ETV Bharat / sports

"বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বল করা স্বপ্নের মতো" - ইংল্যান্ড

2019 বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না । পরে IPL-এর পারফরমেন্স বিচার করে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ঠাঁই হয়েছিল এই বোলিং অলরাউন্ডারের । গোটা টুর্নামেন্ট জুড়ে তাঁর বিষাক্ত পেস-বাউন্সে নাজেহাল করে ছেড়েছিলেন বিপক্ষ ব্যাটসম্যানদের ।

"বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বল করা স্বপ্নের মতো"
"বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বল করা স্বপ্নের মতো"
author img

By

Published : May 13, 2020, 8:40 PM IST

লন্ডন, 13 মে: ঐতিহাসিক লর্ডসের নাটকীয় বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক অবশ্যই বেন স্টোকস । তা বলে জোফ্রা আর্চারের কথা ভুলে গেলে চলবে না । টানটান ফাইনালের সুপার ওভারে যাঁর হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান । সেই ভরসার মর্যাদা রেখেছিলেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ ক্রিকেটার । সেই দিনটা এখনও স্বপ্নের মতো মনে হয় আর্চারের ।

2019 বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না । পরে IPL-এর পারফরমেন্স বিচার করে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ঠাঁই হয়েছিল এই বোলিং অলরাউন্ডারের । গোটা টুর্নামেন্ট জুড়ে তাঁর বিষাক্ত পেস-বাউন্সে নাজেহাল করে ছেড়েছিলেন বিপক্ষ ব্যাটসম্যানদের । কী মনে করে সুপারওভারে তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান । ওভারে একটি ওভার বাউন্ডারির ধাক্কা সামলেও প্রথমবারের মতো বিশ্বকাপে দেশকে জয় উপহার দেন তিনি । সেই মুহূর্তের অনূভূতির কথা জানাতে গিয়ে জোফ্রা বলেছেন, "বিশ্বকাপের শেষ ওভারে বল করতে যাব তা স্বপ্নেও ভাবিনি । কিন্তু শেষ পর্যন্ত সেটাই হল । আমরাও বিশ্বকাপ জিতে গেলাম ।"

জোফ্রার ক্রিকেট কেরিয়ার
জোফ্রার ক্রিকেট কেরিয়ার

IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই ক্রিকেটার স্পিন কনসালট্যান্ট ঈশ সোধির সঙ্গে কথোপকথনে বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বল করার অনুভূতি শেয়ার করেছেন আর্চার । 20টি উইকেট নিয়ে টুর্নামেন্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি ।

লন্ডন, 13 মে: ঐতিহাসিক লর্ডসের নাটকীয় বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক অবশ্যই বেন স্টোকস । তা বলে জোফ্রা আর্চারের কথা ভুলে গেলে চলবে না । টানটান ফাইনালের সুপার ওভারে যাঁর হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান । সেই ভরসার মর্যাদা রেখেছিলেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ ক্রিকেটার । সেই দিনটা এখনও স্বপ্নের মতো মনে হয় আর্চারের ।

2019 বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না । পরে IPL-এর পারফরমেন্স বিচার করে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ঠাঁই হয়েছিল এই বোলিং অলরাউন্ডারের । গোটা টুর্নামেন্ট জুড়ে তাঁর বিষাক্ত পেস-বাউন্সে নাজেহাল করে ছেড়েছিলেন বিপক্ষ ব্যাটসম্যানদের । কী মনে করে সুপারওভারে তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান । ওভারে একটি ওভার বাউন্ডারির ধাক্কা সামলেও প্রথমবারের মতো বিশ্বকাপে দেশকে জয় উপহার দেন তিনি । সেই মুহূর্তের অনূভূতির কথা জানাতে গিয়ে জোফ্রা বলেছেন, "বিশ্বকাপের শেষ ওভারে বল করতে যাব তা স্বপ্নেও ভাবিনি । কিন্তু শেষ পর্যন্ত সেটাই হল । আমরাও বিশ্বকাপ জিতে গেলাম ।"

জোফ্রার ক্রিকেট কেরিয়ার
জোফ্রার ক্রিকেট কেরিয়ার

IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই ক্রিকেটার স্পিন কনসালট্যান্ট ঈশ সোধির সঙ্গে কথোপকথনে বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বল করার অনুভূতি শেয়ার করেছেন আর্চার । 20টি উইকেট নিয়ে টুর্নামেন্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.