ম্যাঞ্চেস্টার, 29 জুন : প্রায় 70 বছর আগে দেশভাগ করেছিল ইংরেজরা । তবে এবার ইংরেজরাই আবার দু'দেশের মিলন ঘটাতে চলেছে । প্রসঙ্গত, এজবাস্টনে বিশ্বকাপের রবিবাসরীয় লড়াইতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিদের জন্য গলা ফাটাতে দেখা যেতে পারে পাকিস্তানি সমর্থকদের । কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার রাস্তা চওড়া হবে । সেমিফাইনালে যাওয়ার আগে ইংল্যান্ড যদি তাদের শেষ দুটি ম্যাচ হারে এবং পাকিস্তান যদি তাদের বাকি ম্যাচগুলি জেতে তাহলে সেমিফাইনালের টিকিট পাবে পাকিস্তান ।
এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড অপ্রত্যাশিতভাবে পরপর দুটি ম্যাচ হারায় বেশ চাপে । শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে এই মুহূর্তে 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড । আগামীকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলা তাদের । রবিবারের ম্যাচ হারলে সেমিফাইনালে যাওয়া কঠিন হয়ে যাবে ইংল্যান্ডের পক্ষে । পাশাপাশি সেমিফাইনালে যাওয়া সহজ হবে পাকিস্তানের । আর তাই রবিবার ইংরেজদের বিরুদ্ধে বাইশ গজে "চিরশত্রু" ভারতকে সমর্থন করবে বলে জানান পাকিস্তানি সমর্থকদের একাংশ ।
বুধবার এজ়বাস্টনে নিউজ়িল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে 1992-এর বিশ্বচ্যাম্পিয়নরা । আপাতত 7 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে সরফরাজ়রা । লিগে সরফরাজ়দের শেষ দু'টি লড়াই আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে । তবে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য টিমের ম্যাচগুলির উপর ।