যাদের : অ্যারন ফিঞ্চ, এভিন লুইস, হনুমা বিহারি, শেলডন কটরেল, মুস্তাফিজুর রহমান, উমেশ যাদব, মইজেস হেনরিকস, মার্নাস ল্যাবুশেন, জেসন বেহরনডর্ফ, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড

আটটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে কারও হাতেই তেমন অর্থ নেই
আটটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে কারও হাতেই তেমন অর্থ নেই

মুম্বই ইন্ডিয়ান্স

রিটেন করেছে 18 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 7 জন জন ক্রিকেটারকে

খরচ হয়েছে 69.65 কোটি টাকা

রয়েছে 15.36 কোটি টাকা

7 জন খেলোয়াড় কিনতে পারবে (3 ভারতীয়, 4 বিদেশি)

চেন্নাই সুপার কিংস

রিটেন করেছে 18 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 6 জন ক্রিকেটারকে

খরচ হয়েছে 65.10 কোটি টাকা

বাকি রয়েছে 19.90 কোটি টাকা

6 জন খেলোয়াড় কিনতে পারবে (5 ভারতীয় ও 1 বিদেশি)

কলকাতা নাইট রাইডার্স

রিটেন করেছে 17 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 6 জন ক্রিকেটারকে

খরচ হয়েছে 78.25 কোটি টাকা

বাকি রয়েছে 10.75 কোটি টাকা

8 জন খেলোয়াড় কিনতে পারবে (6 ভারতীয়, 2 বিদেশি)

পঞ্জাব কিংস

রিটেন করেছে 16 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 9 জন ক্রিকেটারকে

খরচ হয়েছে 31.80 কোটি টাকা

বাকি রয়েছে 53.20 কোটি টাকা

9 জন খেলোয়াড় কিনতে পারবে (4 ভারতীয়, 5 বিদেশি)

রাজস্থান রয়্যালস

রিটেন করেছে 16 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 9 জন ক্রিকেটারকে

খরচ 47.17 কোটি

বাকি রয়েছে 37.85 কোটি

9 জন খেলোয়াড় কিনতে পারবেন (6 ভারতীয়, 3 বিদেশি)

সানরাইজ়ার্স হায়দরাবাদ

রিটেন করেছে 22 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 5 জন ক্রিকেটারকে

খরচ 78.25 কোটি টাকা

বাকি রয়েছে 10.75 কোটি টাকা

3 জন খেলোয়াড় কিনতে পারবেন (2 ভারতীয়, 1 বিদেশি)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রিটেন করেছে 12 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 10 জন ক্রিকেটারকে

মোট খরচ 49.60 কোটি

বাকি রয়েছে 35.40 কোটি

11 জন খেলোয়াড় কিনতে পারবে (8 ভারতীয়, 3 বিদেশি)

দিল্লি ক্যাপিটালস

রিটেন করেছে 17 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 6 জন ক্রিকেটারকে

মোট খরচ 71.60 কোটি টাকা

বাকি রয়েছে 13.40 কোটি টাকা

8 জন খেলোয়াড় কিনতে পারবে ( 5 ভারতীয়, 3 বিদেশি )

চেন্নাই, 18 ফেব্রুয়ারি : আর বিদেশে নয় ৷ সবকিছু ঠিকঠাক থাকলে এবার দেশের মাটিতেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা আসর ৷ তার আগে আজ চেন্নাইতে বসবে কোটিপতি লিগের মিনি নিলামের আসর ৷ আটটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে কারও হাতেই তেমন অর্থ নেই ৷ কিছুদিন আগেই কিছু প্লেয়ারকে রিটেন এবং কয়েকজনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷ আইপিএলের 14তম মরসুমের আগে নতুন করে দল সাজানোর লক্ষ্যে নামবে দলগুলি ৷ আজ নিলামে নজর থাকবে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, সাকিব আল হাসানের মতো বিশ্বের তারকা ক্রিকেটারদের দিকে ৷

চেন্নাইয়ের পাঁচ তারা হোটেলে দুপুর তিনটে থেকে শুরু হবে অকশন ৷ তার আগে জেনে নিন এবারের নিলাম সম্পর্কে কিছু তথ্য-

  • মোট 292 জন ক্রিকেটার এবারের নিলামে উঠবেন ৷
  • তার মধ্যে ক্যাপড প্লেয়ার 65 এবং আনক্যাপড প্লেয়ার 227
  • 227 জনের মধ্যে 164 জন ভারতীয়, 35 জন অস্ট্রেলিয়ান, নিউজ়িল্যান্ডের 20, ওয়েস্ট ইন্ডিজ়ের 19, ইংল্যান্ডের 17, দক্ষিণ আফ্রিকার 14, শ্রীলঙ্কার 9, আফগানিস্তানের 7, নেপালের 1, সংযুক্ত আরব আমিরশাহীর 1 এবং অ্যামেরিকার 1 জন খেলোয়াড় রয়েছেন

প্লেয়ার কিনতে ফ্র্যাঞ্চাইজ়ির হাতে কত টাকা

  • চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে 19.90 কোটি টাকা
  • মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে 15.35 কোটি টাকা
  • দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে 13.40 কোটি টাকা
  • রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে 37.85 কোটি টাকা
  • পঞ্জাব কিংসের হাতে রয়েছে 53.20 কোটি টাকা
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে রয়েছে 35.40 কোটি টাকা
  • কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে 10.75 কোটি টাকা
  • সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে 10.75 কোটি টাকা

2 কোটি বেস প্রাইস যাদের : স্টিভ স্মিথ, হরভজন সিং, সাকিব আল হাসান, মইন আলি, কেদার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক উড, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়

1 কোটি বেস প্রাইস যাদের : অ্যারন ফিঞ্চ, এভিন লুইস, হনুমা বিহারি, শেলডন কটরেল, মুস্তাফিজুর রহমান, উমেশ যাদব, মইজেস হেনরিকস, মার্নাস ল্যাবুশেন, জেসন বেহরনডর্ফ, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড

আটটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে কারও হাতেই তেমন অর্থ নেই
আটটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে কারও হাতেই তেমন অর্থ নেই

মুম্বই ইন্ডিয়ান্স

রিটেন করেছে 18 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 7 জন জন ক্রিকেটারকে

খরচ হয়েছে 69.65 কোটি টাকা

রয়েছে 15.36 কোটি টাকা

7 জন খেলোয়াড় কিনতে পারবে (3 ভারতীয়, 4 বিদেশি)

চেন্নাই সুপার কিংস

রিটেন করেছে 18 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 6 জন ক্রিকেটারকে

খরচ হয়েছে 65.10 কোটি টাকা

বাকি রয়েছে 19.90 কোটি টাকা

6 জন খেলোয়াড় কিনতে পারবে (5 ভারতীয় ও 1 বিদেশি)

কলকাতা নাইট রাইডার্স

রিটেন করেছে 17 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 6 জন ক্রিকেটারকে

খরচ হয়েছে 78.25 কোটি টাকা

বাকি রয়েছে 10.75 কোটি টাকা

8 জন খেলোয়াড় কিনতে পারবে (6 ভারতীয়, 2 বিদেশি)

পঞ্জাব কিংস

রিটেন করেছে 16 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 9 জন ক্রিকেটারকে

খরচ হয়েছে 31.80 কোটি টাকা

বাকি রয়েছে 53.20 কোটি টাকা

9 জন খেলোয়াড় কিনতে পারবে (4 ভারতীয়, 5 বিদেশি)

রাজস্থান রয়্যালস

রিটেন করেছে 16 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 9 জন ক্রিকেটারকে

খরচ 47.17 কোটি

বাকি রয়েছে 37.85 কোটি

9 জন খেলোয়াড় কিনতে পারবেন (6 ভারতীয়, 3 বিদেশি)

সানরাইজ়ার্স হায়দরাবাদ

রিটেন করেছে 22 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 5 জন ক্রিকেটারকে

খরচ 78.25 কোটি টাকা

বাকি রয়েছে 10.75 কোটি টাকা

3 জন খেলোয়াড় কিনতে পারবেন (2 ভারতীয়, 1 বিদেশি)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রিটেন করেছে 12 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 10 জন ক্রিকেটারকে

মোট খরচ 49.60 কোটি

বাকি রয়েছে 35.40 কোটি

11 জন খেলোয়াড় কিনতে পারবে (8 ভারতীয়, 3 বিদেশি)

দিল্লি ক্যাপিটালস

রিটেন করেছে 17 জন ক্রিকেটারকে

রিলিজ় করেছে 6 জন ক্রিকেটারকে

মোট খরচ 71.60 কোটি টাকা

বাকি রয়েছে 13.40 কোটি টাকা

8 জন খেলোয়াড় কিনতে পারবে ( 5 ভারতীয়, 3 বিদেশি )

Last Updated : Feb 18, 2021, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.