আবু ধাবি, 20 সেপ্টেম্বর : নাইট টিম ম্যানেজমেন্টের তাঁর উপর অগাধ ভরসা । সম্প্রতি KKR-এর অন্যতম প্রধান পেসার প্যাট কামিন্স দলের সঙ্গে যোগ দিয়েছেন । 23 সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামার আগে মেন ইন পার্পল সাজঘরে যুদ্ধকালীন তৎপরতা । IPL -এর পারদ চড়তেই অস্ট্রেলিয়ান পেসারও নিজের লক্ষ্যের কথা ঘোষণা করে দিলেন ।
বিশ্বের অন্যতম সেরা পেসার বলছেন, "কোন স্ট্র্যাটেজিতে আমরা বোলিং করব তা মাঠে নামার সময় ঠিক করব । তবে আমি আল্ট্রা অ্যাটাকিং এবং আল্ট্রা ডিফেন্সিভের জন্য টি টোয়েন্টি ফরম্যাটকে ভালোবাসি । মাঝামাঝি কোনও বিষয় নেই । টি- 20 ক্রিকেটে আপনাকে ম্যাচের যেকোনও পরিস্থিতিতে বল করার জন্য তৈরি থাকতে হবে । এই চ্যালেঞ্জের কারণে আমার টি- 20 ক্রিকেট ভালো লাগে ।"
অজি স্পিডস্টার ব্রেট লিকে আদর্শ করে এগোতে চান । ব্রেট লি উইকেট শিকারের পরে যেভাবে সেলিব্রেশন করতেন সেটাও পছন্দ কামিন্সের । দীর্ঘ সময় ধরে 150 কিলোমিটার গতিতে বল করা যে সহজ নয় তা জানেন । তাই ব্রেট লির ধারাবাহিকতার প্রশংসা বর্তমান অজি স্পিডস্টারের মুখে । অস্ট্রেলিয়া দলে জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, মিচেল মার্শ এবং নাথান লিয়নকে বন্ধু মনে করেন । খেলোয়াড়দের জীবনে চোট আঘাত অঙ্গাঅঙ্গীভাবে জড়িত । তা সামলে দাপটের সঙ্গে পুরানো ছন্দে বল করছেন কামিন্স । চোট পেয়ে মাঠের বাইরে থাকার যন্ত্রণা জানেন । চোট সারিয়ে কামিন্সের ফিরে আসার উদাহরণ NCA- তে তরুণ ক্রিকেটারদের সামনে দেন রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তি ।
নাইট সাজঘরে কমলেশ নাগারকোটির মতো তরুণ পেসার রয়েছেন । চোটের কারণে দুটো মরশুম মাঠের বাইরে ছিলেন তিনি । তার সামনে কামিন্স মূর্তিমান উদাহরণ । নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে তরুণ পেসারকে চোট থাকাকালীন তাড়াহুড়ো না করে ধৈর্য ধরতে পরামর্শ দিতে চান কামিন্স । চলতি IPL- এ নাইট সংসারে ব্রেন্ডন ম্যাককুলাম এবং কাইল মিলসের মতো ক্রিকেটারকে কোচ হিসেবে পাওয়া সৌভাগ্য বলে মনে করছেন তিনি । তবে আপাতত 23 সেপ্টেম্বর প্রথম ম্যাচে সেরাটা নিংড়ে দিতে চান ।