ETV Bharat / sports

ভারতের বিরুদ্ধে খেলবেন কি না সিদ্ধান্ত নেননি কামিন্স - ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়

IPL-এ প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি ৷ টেস্ট সিরিজ়ে কোহলিদের কড়া টক্কর দেওয়ার অপেক্ষা করছেন কামিন্স ৷

pat cummins has not taken decision on playing odi series against india
pat cummins has not taken decision on playing odi series against india
author img

By

Published : Nov 16, 2020, 4:51 PM IST

সিডনি, 16 নভেম্বর : ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স ৷ 27 নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ় ৷ তার আগে কামিন্স জানিয়ে দিয়েছেন, কোহলিদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলতে পারবেন কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি ৷

ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সফর খেলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া ৷ ফলে টেস্ট সিরিজ়ের আগে একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে কামিন্সের ৷ যে কারণে ওয়ানডে সিরিজ়ে নাও খেলতে পারেন তিনি ৷ অজ়ি পেসার বলেছেন, "এখনও এই বিষয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি ৷ গরমের সময় কিছু খেলোয়াড় বিশ্রামের প্রয়োজন মনে করলে আমি অবাক হব না ৷ কারণে আগামী কয়েকমাস খুব ব্যস্ততার মধ্যে কাটবে ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজ় ছাড়াও আরও বেশ কিছু সিরিজ় খেলা হবে ৷"

সীমিত ওভার ও টেস্ট ক্রিকেটে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কামিন্সকে ৷ গত অগাস্ট মাস থেকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন কামিন্স ৷ ইংল্যান্ডের হয়ে সিরিজ় খেলার পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL খেলেছেন ৷ জৈব সুরক্ষা বলয়ে তিনমাস কাটালেও ফুরফুরে অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি ৷ শরীরে ক্লান্তির লেশমাত্র নেই ৷ কামিন্সের কথায়, "আরব আমিরশাহীতে জৈব সুরক্ষা বলয়ে একমাস কাটানোয় কিছু লাভ হয়েছে ৷ আমাদের বেশি এদিক ওদিক যেতে হয়নি ৷ IPL -এর সময় একদিন পরপরই এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে হয় ৷ এই যাত্রাটা খুব ক্লান্তিকর মনে হয় ৷"

IPL-এ প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি ৷ বলতে গেলে এবারের কোটিপতি লিগের সবচেয়ে বড় ফ্লপ তিনি ৷ তাই বিশ্রাম নিয়ে টেস্ট সিরিজ়ের কোহলিদের মোকাবিলা করতে চাইছেন অজ়ি পেসার ৷

সিডনি, 16 নভেম্বর : ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স ৷ 27 নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ় ৷ তার আগে কামিন্স জানিয়ে দিয়েছেন, কোহলিদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলতে পারবেন কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি ৷

ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সফর খেলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া ৷ ফলে টেস্ট সিরিজ়ের আগে একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে কামিন্সের ৷ যে কারণে ওয়ানডে সিরিজ়ে নাও খেলতে পারেন তিনি ৷ অজ়ি পেসার বলেছেন, "এখনও এই বিষয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি ৷ গরমের সময় কিছু খেলোয়াড় বিশ্রামের প্রয়োজন মনে করলে আমি অবাক হব না ৷ কারণে আগামী কয়েকমাস খুব ব্যস্ততার মধ্যে কাটবে ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজ় ছাড়াও আরও বেশ কিছু সিরিজ় খেলা হবে ৷"

সীমিত ওভার ও টেস্ট ক্রিকেটে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কামিন্সকে ৷ গত অগাস্ট মাস থেকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন কামিন্স ৷ ইংল্যান্ডের হয়ে সিরিজ় খেলার পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL খেলেছেন ৷ জৈব সুরক্ষা বলয়ে তিনমাস কাটালেও ফুরফুরে অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি ৷ শরীরে ক্লান্তির লেশমাত্র নেই ৷ কামিন্সের কথায়, "আরব আমিরশাহীতে জৈব সুরক্ষা বলয়ে একমাস কাটানোয় কিছু লাভ হয়েছে ৷ আমাদের বেশি এদিক ওদিক যেতে হয়নি ৷ IPL -এর সময় একদিন পরপরই এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে হয় ৷ এই যাত্রাটা খুব ক্লান্তিকর মনে হয় ৷"

IPL-এ প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি ৷ বলতে গেলে এবারের কোটিপতি লিগের সবচেয়ে বড় ফ্লপ তিনি ৷ তাই বিশ্রাম নিয়ে টেস্ট সিরিজ়ের কোহলিদের মোকাবিলা করতে চাইছেন অজ়ি পেসার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.