ETV Bharat / sports

ব্যর্থ জাডেজা-সাইনির লড়াই, সিরিজ় হারল ভারত

author img

By

Published : Feb 8, 2020, 3:50 PM IST

Updated : Feb 8, 2020, 10:19 PM IST

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত হারল 22 রানে ৷ 274 রান তাড়া করতে নেমে 251 রানে অল আউট হয়ে গেলেন কোহলিরা ৷ অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন কাইল জেমিসন ৷

new zealand
new zealand

অকল্যান্ড, 8 ফেব্রুয়ারি : সিরিজ়ের মরণ-বাঁচন ম্যাচ ৷ আর সেখানে যেন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি ৷ বিশ্বকাপ সেমিফাইনালের মতো এখানেও লড়লেন জাডেজা ৷ তবে জয়ের দোরগড়ায় এসে থামতে হল ভারতকে ৷ ফলে এক ম্যাচ বাকি থাকতেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হারলেন বিরাট কোহলিরা ৷


তিনম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচে 347 তুলেও হেরেছিল ভারত ৷ আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ হেনরি নিকোলাস ও মার্টিন গুপ্তিল নিউজ়িল্যান্ডের হয়ে ভালো শুরু করেন ৷ তখন মনে হচ্ছিল 300 রান অনায়াসে পেরিয়ে যাবে কিউয়িরা ৷ কিন্তু, ম্যাচে মোড় ঘুরিয়ে দেয় একটা থ্রো ৷ শার্দূল ঠাকুরের দুর্দান্ত থ্রোতে রান আউট হন গুপ্তিল ৷ তখন তিনি 79 রানে ব্যাট করছিলেন ৷ আর 29 ওভারে নিউজ়িল্যান্ডের রান ছিল 2 উইকেটে 157 ৷ গুপ্তিলের রান আউটের পরই ম্যাচে ফেরে ভারত ৷ একসময় 197 রানে 8 উইকেট পড়ে যায় নিউজ়িল্যান্ডের ৷

ভারতীয় সমর্থকরা তখন ভাবতে শুরু করেছেন, দ্রুত শেষ হবে নিউজ়িল্যান্ডের ইনিংস ৷ তখনই একদিনের ম্যাচে অভিষেককারী কাইল জেমিসনকে নিয়ে ঘুরে দাঁড়ান রস টেলর ৷ প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন ৷ আর আজ জেমিসনকে সঙ্গী করে দলের স্কোর পৌঁছে দিলেন 273-এ ৷ 74 বলে 73 করে অপরাজিত থাকলেন ৷ আর 25 বছরের জেমিসন অপরাজিত থাকলেন 25 রানে ৷

274 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷ এরপর 19 বলে 24 রান করে জেমিসনের বলে বোল্ড হন পৃথ্বী শ ৷ আর তার কয়েক ওভার পরই ব্যক্তিগত 15 রানে টিম সাউদির বলে বোল্ড হন কোহলি ৷ 57 রানে 3 উইকেট হারায় ভারত ৷ এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ার ৷ কিন্তু, সেই জুটি বেশিক্ষণ টেকেনি ৷ 4 রান করে রাহুল ফিরে যান ৷ কেদার যাদবও ব্যাট হাতে কিছু করতে পারেননি ৷ মাত্র 9 রান করেই প্যাভেলিয়নে ফিরতে হয় তাঁকে ৷ ভারতের রান তখন 5 উইকেটে 96 ৷

শ্রেয়স আইয়ারের সঙ্গে ক্রিজে যোগ দেন জাডেজা ৷ দু'জনে ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যান ৷ কিন্তু, অর্ধশতরান পূরণের পর আউট হন শ্রেয়স ৷ জাডেজাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি শার্দূল ঠাকুরও ৷

153 রানে 7 উইকেট হারিয়ে ভারত তখন হারের দোরগড়ায় ৷ জাডেজার সঙ্গে ক্রিজে যোগ দিলেন নভদীপ সাইনি ৷ দু'জনে ধীরে ধীরে ইনিংস টেনে নিয়ে যান ৷ তাঁদের জুটিকে ঘিরে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ৷ তখনই ছন্দপতন ৷ ব্যক্তিগত 45 রানে আউট হন সাইনি ৷ দলের রান তখন 229 ৷ এরপর যুজবেন্দ্র চহালকে সঙ্গে নিয়ে জাডেজা দলকে টানার চেষ্টা করেন ৷ তবে বিশ্বকাপের সেমিফাইনালের মতোই জয়ের লক্ষ্য থেকে কিছুটা দূরে থামতে হয় ভারতকে ৷ 55 রান করেন জাডেজা ৷

বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে 239 রান করেছিল নিউজ়িল্যান্ড ৷ ওই ম্যাচেও টেলর করেছিলেন 74 রান ৷ জবাবে ব্যাট করতে নেমে মাত্র 5 রানে 3 উইকেট হারিয়েছিল ভারত ৷ ধোনির সঙ্গে সেদিন দলকে টেনেছিলেন জাডেজা ৷ করেছিলেন 77 রান ৷

T-20 সিরিজ়ে 5-0 ব্যবধানে জিতলেও একদিনের সিরিজ়ে বিশ্বকাপে হারের বদলা নেওয়া হল না বিরাটদের ৷ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে নিলেন টেলররা ৷ আর অভিষেক ম্যাচে ব্যাটে 25 রানের পাশাপাশি 42 রানে 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কাইল জেমিসন ৷

অকল্যান্ড, 8 ফেব্রুয়ারি : সিরিজ়ের মরণ-বাঁচন ম্যাচ ৷ আর সেখানে যেন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি ৷ বিশ্বকাপ সেমিফাইনালের মতো এখানেও লড়লেন জাডেজা ৷ তবে জয়ের দোরগড়ায় এসে থামতে হল ভারতকে ৷ ফলে এক ম্যাচ বাকি থাকতেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হারলেন বিরাট কোহলিরা ৷


তিনম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচে 347 তুলেও হেরেছিল ভারত ৷ আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ হেনরি নিকোলাস ও মার্টিন গুপ্তিল নিউজ়িল্যান্ডের হয়ে ভালো শুরু করেন ৷ তখন মনে হচ্ছিল 300 রান অনায়াসে পেরিয়ে যাবে কিউয়িরা ৷ কিন্তু, ম্যাচে মোড় ঘুরিয়ে দেয় একটা থ্রো ৷ শার্দূল ঠাকুরের দুর্দান্ত থ্রোতে রান আউট হন গুপ্তিল ৷ তখন তিনি 79 রানে ব্যাট করছিলেন ৷ আর 29 ওভারে নিউজ়িল্যান্ডের রান ছিল 2 উইকেটে 157 ৷ গুপ্তিলের রান আউটের পরই ম্যাচে ফেরে ভারত ৷ একসময় 197 রানে 8 উইকেট পড়ে যায় নিউজ়িল্যান্ডের ৷

ভারতীয় সমর্থকরা তখন ভাবতে শুরু করেছেন, দ্রুত শেষ হবে নিউজ়িল্যান্ডের ইনিংস ৷ তখনই একদিনের ম্যাচে অভিষেককারী কাইল জেমিসনকে নিয়ে ঘুরে দাঁড়ান রস টেলর ৷ প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন ৷ আর আজ জেমিসনকে সঙ্গী করে দলের স্কোর পৌঁছে দিলেন 273-এ ৷ 74 বলে 73 করে অপরাজিত থাকলেন ৷ আর 25 বছরের জেমিসন অপরাজিত থাকলেন 25 রানে ৷

274 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷ এরপর 19 বলে 24 রান করে জেমিসনের বলে বোল্ড হন পৃথ্বী শ ৷ আর তার কয়েক ওভার পরই ব্যক্তিগত 15 রানে টিম সাউদির বলে বোল্ড হন কোহলি ৷ 57 রানে 3 উইকেট হারায় ভারত ৷ এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ার ৷ কিন্তু, সেই জুটি বেশিক্ষণ টেকেনি ৷ 4 রান করে রাহুল ফিরে যান ৷ কেদার যাদবও ব্যাট হাতে কিছু করতে পারেননি ৷ মাত্র 9 রান করেই প্যাভেলিয়নে ফিরতে হয় তাঁকে ৷ ভারতের রান তখন 5 উইকেটে 96 ৷

শ্রেয়স আইয়ারের সঙ্গে ক্রিজে যোগ দেন জাডেজা ৷ দু'জনে ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যান ৷ কিন্তু, অর্ধশতরান পূরণের পর আউট হন শ্রেয়স ৷ জাডেজাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি শার্দূল ঠাকুরও ৷

153 রানে 7 উইকেট হারিয়ে ভারত তখন হারের দোরগড়ায় ৷ জাডেজার সঙ্গে ক্রিজে যোগ দিলেন নভদীপ সাইনি ৷ দু'জনে ধীরে ধীরে ইনিংস টেনে নিয়ে যান ৷ তাঁদের জুটিকে ঘিরে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ৷ তখনই ছন্দপতন ৷ ব্যক্তিগত 45 রানে আউট হন সাইনি ৷ দলের রান তখন 229 ৷ এরপর যুজবেন্দ্র চহালকে সঙ্গে নিয়ে জাডেজা দলকে টানার চেষ্টা করেন ৷ তবে বিশ্বকাপের সেমিফাইনালের মতোই জয়ের লক্ষ্য থেকে কিছুটা দূরে থামতে হয় ভারতকে ৷ 55 রান করেন জাডেজা ৷

বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে 239 রান করেছিল নিউজ়িল্যান্ড ৷ ওই ম্যাচেও টেলর করেছিলেন 74 রান ৷ জবাবে ব্যাট করতে নেমে মাত্র 5 রানে 3 উইকেট হারিয়েছিল ভারত ৷ ধোনির সঙ্গে সেদিন দলকে টেনেছিলেন জাডেজা ৷ করেছিলেন 77 রান ৷

T-20 সিরিজ়ে 5-0 ব্যবধানে জিতলেও একদিনের সিরিজ়ে বিশ্বকাপে হারের বদলা নেওয়া হল না বিরাটদের ৷ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে নিলেন টেলররা ৷ আর অভিষেক ম্যাচে ব্যাটে 25 রানের পাশাপাশি 42 রানে 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কাইল জেমিসন ৷

New Delhi, Feb 08 (ANI): A groom before his marriage reached polling booth at MCD primary school in New Delhi's Shakarpur to cast his vote. Speaking to ANI, the groom said, "Voting is extremely important. Marriage can happen later, voting can't." His family also accompanied him. Voting for 70 Assembly constituencies is underway in the national capital on February 08. The counting of votes will take place on February 11.


Last Updated : Feb 8, 2020, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.