ETV Bharat / sports

ক্যাচ মিস পন্থের, ঋদ্ধিকে ফেরানোর দাবি নেটিজেনদের

author img

By

Published : Feb 6, 2021, 8:30 AM IST

ঘরের মাঠে প্রথম বলেই উইকেট পেতে পারতেন জসপ্রীত বুমরা ৷ কিন্তু বুমরার বলে ক্যাচ মিস করে সেই সুযোগ নষ্ট করেন পন্থ ৷

netizens demand to play wriddhiman saha after Rishabh Pant dropped catch
netizens demand to play wriddhiman saha after Rishabh Pant dropped catch

চেন্নাই, 6 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠেও ঋষভ পন্থের ক্যাচ ছাড়ার প্রবণতা বজায় রইল ৷ শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জসপ্রীত বুমরার প্রথম বলেই ক্যাচ মিস করেন পন্থ ৷ তারপরই সোশাল মিডিয়ায় রব উঠল, পন্থ নয় উইকেটের পিছনে চাই বাংলার ঋদ্ধিমান সাহাকে ৷

  • Need both. Saha for his keeping and Pant for his batting.

    — Siju Subhakumar (@imsijusk) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অস্ট্রেলিয়া সফরে সহজ ক্যাচ মিস করে সমালোচনার মুখে পড়েছিলেন দিল্লির তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ উইকেটের পিছনে পন্থের অবস্থা দেখে ভীষণ বিরক্ত হয়েছিলেন তাঁর আইপিএল দলের কোচ রিকি পন্টিং ৷ প্রাক্তন অজ়ি অধিনায়ক তো মুখের উপরে বলে দিয়েছিলেন, টেস্ট অভিষেকের পর পন্থের মতো আর কেউ এত ক্যাচ ছাড়েনি ৷ সেই সমালোচনা অবশ্য ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছিলেন ঋষভ ৷ কিন্তু উইকেটকিপার হিসেবে সমস্যাটা রয়েই গিয়েছে তা ঘরের মাঠে ফের প্রমাণিত হল ৷

  • Now India will regret playing Rishabh Pant ahead of Saha He dropped Rory Burns on Bumrah's first ball. otherwise England would've been 1 for 1
    He is not a wicket keeper. Now he will drop 2 or 3 more catches of Ashwin
    India should make sensible decisions🙏#INDvsENG_2021 #INDvENG

    — Ethan 001 (@001Ethan) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : শতরান রুটের, আত্মবিশ্বাসী ইংল্যান্ডকে থামাতে ভরসা বুমরা-ইশান্ত

17টি টেস্ট খেলে ফেললেও শুক্রবার প্রথমবার ঘরের মাঠে লাল বলের ফরম্যাটে খেললেন জসপ্রীত বুমরা ৷ ইংরেজ ওপেনার ররি বার্নসকে লেংন্থ ডেলিভারি দিয়ে শুরুটা করেছিলেন বুমবুম ৷ বল বুঝতে না পারেননি বার্নস ৷ ফলে ব্যাটের কিনারায় লেগে পন্থের ডানদিকে পৌঁছায় ৷ ক্যাচ ধরার জন্য ডাইভ দিলেও বল নীচের দিকে থাকায় পন্থের আঙুলে লেগে ক্যাচ পড়ে যায় ৷ জীবন পান রবি বার্নস ৷ যদিও এই ক্যাচ নেওয়াটা কঠিন ছিল ৷ তবু ঘরের মাঠে বুমরার প্রথম বলে উইকেট পাওয়ার মোমেন্টাম নষ্ট হওয়ায় ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা ৷ পাশাপাশি ঋদ্ধিকে খেলানোর দাবিও ওঠে ৷

একজন লেখেন, "বুমরার প্রথম বলে রবি বার্নসের ক্যাচ মিস ৷ সাহার চেয়ে পন্থকে অগ্রাধিকার দেওয়ার ফল এবার বুঝবে ভারত ৷ নাহলে ইংল্যান্ড এতক্ষণে 1-1 অবস্থায় দাঁড়িয়ে থাকত ৷ ও উইকেটকিপার নয় ৷ ভারতীয় দলের আরও বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷" অন্য একজনের মন্তব্য, "পন্থের ক্যাচ ড্রপ দিয়ে ম্যাচের শুভারম্ভ হল ৷" আরও একজন লিখেছেন, "পন্থ এবার নিজের ক্যাচ মিস করার রেকর্ড ভাঙবে ৷"

কেউ কেউ আবার এই তরুণ উইকেটকিপারের পাশে দাঁড়িয়েছেন ৷ কারও কারও দাবি, পন্থ এবং ঋদ্ধিমান দু'জনকেই খেলানো হোক ৷ পন্থ খেলুক ব্যাটসম্যান হিসেবে আর ঋদ্ধিমান থাকুক উইকেটের পিছনে ৷ দেখা যাক নেটিজেনদের এই দাবি কোহলি-শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট ভেবে দেখে কি না ৷

চেন্নাই, 6 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠেও ঋষভ পন্থের ক্যাচ ছাড়ার প্রবণতা বজায় রইল ৷ শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জসপ্রীত বুমরার প্রথম বলেই ক্যাচ মিস করেন পন্থ ৷ তারপরই সোশাল মিডিয়ায় রব উঠল, পন্থ নয় উইকেটের পিছনে চাই বাংলার ঋদ্ধিমান সাহাকে ৷

  • Need both. Saha for his keeping and Pant for his batting.

    — Siju Subhakumar (@imsijusk) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অস্ট্রেলিয়া সফরে সহজ ক্যাচ মিস করে সমালোচনার মুখে পড়েছিলেন দিল্লির তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ উইকেটের পিছনে পন্থের অবস্থা দেখে ভীষণ বিরক্ত হয়েছিলেন তাঁর আইপিএল দলের কোচ রিকি পন্টিং ৷ প্রাক্তন অজ়ি অধিনায়ক তো মুখের উপরে বলে দিয়েছিলেন, টেস্ট অভিষেকের পর পন্থের মতো আর কেউ এত ক্যাচ ছাড়েনি ৷ সেই সমালোচনা অবশ্য ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছিলেন ঋষভ ৷ কিন্তু উইকেটকিপার হিসেবে সমস্যাটা রয়েই গিয়েছে তা ঘরের মাঠে ফের প্রমাণিত হল ৷

  • Now India will regret playing Rishabh Pant ahead of Saha He dropped Rory Burns on Bumrah's first ball. otherwise England would've been 1 for 1
    He is not a wicket keeper. Now he will drop 2 or 3 more catches of Ashwin
    India should make sensible decisions🙏#INDvsENG_2021 #INDvENG

    — Ethan 001 (@001Ethan) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : শতরান রুটের, আত্মবিশ্বাসী ইংল্যান্ডকে থামাতে ভরসা বুমরা-ইশান্ত

17টি টেস্ট খেলে ফেললেও শুক্রবার প্রথমবার ঘরের মাঠে লাল বলের ফরম্যাটে খেললেন জসপ্রীত বুমরা ৷ ইংরেজ ওপেনার ররি বার্নসকে লেংন্থ ডেলিভারি দিয়ে শুরুটা করেছিলেন বুমবুম ৷ বল বুঝতে না পারেননি বার্নস ৷ ফলে ব্যাটের কিনারায় লেগে পন্থের ডানদিকে পৌঁছায় ৷ ক্যাচ ধরার জন্য ডাইভ দিলেও বল নীচের দিকে থাকায় পন্থের আঙুলে লেগে ক্যাচ পড়ে যায় ৷ জীবন পান রবি বার্নস ৷ যদিও এই ক্যাচ নেওয়াটা কঠিন ছিল ৷ তবু ঘরের মাঠে বুমরার প্রথম বলে উইকেট পাওয়ার মোমেন্টাম নষ্ট হওয়ায় ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা ৷ পাশাপাশি ঋদ্ধিকে খেলানোর দাবিও ওঠে ৷

একজন লেখেন, "বুমরার প্রথম বলে রবি বার্নসের ক্যাচ মিস ৷ সাহার চেয়ে পন্থকে অগ্রাধিকার দেওয়ার ফল এবার বুঝবে ভারত ৷ নাহলে ইংল্যান্ড এতক্ষণে 1-1 অবস্থায় দাঁড়িয়ে থাকত ৷ ও উইকেটকিপার নয় ৷ ভারতীয় দলের আরও বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷" অন্য একজনের মন্তব্য, "পন্থের ক্যাচ ড্রপ দিয়ে ম্যাচের শুভারম্ভ হল ৷" আরও একজন লিখেছেন, "পন্থ এবার নিজের ক্যাচ মিস করার রেকর্ড ভাঙবে ৷"

কেউ কেউ আবার এই তরুণ উইকেটকিপারের পাশে দাঁড়িয়েছেন ৷ কারও কারও দাবি, পন্থ এবং ঋদ্ধিমান দু'জনকেই খেলানো হোক ৷ পন্থ খেলুক ব্যাটসম্যান হিসেবে আর ঋদ্ধিমান থাকুক উইকেটের পিছনে ৷ দেখা যাক নেটিজেনদের এই দাবি কোহলি-শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট ভেবে দেখে কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.