ETV Bharat / sports

নির্বাচকরা যে আমাকে চায় না সেটা ধোনিই আমাকে দেখিয়েছিল : যুবরাজ

"2011 সালের বিশ্বকাপ অবধি আমার প্রতি ধোনির অগাধ আস্থা ছিল । আমাকে দলের 'মূল খেলোয়াড়' বলত । তবে সুস্থ হয়ে ফিরে আসার পর আমার খেলার অনেক পরিবর্তন হয়েছিল এবং দলেও অনেক পরিবর্তন ঘটেছিল ।"

YUVRAJ
YUVRAJ
author img

By

Published : Aug 4, 2020, 8:18 PM IST

দিল্লি, 4 অগাস্ট: যুবরাজ সিংয়ের স্মৃতিচারণায় উঠে এল 2019 সালের বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার কথা । ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে 2017 সালের 30 জুন শেষ ম্যাচ খেলেছিলেন তিনি । 2017 সালে 11টি ওয়ানডেতে 372 রান করেছিলেন যুবরাজ । এর মধ্যে রয়েছে কটকে ইংল্যান্ডের বিপক্ষে করা 150 রানের দুরন্ত ইনিংস ।

তিনি বলেন , "আমি যখন রোগ সারিয়ে মাঠে ফিরি সেই সময় বিরাট কোহলি আমার পাশে দাঁড়িয়েছিল । ওর সমর্থন না পেলে আমি মাঠে ফিরে আসতে পারতাম না । তবে সেই সময় ধোনিই আমাকে 2019 বিশ্বকাপ সম্পর্কে পরিষ্কার ছবিটা দেখিয়েছিল । এর পর আমি বুঝতে পারি নির্বাচকরা আমাকে চাইছে না । ধোনি এই কথা আমাকে স্পষ্টভাবে জানিয়েছিল । ওকে দোষ দেওয়া যায় না । ও ওর সাধ্যমতো চেষ্টা করেছিল।"

ধোনি 2011 সালের বিশ্বকাপ পর্যন্ত না কি যুবরাজের যোগ্যতায় বিশ্বাস করতেন । কিন্তু তিনি সুস্থ হয়ে ফেরার পর পরিস্থিতি বদলে যায় । যুবরাজ বলেন, "2011 সালের বিশ্বকাপ অবধি আমার প্রতি ধোনির অগাধ আস্থা ছিল। ও আমাকে দলের 'মূল খেলোয়াড়' বলত । তবে অসুস্থতা সারিয়ে ফিরে আসার পর আমার খেলার অনেক পরিবর্তন হয়েছিল এবং দলেও অনেক পরিবর্তন ঘটেছিল ।"

তিনি আরও বলেন , "2015 বিশ্বকাপের দল থেকে আমার বাদ পড়া নিয়ে নির্দিষ্ট কাউকে দায়ি করা যায় না । আমি বুঝতে পেরেছিলাম যে অধিনায়ক হিসেবে সব সময় সব কিছুকে নিজের মতো করা যায় না । কারণ দিনের শেষে অধিনায়ককে দেখতে হবে যে দল কেমন পারফর্ম করবে । "

দিল্লি, 4 অগাস্ট: যুবরাজ সিংয়ের স্মৃতিচারণায় উঠে এল 2019 সালের বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার কথা । ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে 2017 সালের 30 জুন শেষ ম্যাচ খেলেছিলেন তিনি । 2017 সালে 11টি ওয়ানডেতে 372 রান করেছিলেন যুবরাজ । এর মধ্যে রয়েছে কটকে ইংল্যান্ডের বিপক্ষে করা 150 রানের দুরন্ত ইনিংস ।

তিনি বলেন , "আমি যখন রোগ সারিয়ে মাঠে ফিরি সেই সময় বিরাট কোহলি আমার পাশে দাঁড়িয়েছিল । ওর সমর্থন না পেলে আমি মাঠে ফিরে আসতে পারতাম না । তবে সেই সময় ধোনিই আমাকে 2019 বিশ্বকাপ সম্পর্কে পরিষ্কার ছবিটা দেখিয়েছিল । এর পর আমি বুঝতে পারি নির্বাচকরা আমাকে চাইছে না । ধোনি এই কথা আমাকে স্পষ্টভাবে জানিয়েছিল । ওকে দোষ দেওয়া যায় না । ও ওর সাধ্যমতো চেষ্টা করেছিল।"

ধোনি 2011 সালের বিশ্বকাপ পর্যন্ত না কি যুবরাজের যোগ্যতায় বিশ্বাস করতেন । কিন্তু তিনি সুস্থ হয়ে ফেরার পর পরিস্থিতি বদলে যায় । যুবরাজ বলেন, "2011 সালের বিশ্বকাপ অবধি আমার প্রতি ধোনির অগাধ আস্থা ছিল। ও আমাকে দলের 'মূল খেলোয়াড়' বলত । তবে অসুস্থতা সারিয়ে ফিরে আসার পর আমার খেলার অনেক পরিবর্তন হয়েছিল এবং দলেও অনেক পরিবর্তন ঘটেছিল ।"

তিনি আরও বলেন , "2015 বিশ্বকাপের দল থেকে আমার বাদ পড়া নিয়ে নির্দিষ্ট কাউকে দায়ি করা যায় না । আমি বুঝতে পেরেছিলাম যে অধিনায়ক হিসেবে সব সময় সব কিছুকে নিজের মতো করা যায় না । কারণ দিনের শেষে অধিনায়ককে দেখতে হবে যে দল কেমন পারফর্ম করবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.