সিডনি, 4 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার আগে অডিশন দিয়ে নিতে চান প্যাট কামিন্স ৷ এমনটাই জানালেন অজ়ি পেস বোলার ৷ ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব থেকে টিম পেইনকে সরানোর পক্ষে সওয়াল উঠেছে ৷ যারপরেই এবার প্যাট কামিন্সকে অধিনায়ক করার পক্ষে সওয়াল উঠতে শুরু করেছে ৷ সেই প্রসঙ্গেই একটি ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়কত্ব নিয়ে এমনটাই জানান কামিন্স ৷
‘‘অবশ্যই আমি এই মুহূর্তে খুব একটা অভিজ্ঞতা লাভ করিনি ৷ ইংল্যান্ডে আমি কয়েকটি প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করেছি ৷ আর অনূর্ধ্ব 16 বিভাগে আমি শেষবার অধিনায়কত্ব করেছিলাম ৷ তাই এটা এমন একটা বিষয় যা আমাকে আরও রপ্ত করতে হবে ৷ এমনকি সহ অধিনায়ক হিসেবেও আমার অভিজ্ঞতা আরও বাড়াতে হবে ৷ সেক্ষেত্রে পেইন এবং ফিঞ্চকে আমার তরফে আরও সাহায্য় করতে হবে, বলে সাক্ষাৎকারে বলেন প্যাট কামিন্স ৷
আরও পড়ুন : সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত
তবে, শুধু অধিনায়কত্ব নয়, নিজের বোলিং নিয়েও বেশ সচেতন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার ৷ তিনি জানান, ভবিষ্যতে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পেলে তাঁর বোলিংয়ের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে ৷ প্রসঙ্গত, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারলেও উইকেট দখলে তালিকায় সবার উপরে ছিলেন তিনি ৷