ETV Bharat / sports

ধোনির রেকর্ড ভেঙে ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্টে দ্রুত হাজার রান ঋষভের - মহেন্দ্র সিং ধোনি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে এই রেকর্ডটি করেন ঋষভ ৷ 23 বছরের এই উইকেট কিপার ব্য়াটসম্য়ান 27 ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ এদিকে 32 ইনিংস খেলে হাজার রান করেছিলেন ধোনি ৷

pant-breaks-ms-dhoni-record-becomes-fastest-indian-wicketkeeper-to-1000-test-runs
ধোনির রেকর্ড ব্রেক, ভারতীয় উইকেট কিপার হিসেবে টেস্টে দ্রুত 1000 রান ঋষভের
author img

By

Published : Jan 19, 2021, 6:29 PM IST

ব্রিসবেন, 19 জানুয়ারি : ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্টে দ্রুত হাজার রান করার রেকর্ড গড়লেন ঋষভ পন্থ ৷ সঙ্গে মহেন্দ্র সিং ধোনির 32 ইনিংসে 1000 রান করার রেকর্ডও ভাঙেন তিনি ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে এই রেকর্ডটি করেন ঋষভ ৷ 23 বছরের এই উইকেট কিপার ব্য়াটসম্য়ান 27 ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ এদিকে 32 ইনিংস খেলে হাজার রান করেছিলেন ধোনি ৷

ভারতীয় উইকেটরক্ষক ব্য়াটসম্য়ানদের এই তালিকায় ঋষভের পরে আছেন, মহেন্দ্র সিং ধোনি ৷ ফারুখ ইঞ্জিনিয়ার । খেলেছেন 36 ইনিংস । ঋদ্ধিমান সাহা । খেলেছেন 37 ইনিংস । এবং নয়ন মোঙ্গিয়া । খেলেছেন 39 ইনিংস ৷

টেস্ট ছাড়াও ঋষভ পন্থ 16টি ওয়ান’ডে এবং 28টি টি-20 ম্য়াচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৷ আজ চা বিরতি পর্যন্ত 3 উইকেট হারিয়ে 183 রান করে ভারত ৷ শেষদিনের অন্তিম সেশনে 145 রান দরকার ছিল ভারতের ৷ সেসময় ক্রিজ়ে ছিলেন চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ ৷ পূজারা আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত ক্রিজ়ে টিকে থেকে ম্য়াচ জেতানো 89 রান করেন তিনি ৷

আরও পড়ুন : বিদেশের মাটিতে সেরা জয়, বলছেন প্রাক্তনরা

অস্ট্রেলিয়া প্রথম ম্য়াচে জয় পায় ৷ ভারত দ্বিতীয় ইনিংসে 36 রানে অল আউট হয়ে যায় ৷ ঋষভ সেই ম্য়াচে সুযোগ পাননি ৷

ব্রিসবেন, 19 জানুয়ারি : ভারতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্টে দ্রুত হাজার রান করার রেকর্ড গড়লেন ঋষভ পন্থ ৷ সঙ্গে মহেন্দ্র সিং ধোনির 32 ইনিংসে 1000 রান করার রেকর্ডও ভাঙেন তিনি ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে এই রেকর্ডটি করেন ঋষভ ৷ 23 বছরের এই উইকেট কিপার ব্য়াটসম্য়ান 27 ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ এদিকে 32 ইনিংস খেলে হাজার রান করেছিলেন ধোনি ৷

ভারতীয় উইকেটরক্ষক ব্য়াটসম্য়ানদের এই তালিকায় ঋষভের পরে আছেন, মহেন্দ্র সিং ধোনি ৷ ফারুখ ইঞ্জিনিয়ার । খেলেছেন 36 ইনিংস । ঋদ্ধিমান সাহা । খেলেছেন 37 ইনিংস । এবং নয়ন মোঙ্গিয়া । খেলেছেন 39 ইনিংস ৷

টেস্ট ছাড়াও ঋষভ পন্থ 16টি ওয়ান’ডে এবং 28টি টি-20 ম্য়াচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৷ আজ চা বিরতি পর্যন্ত 3 উইকেট হারিয়ে 183 রান করে ভারত ৷ শেষদিনের অন্তিম সেশনে 145 রান দরকার ছিল ভারতের ৷ সেসময় ক্রিজ়ে ছিলেন চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ ৷ পূজারা আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত ক্রিজ়ে টিকে থেকে ম্য়াচ জেতানো 89 রান করেন তিনি ৷

আরও পড়ুন : বিদেশের মাটিতে সেরা জয়, বলছেন প্রাক্তনরা

অস্ট্রেলিয়া প্রথম ম্য়াচে জয় পায় ৷ ভারত দ্বিতীয় ইনিংসে 36 রানে অল আউট হয়ে যায় ৷ ঋষভ সেই ম্য়াচে সুযোগ পাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.