ETV Bharat / sports

ভারতীয় ক্রিকেটের ঘরানা বদলেছেন ধোনি : ICC - cricket world cup

ধোনি প্রসঙ্গে কোহলি বলেছেন, "বাইরে থেকে মানুষকে বোঝা যাবে না তার ভিতরে কী চলছে । কিন্তু, ধোনি সর্বদাই শান্ত, সংগঠিত । ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে । ও আমার অধিনায়ক ছিল । সারাজীবন থাকবে । আমাদের বোঝাপড়া সত্যিই দুর্দান্ত । সবসময় ওর পরামর্শ মেনে চলার চেষ্টা করি ।"

ধোনি
author img

By

Published : Jul 6, 2019, 1:41 PM IST

Updated : Jul 6, 2019, 2:20 PM IST

দিল্লি, 6 জুলাই : নেমে আসছেন সিঁড়ি দিয়ে । মাথায় হেলমেট । ব্যাট বগলদাবা । সিগনেচার স্টাইলে কাঁধটা একবার ঝাঁকিয়ে নিলেন । ক্রিজ়ে এলেন । দু'বার ব্যাট ঠুকে দাঁড়ালেন । প্রথম বলেই 'লে ছক্কা' । ভাষ্যকার বলে উঠলেন, "মাহি মার রাহা হ্যায় ।" হ্যাঁ, এটাই ধোনি । সবথেকে বড় সিগনেচার স্টাইল, ঠান্ডা মাথা । একসময় ছিলেন ক্যাপ্টেন কুল । এখন অধিনায়কত্ব ছেড়েছেন । বর্তমানে ধোনি শুধুই কুল । নামেই মাথায় নেই মুকুট । আসলে টিমের প্রাণভোমরা তিনিই । DRS কখন নিতে হবে, বা ফিল্ডিং সাজানো হবে কোথায়, চোখের ইশারায় কোহলিকে বুঝিয়ে দেন । আর স্ট্যাম্পিং ? 37-এও "বিদ্যুৎ বোল্ট" । চোখের পলকে উইকেট উড়িয়ে দিতে পারেন । এহেন ধোনিকে সম্মান জানাল ICC ।

এই সংক্রান্ত আরও খবর : ধোনি জানে, ওকে কী করতে হবে : বিরাট

কাল 7 জুলাই । 38 বছরে পা দিচ্ছেন ধোনি । তার আগে আজ বিশেষ উপহার দিল ICC । তাদের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, "ধোনি : ভারতীয় ক্রিকেটের ঘরানাই বদলে দিয়েছেন ।" এই সংক্রান্ত একটি ভিডিয়োও শেয়ার করেছে ক্রিকেটের শীর্ষ বডি ।

এই সংক্রান্ত আরও খবর : হ্যাটট্রিক বলটি ইয়র্কার দিতে বলেছিলেন মাহি : শামি

ধোনি একমাত্র অধিনায়ক হিসেবে ICC আয়োজিত সব ধরনের ট্রফি জিতেছেন । 2007-এ এসেছে T-20 বিশ্বকাপ । 2011-তে 28 বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেন । 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফিও আসে তাঁর দখলে । এমন কী, টেস্ট ও ODI ক্রমতালিকায় দেশকে এক নম্বরেও নিয়ে গেছিলেন তিনি । শুধু দেশ নয়, IPL-এও সাফল্য পেয়েছেন এম এস । চেন্নাই সুপার কিংসকে ট্রফি জিতিয়েছেন একাধিকবার ।

এই সংক্রান্ত আরও খবর : চার নম্বর নিয়ে চিন্তার ভাঁজ, উপযুক্ত জবাব হতে পারেন ধোনি

আজ একটি ভিডিয়ো শেয়ার করেছে ICC । ভারতীয় খেলোয়াড়দের মধ্যে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাকে দেখা গেছে । তাঁরা জানিয়েছেন, কীভাবে ধোনির ক্রিকেটীয় স্কিল তাঁদের উদ্বুদ্ধ করেছে । কোহলি বলেছেন, "বাইরে থেকে মানুষকে বোঝা যাবে না তার ভিতরে কী চলছে । কিন্তু, ধোনি সর্বদাই শান্ত, সংগঠিত । ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে । ও আমার অধিনায়ক ছিল । সারাজীবন থাকবে । আমাদের বোঝাপড়া সত্যিই দুর্দান্ত । সবসময় ওর পরামর্শ মেনে চলার চেষ্টা করি ।" ধোনির প্রশংসায় পঞ্চমুখ দেশের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাও । তিনি বলেন, "2016 সালে আমি প্রথম জাতীয় দলে সুযোগ পাই । সেসময় অধিনায়ক ছিলেন ধোনিই । সবসময় আমাকে সাহায্য করতেন । এখনও করেন ।"

এই সংক্রান্ত আরও খবর : ধোনির পরামর্শ মেনেই সাফল্য : ইমরান তাহির

শুধু দেশ নয় বিদেশি ক্রিকেটাররাও ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত । ইংল্যান্ড উইকেট-কিপার ব্যাটসম্যান জস বাটলার বলেন, "ধোনি মিস্টার কুল । ও আমার আদর্শ । স্টাম্পের পিছনে এত দ্রুততার সঙ্গে আউট করতে কাউকে দেখিনি । ব্যাট হাতেও কী শান্ত ! ক্রিকেটের অ্যাম্বাসাডর ধোনিই ।"

dho
বল হাতে একবার ঝালিয়ে নেওয়া

এই সংক্রান্ত আরও খবর : ধোনিকে চারনম্বরে দেখতে চান প্রাক্তন কোচ

IPL-এ ধোনির সঙ্গে খেলেছিলেন । রাইজ়িং পুনে সুপারজায়েন্টে থাকার সময় অনেক কিছু শিখেওছেন । সেই সব অভিজ্ঞতাই ভাগ করে নিলেন বেন স্টোকস । বললেন, "ক্রিকেটের অন্যতম সেরা । ওর মতো ভালো মানুষও কম আছে ।"

এই সংক্রান্ত আরও খবর : বোলারকে থামিয়ে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি

দেশবাসীর কাছে ধোনি কী ? একটা নাম । এক প্রতিভা । ক্যাপ্টেন কুল । ধোনি মানে একা হাতে ম্যাচ বের করে দেওয়া । হেলিকপ্টার শটে ছয় মেরে ফের একবার কাঁধটা ঝাঁকিয়ে নেওয়া । আর কানে বেজে ওঠা সেই কথাগুলো, "ধোনি ফিনিশেশ অফ অন স্টাইল, ইন্ডিয়া লিফট দা ওয়ার্ল্ড কাপ আফটার 28 ইয়ারস ।"

fan
সুদূর স্পেন থেকে উড়ে এসেছেন ধোনির ফ্যান

দিল্লি, 6 জুলাই : নেমে আসছেন সিঁড়ি দিয়ে । মাথায় হেলমেট । ব্যাট বগলদাবা । সিগনেচার স্টাইলে কাঁধটা একবার ঝাঁকিয়ে নিলেন । ক্রিজ়ে এলেন । দু'বার ব্যাট ঠুকে দাঁড়ালেন । প্রথম বলেই 'লে ছক্কা' । ভাষ্যকার বলে উঠলেন, "মাহি মার রাহা হ্যায় ।" হ্যাঁ, এটাই ধোনি । সবথেকে বড় সিগনেচার স্টাইল, ঠান্ডা মাথা । একসময় ছিলেন ক্যাপ্টেন কুল । এখন অধিনায়কত্ব ছেড়েছেন । বর্তমানে ধোনি শুধুই কুল । নামেই মাথায় নেই মুকুট । আসলে টিমের প্রাণভোমরা তিনিই । DRS কখন নিতে হবে, বা ফিল্ডিং সাজানো হবে কোথায়, চোখের ইশারায় কোহলিকে বুঝিয়ে দেন । আর স্ট্যাম্পিং ? 37-এও "বিদ্যুৎ বোল্ট" । চোখের পলকে উইকেট উড়িয়ে দিতে পারেন । এহেন ধোনিকে সম্মান জানাল ICC ।

এই সংক্রান্ত আরও খবর : ধোনি জানে, ওকে কী করতে হবে : বিরাট

কাল 7 জুলাই । 38 বছরে পা দিচ্ছেন ধোনি । তার আগে আজ বিশেষ উপহার দিল ICC । তাদের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, "ধোনি : ভারতীয় ক্রিকেটের ঘরানাই বদলে দিয়েছেন ।" এই সংক্রান্ত একটি ভিডিয়োও শেয়ার করেছে ক্রিকেটের শীর্ষ বডি ।

এই সংক্রান্ত আরও খবর : হ্যাটট্রিক বলটি ইয়র্কার দিতে বলেছিলেন মাহি : শামি

ধোনি একমাত্র অধিনায়ক হিসেবে ICC আয়োজিত সব ধরনের ট্রফি জিতেছেন । 2007-এ এসেছে T-20 বিশ্বকাপ । 2011-তে 28 বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেন । 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফিও আসে তাঁর দখলে । এমন কী, টেস্ট ও ODI ক্রমতালিকায় দেশকে এক নম্বরেও নিয়ে গেছিলেন তিনি । শুধু দেশ নয়, IPL-এও সাফল্য পেয়েছেন এম এস । চেন্নাই সুপার কিংসকে ট্রফি জিতিয়েছেন একাধিকবার ।

এই সংক্রান্ত আরও খবর : চার নম্বর নিয়ে চিন্তার ভাঁজ, উপযুক্ত জবাব হতে পারেন ধোনি

আজ একটি ভিডিয়ো শেয়ার করেছে ICC । ভারতীয় খেলোয়াড়দের মধ্যে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাকে দেখা গেছে । তাঁরা জানিয়েছেন, কীভাবে ধোনির ক্রিকেটীয় স্কিল তাঁদের উদ্বুদ্ধ করেছে । কোহলি বলেছেন, "বাইরে থেকে মানুষকে বোঝা যাবে না তার ভিতরে কী চলছে । কিন্তু, ধোনি সর্বদাই শান্ত, সংগঠিত । ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে । ও আমার অধিনায়ক ছিল । সারাজীবন থাকবে । আমাদের বোঝাপড়া সত্যিই দুর্দান্ত । সবসময় ওর পরামর্শ মেনে চলার চেষ্টা করি ।" ধোনির প্রশংসায় পঞ্চমুখ দেশের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাও । তিনি বলেন, "2016 সালে আমি প্রথম জাতীয় দলে সুযোগ পাই । সেসময় অধিনায়ক ছিলেন ধোনিই । সবসময় আমাকে সাহায্য করতেন । এখনও করেন ।"

এই সংক্রান্ত আরও খবর : ধোনির পরামর্শ মেনেই সাফল্য : ইমরান তাহির

শুধু দেশ নয় বিদেশি ক্রিকেটাররাও ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত । ইংল্যান্ড উইকেট-কিপার ব্যাটসম্যান জস বাটলার বলেন, "ধোনি মিস্টার কুল । ও আমার আদর্শ । স্টাম্পের পিছনে এত দ্রুততার সঙ্গে আউট করতে কাউকে দেখিনি । ব্যাট হাতেও কী শান্ত ! ক্রিকেটের অ্যাম্বাসাডর ধোনিই ।"

dho
বল হাতে একবার ঝালিয়ে নেওয়া

এই সংক্রান্ত আরও খবর : ধোনিকে চারনম্বরে দেখতে চান প্রাক্তন কোচ

IPL-এ ধোনির সঙ্গে খেলেছিলেন । রাইজ়িং পুনে সুপারজায়েন্টে থাকার সময় অনেক কিছু শিখেওছেন । সেই সব অভিজ্ঞতাই ভাগ করে নিলেন বেন স্টোকস । বললেন, "ক্রিকেটের অন্যতম সেরা । ওর মতো ভালো মানুষও কম আছে ।"

এই সংক্রান্ত আরও খবর : বোলারকে থামিয়ে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি

দেশবাসীর কাছে ধোনি কী ? একটা নাম । এক প্রতিভা । ক্যাপ্টেন কুল । ধোনি মানে একা হাতে ম্যাচ বের করে দেওয়া । হেলিকপ্টার শটে ছয় মেরে ফের একবার কাঁধটা ঝাঁকিয়ে নেওয়া । আর কানে বেজে ওঠা সেই কথাগুলো, "ধোনি ফিনিশেশ অফ অন স্টাইল, ইন্ডিয়া লিফট দা ওয়ার্ল্ড কাপ আফটার 28 ইয়ারস ।"

fan
সুদূর স্পেন থেকে উড়ে এসেছেন ধোনির ফ্যান
AP Video Delivery Log - 0700 GMT News
Saturday, 6 July, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0610: US NV Vegas Roller Coaster Must credit Carla Feddersem. 4219240
Las Vegas roller coaster swaying in quake
AP-APTN-0540: US CA Earthquake Briefing 2 Must credit 23ABC News, No access Bakersfield, No use US broadcast networks, No re-sale, re-use or archive 4219239
Kern county briefing on California quake
AP-APTN-0526: Iran Nuclear No access BBC Persian / No access VOA Persian / no access Manoto TV / No access Iran International 4219238
Top Khamenei aide: Iran to step up enrichment
AP-APTN-0523: US CA Earthquake STILL Must credit: Chad Mayes 4219237
Food on floor of supermarket after US quake
AP-APTN-0522: US CA Earthquake Briefing Must credit KABC; No access Los Angeles; No use US Broadcast networks; No re-sale, re-use or archive 4219236
US seismologists brief on California quake
AP-APTN-0517: US CA Earthquake UGC Must credit: @_amberlancaster 4219235
Restaurant lights swing as quake hits California
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
Last Updated : Jul 6, 2019, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.