সিঙ্গাপুর, 29 সেপ্টেম্বর : এমন রেকর্ড বিরাট কোহলির নেই ৷ নেই রোহিত শর্মার ৷ কোহলি, শর্মাদের পিছনে ফেলে এই রেকর্ড গড়ে ফেলেছেন অন্য একজন ৷ কী রেকর্ড ? কে তিনি ?
অধিনায়ক হিসেবে নেপালের অধিনায়ক পরশ খাড়কা এই রেকর্ডের অধিকারী হলেন ৷ T-20 ক্যাপ্টেন হিসেবে রান তাড়া করতে নেমে শতরান করলেন তিনি ৷ T-20 ত্রিদেশীয় সিরিজ়ে 106 রান করেছেন পরশ ৷
এর আগে T-20 ক্রিকেটে পাঁচজন অধিনায়ক সেঞ্চুরি করেছেন ৷ তাঁরা হলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসন, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু'প্লেসি, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশন এবং ভারতের রোহিত শর্মা ৷ তবে প্রত্যেকেই প্রথম ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন ৷ বিরাটের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে নেমে T-20 ক্রিকেটে দুটি শতরান করেছেন রোহিত ৷ সবমিলিয়ে T-20 ক্রিকেটে চারটি শতরান করেছেন তিনি ৷ অন্যদিকে, বিরাট কোহলির T-20 ক্রিকেটে এখনও কোনও শতরান নেই ৷
শনিবার সিঙ্গাপুরের বিরুদ্ধে সাতটি চার, নয়টি ছয় মেরে 52 বলে এই রান করেছেন পরশ ৷ সিঙ্গাপুরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে পরশ শতরান করেন ৷ রান তাড়া করে জেতার ক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে একমাত্র শতরানের অধিকারী হলেন পরশ ৷
নয় উইকেটে সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ী হল নেপাল ৷ মঙ্গলবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে নেপাল ৷