দিল্লি, 20 জুন : 2016 সালে মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অধিনায়কের ব্যাটন আসে বিরাট কোহলির হাতে ৷ সেই থেকে সাফল্যের সঙ্গেই সামলাচ্ছেন ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব ৷ ক্রিকেটের তিন ফর্ম্য৷টেই কোহলির নেতৃত্বে সাফল্য পেয়েছে ভারত ৷ কিন্তু সম্প্রতিকালে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে কোহলির চাপ কমাতে অধিনায়কত্ব ভাগ করে দেওয়া হোক রোহিত শর্মার সঙ্গে ৷ কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় মাঞ্জেকর মনে করেন, এখনই অধিনায়কত্ব ভাগ করে দেওয়ার কোনও দরকার নেই ৷ কোহলি এখনও দক্ষ হাতেই সামলাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব ৷
বিশ্বের কয়েকটি দেশ আলাদা ফর্ম্যাটের জন্য আলাদা অধিনায়ক নির্বাচিত করেছে ৷ কিন্তু ভারত সেই স্বল্প সংখ্যক দেশের মধ্যে এখনও আছে যারা এক জনের অধিনায়কত্বেই ক্রিকেটের সব ফর্ম্যাটে খেলছে ৷
অস্ট্রেলিয়ার যেমন টেস্টের অধিনায়ক টিম পেইন ৷ কিন্তু সাদা বলে দেশকে নেতৃত্ব দেন অ্যারোন ফিঞ্চ ৷ তেমনই ইংল্যান্ডের পাঁচদিনের ক্রিকেটে অধিনায়ক জো রুট ৷ আবার একদিন ও টি-20 ক্রিকেটে নেতৃত্ব দেন ইয়ন মরগ্যান ৷
সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কাজ করেছেন রোহিত ৷ বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দলে রোহিতের অধিনায়কত্বও প্রশংসনীয় ৷ তাই ভারতীয় ক্রিকেটে বার বার অধিনায়কত্ব ভাগ করে দেওয়ার প্রসঙ্গ উঠে আসে ৷ কিন্তু মাঞ্জেকর মনে করেন এখনও বিরাটই ভারতকে নেতৃত্ব দেওয়ার সেরা লোক ৷
এই বিষয়ে মাঞ্জেকর বলেন, ‘‘যদি তুমি ভাগ্যবান হও তাহলে সব ফর্ম্যাটে তুমি ভালো অধিনায়ক পাবে ৷ এবং সেই গুণটা যদি একজনের মধ্যেই থাকে তাহলে তোমার অধিনায়কত্ব ভাগ করার কোনও প্রয়োজন নেই ৷ এই মুহূর্তে সব ফর্ম্যাটে বিরাট ভালো অধিনায়কত্ব করছে ৷ তাই এখনই ভারতের অধিনায়কত্ব ভাগ করার প্রয়োজন নেই ৷ ’’