ETV Bharat / sports

ইংল্যান্ডের বিরুদ্ধে কাল ভারতের হয়ে গলা ফাটাবেন পাকিস্তানের সমর্থকরা - bangladesh

এজবাস্টনে বিশ্বকাপের রবিবাসরীয় লড়াইতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিদের জন্য গলা ফাটাতে দেখা যেতে পারে পাকিস্তানি সমর্থকদের । কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার রাস্তা চওড়া হবে ।

ইংল্যান্ডের বিরুদ্ধে কাল ভারতের হয়ে গলা ফাটাবেন পাকিস্তানের সমর্থকরা
author img

By

Published : Jun 29, 2019, 12:12 PM IST

ম্যাঞ্চেস্টার, 29 জুন : প্রায় 70 বছর আগে দেশভাগ করেছিল ইংরেজরা । তবে এবার ইংরেজরাই আবার দু'দেশের মিলন ঘটাতে চলেছে । প্রসঙ্গত, এজবাস্টনে বিশ্বকাপের রবিবাসরীয় লড়াইতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিদের জন্য গলা ফাটাতে দেখা যেতে পারে পাকিস্তানি সমর্থকদের । কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার রাস্তা চওড়া হবে । সেমিফাইনালে যাওয়ার আগে ইংল্যান্ড যদি তাদের শেষ দুটি ম্যাচ হারে এবং পাকিস্তান যদি তাদের বাকি ম্যাচগুলি জেতে তাহলে সেমিফাইনালের টিকিট পাবে পাকিস্তান ।

এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড অপ্রত্যাশিতভাবে পরপর দুটি ম্যাচ হারায় বেশ চাপে । শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে এই মুহূর্তে 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড । আগামীকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলা তাদের । রবিবারের ম্যাচ হারলে সেমিফাইনালে যাওয়া কঠিন হয়ে যাবে ইংল্যান্ডের পক্ষে । পাশাপাশি সেমিফাইনালে যাওয়া সহজ হবে পাকিস্তানের । আর তাই রবিবার ইংরেজদের বিরুদ্ধে বাইশ গজে "চিরশত্রু" ভারতকে সমর্থন করবে বলে জানান পাকিস্তানি সমর্থকদের একাংশ ।

বুধবার এজ়বাস্টনে নিউজ়িল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে 1992-এর বিশ্বচ্যাম্পিয়নরা । আপাতত 7 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে সরফরাজ়রা । লিগে সরফরাজ়দের শেষ দু'টি লড়াই আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে । তবে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য টিমের ম্যাচগুলির উপর ।

ম্যাঞ্চেস্টার, 29 জুন : প্রায় 70 বছর আগে দেশভাগ করেছিল ইংরেজরা । তবে এবার ইংরেজরাই আবার দু'দেশের মিলন ঘটাতে চলেছে । প্রসঙ্গত, এজবাস্টনে বিশ্বকাপের রবিবাসরীয় লড়াইতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলিদের জন্য গলা ফাটাতে দেখা যেতে পারে পাকিস্তানি সমর্থকদের । কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার রাস্তা চওড়া হবে । সেমিফাইনালে যাওয়ার আগে ইংল্যান্ড যদি তাদের শেষ দুটি ম্যাচ হারে এবং পাকিস্তান যদি তাদের বাকি ম্যাচগুলি জেতে তাহলে সেমিফাইনালের টিকিট পাবে পাকিস্তান ।

এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড অপ্রত্যাশিতভাবে পরপর দুটি ম্যাচ হারায় বেশ চাপে । শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে এই মুহূর্তে 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড । আগামীকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলা তাদের । রবিবারের ম্যাচ হারলে সেমিফাইনালে যাওয়া কঠিন হয়ে যাবে ইংল্যান্ডের পক্ষে । পাশাপাশি সেমিফাইনালে যাওয়া সহজ হবে পাকিস্তানের । আর তাই রবিবার ইংরেজদের বিরুদ্ধে বাইশ গজে "চিরশত্রু" ভারতকে সমর্থন করবে বলে জানান পাকিস্তানি সমর্থকদের একাংশ ।

বুধবার এজ়বাস্টনে নিউজ়িল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে 1992-এর বিশ্বচ্যাম্পিয়নরা । আপাতত 7 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে সরফরাজ়রা । লিগে সরফরাজ়দের শেষ দু'টি লড়াই আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে । তবে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য টিমের ম্যাচগুলির উপর ।


Mumbai, Jun 29 (ANI): Bollywood actor Deepika Padukone spotted at Mumbai airport. With leather jacket, she kept her look edgy and classy. Meanwhile, Shraddha Kapoor was also seen at airport as she returned from Austria. She finished shooting for her upcoming flick 'Saaho' opposite Prabhas in Austria.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.