ETV Bharat / sports

প্রয়াত নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক

সেই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন রিড ৷ 34টি টেস্টে দেশের অধিনায়কত্ব করেছেন তিনি ৷ কিউয়িদের 26 বছরের খরা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অকল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচ জয় করেছিল তাঁর নেতৃত্বেই ৷

John Reid Died
John Reid Died
author img

By

Published : Oct 14, 2020, 8:38 PM IST

Updated : Oct 14, 2020, 10:45 PM IST

দিল্লি, 14 অক্টোবর : প্রয়াত নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ জয়ের অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার জন আর রিড ৷ নিজের বাসভবনে 92 বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ 1956 সালে তাদের প্রথম টেস্ট ম্যাচ জেতে নিউজ়িল্যান্ড ৷

সেই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন রিড ৷ 34টি টেস্টে দেশের অধিনায়কত্ব করেছেন তিনি ৷ কিউয়িদের 26 বছরের খরা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অকল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচ জয় করেছিল তাঁর নেতৃত্বেই ৷

1961-62 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় ড্র করেছিল নিউজ়িল্যান্ড ৷ সেই সিরিজ়ে দুটি ম্যাচে জয় তুলে নেয় তারা ৷ সেই সিরিজ়েও অধিরনায়কের দায়িত্ব ছিল রিডের কাঁধেই ৷

1949 সালে মাত্র 19 বছর বয়সে ইংল্যান্ড সফরে অভিষেক হয় রিডের ৷ দেশের হয়ে 58টি টেস্ট ম্যাচে 3 হাজার 428 করেছেন তিনি ৷ গড় 33.28 ৷ এছাড়া 85টি উইকেটও নিয়েছেন ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রান 142 করেছেন ৷ তবে তাঁর মৃত্যুর কোনও কারণ জানানো হয়নি ৷

বর্তমান টেস্ট ব়্যাঙ্কিংয়ে নিউজ়িল্যান্ড আছে দুই নম্বরে ৷ এবং 2019 সালের বিশ্বকাপ প্রায় ঘরে তুলে ফেলেছিল ব্ল্যাক ক্যাপসরা ৷

দিল্লি, 14 অক্টোবর : প্রয়াত নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ জয়ের অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার জন আর রিড ৷ নিজের বাসভবনে 92 বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ 1956 সালে তাদের প্রথম টেস্ট ম্যাচ জেতে নিউজ়িল্যান্ড ৷

সেই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন রিড ৷ 34টি টেস্টে দেশের অধিনায়কত্ব করেছেন তিনি ৷ কিউয়িদের 26 বছরের খরা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অকল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচ জয় করেছিল তাঁর নেতৃত্বেই ৷

1961-62 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় ড্র করেছিল নিউজ়িল্যান্ড ৷ সেই সিরিজ়ে দুটি ম্যাচে জয় তুলে নেয় তারা ৷ সেই সিরিজ়েও অধিরনায়কের দায়িত্ব ছিল রিডের কাঁধেই ৷

1949 সালে মাত্র 19 বছর বয়সে ইংল্যান্ড সফরে অভিষেক হয় রিডের ৷ দেশের হয়ে 58টি টেস্ট ম্যাচে 3 হাজার 428 করেছেন তিনি ৷ গড় 33.28 ৷ এছাড়া 85টি উইকেটও নিয়েছেন ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রান 142 করেছেন ৷ তবে তাঁর মৃত্যুর কোনও কারণ জানানো হয়নি ৷

বর্তমান টেস্ট ব়্যাঙ্কিংয়ে নিউজ়িল্যান্ড আছে দুই নম্বরে ৷ এবং 2019 সালের বিশ্বকাপ প্রায় ঘরে তুলে ফেলেছিল ব্ল্যাক ক্যাপসরা ৷

Last Updated : Oct 14, 2020, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.