ETV Bharat / sports

তাঁর সময়ে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের জন্য খেলতেন, বললেন ইনজ়ামাম

তাঁর সময়ে ভারতীয় দলের ব্যাটসম্যানরা দলের চেয়ে নাকি ব্যক্তিগত রেকর্ডের দিকে বেশি মনোযোগ দিতেন । আর পাকিস্তানের ব্যাটসম্যানরা 30-40 রান করলেও সেটা শুধু দলের স্বার্থেই করতেন । দাবি ইনজ়ামাম উল হকের ।

inzamam-ul-haq
inzamam-ul-haq
author img

By

Published : Apr 23, 2020, 6:30 PM IST

ইসলামাবাদ, 23 এপ্রিল: কথা বলতে গিয়েছিলেন বর্তমান পাকিস্তান দলের দুর্দশা নিয়ে । সেই প্রসঙ্গে তাঁর সময়ের ভারতীয় ব্যাটসম্যানদের স্বার্থপর বললেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজ়ামাম উল হক । বলেন, তাঁর সময়ে ভারতীয় ব্যাটসম্যানরা দলের চেয়ে ব্যক্তিগত রেকর্ডের দিকে বেশি মনোযোগ দিতেন । আর পাকিস্তানের ব্যাটসম্যানরা 30-40 রান করলেও সেটা শুধু দলের স্বার্থেই করতেন ।

একসময়ের সতীর্থ এবং আরও এক প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজার ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে আলোচনায় বসেছিলেন ইনজ়ামাম । সেখানে বর্তমান পাক দল নিয়ে কথা বলতে গিয়ে তাঁর সময়ের ভারতীয় দলের তুলনা টেনে আনেন । প্রাক্তন পাক অধিনায়ক বলেন, "আমাদের সময় কাগজে কলমে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ শক্তিশালী ছিল । আমাদের ব্যাটসম্যানদের রেকর্ড তাঁদের তুলনায় ভালো ছিল না । কিন্ত পাকিস্তান টিমের কেউ যদি 30-40 রানও করত সেটা শুধুমাত্র দলের জন্য । সেখানে একজন ভারতীয় ব্যাটসম্যান শতরান করলে সেটা দলের জন্য নয় নিজেদের স্বার্থে খেলত । এখানেই পার্থক্য ছিল দুটি দলের ।"

ইনজ়ামামের এমন মন্তব্যে ক্রিকেট জগতে হইচই পড়ে গিয়েছে । কারণ তাঁর সময় ভারতীয় দলে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজ়হারউদ্দিন, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটসম্যানরা বাইশ গজ দাপিয়ে বেরিয়েছেন ।

ইসলামাবাদ, 23 এপ্রিল: কথা বলতে গিয়েছিলেন বর্তমান পাকিস্তান দলের দুর্দশা নিয়ে । সেই প্রসঙ্গে তাঁর সময়ের ভারতীয় ব্যাটসম্যানদের স্বার্থপর বললেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজ়ামাম উল হক । বলেন, তাঁর সময়ে ভারতীয় ব্যাটসম্যানরা দলের চেয়ে ব্যক্তিগত রেকর্ডের দিকে বেশি মনোযোগ দিতেন । আর পাকিস্তানের ব্যাটসম্যানরা 30-40 রান করলেও সেটা শুধু দলের স্বার্থেই করতেন ।

একসময়ের সতীর্থ এবং আরও এক প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজার ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে আলোচনায় বসেছিলেন ইনজ়ামাম । সেখানে বর্তমান পাক দল নিয়ে কথা বলতে গিয়ে তাঁর সময়ের ভারতীয় দলের তুলনা টেনে আনেন । প্রাক্তন পাক অধিনায়ক বলেন, "আমাদের সময় কাগজে কলমে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ শক্তিশালী ছিল । আমাদের ব্যাটসম্যানদের রেকর্ড তাঁদের তুলনায় ভালো ছিল না । কিন্ত পাকিস্তান টিমের কেউ যদি 30-40 রানও করত সেটা শুধুমাত্র দলের জন্য । সেখানে একজন ভারতীয় ব্যাটসম্যান শতরান করলে সেটা দলের জন্য নয় নিজেদের স্বার্থে খেলত । এখানেই পার্থক্য ছিল দুটি দলের ।"

ইনজ়ামামের এমন মন্তব্যে ক্রিকেট জগতে হইচই পড়ে গিয়েছে । কারণ তাঁর সময় ভারতীয় দলে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজ়হারউদ্দিন, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটসম্যানরা বাইশ গজ দাপিয়ে বেরিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.