ETV Bharat / sports

কোহলি, রোহিত পারেননি ; নতুন রেকর্ড নেপালের অধিনায়কের

নেপালের অধিনায়ক পরশ খাড়কা নতুন রেকর্ডের অধিকারী হলেন ৷ T-20 ক্যাপ্টেন হিসেবে রান তাড়া করতে নেমে শতরান করলেন তিনি ৷ T-20 ত্রিদেশীয় সিরিজ়ে 106 রান করেছেন পরশ ৷

ক্যাপ্টেন হিসেবে নেপালের ক্যাপ্টেন পরশ খাড়কা এই রেকর্ডের অধিকারী হলেন ৷ টি-20 ক্যাপ্টেন হিসেবে শতরান করলেন তিনি ৷ টি-20 ত্রিদেশীয় সিরিজে 106 রান করেছেন পরশ ৷
author img

By

Published : Sep 29, 2019, 9:40 PM IST

সিঙ্গাপুর, 29 সেপ্টেম্বর : এমন রেকর্ড বিরাট কোহলির নেই ৷ নেই রোহিত শর্মার ৷ কোহলি, শর্মাদের পিছনে ফেলে এই রেকর্ড গড়ে ফেলেছেন অন্য একজন ৷ কী রেকর্ড ? কে তিনি ?

অধিনায়ক হিসেবে নেপালের অধিনায়ক পরশ খাড়কা এই রেকর্ডের অধিকারী হলেন ৷ T-20 ক্যাপ্টেন হিসেবে রান তাড়া করতে নেমে শতরান করলেন তিনি ৷ T-20 ত্রিদেশীয় সিরিজ়ে 106 রান করেছেন পরশ ৷

এর আগে T-20 ক্রিকেটে পাঁচজন অধিনায়ক সেঞ্চুরি করেছেন ৷ তাঁরা হলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসন, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু'প্লেসি, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশন এবং ভারতের রোহিত শর্মা ৷ তবে প্রত্যেকেই প্রথম ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন ৷ বিরাটের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে নেমে T-20 ক্রিকেটে দুটি শতরান করেছেন রোহিত ৷ সবমিলিয়ে T-20 ক্রিকেটে চারটি শতরান করেছেন তিনি ৷ অন্যদিকে, বিরাট কোহলির T-20 ক্রিকেটে এখনও কোনও শতরান নেই ৷

শনিবার সিঙ্গাপুরের বিরুদ্ধে সাতটি চার, নয়টি ছয় মেরে 52 বলে এই রান করেছেন পরশ ৷ সিঙ্গাপুরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে পরশ শতরান করেন ৷ রান তাড়া করে জেতার ক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে একমাত্র শতরানের অধিকারী হলেন পরশ ৷

নয় উইকেটে সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ী হল নেপাল ৷ মঙ্গলবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে নেপাল ৷

সিঙ্গাপুর, 29 সেপ্টেম্বর : এমন রেকর্ড বিরাট কোহলির নেই ৷ নেই রোহিত শর্মার ৷ কোহলি, শর্মাদের পিছনে ফেলে এই রেকর্ড গড়ে ফেলেছেন অন্য একজন ৷ কী রেকর্ড ? কে তিনি ?

অধিনায়ক হিসেবে নেপালের অধিনায়ক পরশ খাড়কা এই রেকর্ডের অধিকারী হলেন ৷ T-20 ক্যাপ্টেন হিসেবে রান তাড়া করতে নেমে শতরান করলেন তিনি ৷ T-20 ত্রিদেশীয় সিরিজ়ে 106 রান করেছেন পরশ ৷

এর আগে T-20 ক্রিকেটে পাঁচজন অধিনায়ক সেঞ্চুরি করেছেন ৷ তাঁরা হলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসন, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু'প্লেসি, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশন এবং ভারতের রোহিত শর্মা ৷ তবে প্রত্যেকেই প্রথম ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন ৷ বিরাটের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে নেমে T-20 ক্রিকেটে দুটি শতরান করেছেন রোহিত ৷ সবমিলিয়ে T-20 ক্রিকেটে চারটি শতরান করেছেন তিনি ৷ অন্যদিকে, বিরাট কোহলির T-20 ক্রিকেটে এখনও কোনও শতরান নেই ৷

শনিবার সিঙ্গাপুরের বিরুদ্ধে সাতটি চার, নয়টি ছয় মেরে 52 বলে এই রান করেছেন পরশ ৷ সিঙ্গাপুরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে পরশ শতরান করেন ৷ রান তাড়া করে জেতার ক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে একমাত্র শতরানের অধিকারী হলেন পরশ ৷

নয় উইকেটে সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ী হল নেপাল ৷ মঙ্গলবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে নেপাল ৷

Dungarpur (Rajasthan), Sep 29 (ANI): Around 20 schoolchildren were escaped in Rajasthan's Dungarpur district on September 28. They were stuck after the truck they were travelling in veered off in the flooded road. The mishappening occurred while the driver was carrying dozen of schoolchildren in a truck.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.