ETV Bharat / sports

বিশাল ছক্কা হাঁকাতে শুধু বড় মাসল দরকার নেই : রোহিত শর্মা

ছক্কা মারতে হলে শুধু মাত্র মাসল পাওয়ার থাকলেই হবে না ৷ মাসলের সঙ্গে প্রয়োজন নিখুঁত টাইমিংয়ের ৷ এমনই মনে করেন রোহিত শর্মা ৷ রাজকোটে বাংলাদেশকে 8 উইকেটে উড়িয়ে দিয়ে T-20 সিরিজ়ে সমতায় ফিরেছে ভারত ৷ আর দুরন্ত ব্যাট করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি ৷ 43 বলে 85 রানের ইনিংসে হাঁকিয়েছেন 6টি বিশাল ছক্কা ৷

author img

By

Published : Nov 8, 2019, 3:08 PM IST

Updated : Nov 8, 2019, 3:55 PM IST

রাজকোট, 8 নভেম্বর : "ছক্কা মারার জন্য শুধুমাত্র মাসল পাওয়ারের প্রয়োজন হয় না ৷" বক্তা ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা ৷ রাজকোটে বাংলাদেশকে 8 উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত ৷ এই ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচের T20 সিরিজ়ে সমতায় ফিরেছে মেন ইন ব্লু-রা ৷ আর এই ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অধিনায়ক রোহিত ৷ মাত্র 43 বলে করেছেন 85 রান ৷ বাংলাদেশি বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনে হাঁকিয়েছেন 6টি ছক্কা ৷

rohit's sixes
রোহিতের ছক্কা


6টি বিশাল ছক্কা হাঁকালেও তাতে শুধুমাত্র মাসল পাওয়ারের প্রয়োজন হয়নি বলেই মনে করেন ভারত অধিনায়ক ৷ ছক্কা মারতে মাসল পাওয়ারের সঙ্গে প্রয়োজন নিখুঁত টাইমিংয়ের ৷ ম্যাচের শেষে চহ্বাল TV-তে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত খোলসা করেন তাঁর বিশাল বিশাল ছক্কা মারার রহস্য ৷ BCCI-র পক্ষ থেকে সেই ভিডিয়ো প্রকাশ করা হয় টুইটারে ৷

টস হেরে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 153 রান সংগ্রহ করে বেঙ্গল টাইগাররা ৷ জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত ও শিখর ৷ ব্যক্তিগত 31 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ৷ যদিও ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন রোহিত ৷ ব্যক্তিগত 85 রানে তিনি আউট হন ৷ তবে বাকি রান সংগ্রহ করতে বেশি কাঠখড় পোড়াতে হয়নি ভারতকে ৷ লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার সহজেই ম্যাচ শেষ করে আসেন ৷

রাজকোট, 8 নভেম্বর : "ছক্কা মারার জন্য শুধুমাত্র মাসল পাওয়ারের প্রয়োজন হয় না ৷" বক্তা ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা ৷ রাজকোটে বাংলাদেশকে 8 উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত ৷ এই ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচের T20 সিরিজ়ে সমতায় ফিরেছে মেন ইন ব্লু-রা ৷ আর এই ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অধিনায়ক রোহিত ৷ মাত্র 43 বলে করেছেন 85 রান ৷ বাংলাদেশি বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনে হাঁকিয়েছেন 6টি ছক্কা ৷

rohit's sixes
রোহিতের ছক্কা


6টি বিশাল ছক্কা হাঁকালেও তাতে শুধুমাত্র মাসল পাওয়ারের প্রয়োজন হয়নি বলেই মনে করেন ভারত অধিনায়ক ৷ ছক্কা মারতে মাসল পাওয়ারের সঙ্গে প্রয়োজন নিখুঁত টাইমিংয়ের ৷ ম্যাচের শেষে চহ্বাল TV-তে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত খোলসা করেন তাঁর বিশাল বিশাল ছক্কা মারার রহস্য ৷ BCCI-র পক্ষ থেকে সেই ভিডিয়ো প্রকাশ করা হয় টুইটারে ৷

টস হেরে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 153 রান সংগ্রহ করে বেঙ্গল টাইগাররা ৷ জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত ও শিখর ৷ ব্যক্তিগত 31 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ৷ যদিও ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন রোহিত ৷ ব্যক্তিগত 85 রানে তিনি আউট হন ৷ তবে বাকি রান সংগ্রহ করতে বেশি কাঠখড় পোড়াতে হয়নি ভারতকে ৷ লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার সহজেই ম্যাচ শেষ করে আসেন ৷

Mumbai, Nov 08 (ANI): Bollywood actor Anupam Kher launched his autobiography 'Lessons Life Taught Me, Unknowingly' in Mumbai. During the event, Anupam talked about his life experience. Film director Mahesh Bhatt was also present during the book launch.

Last Updated : Nov 8, 2019, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.