ETV Bharat / sports

উপযুক্ত বিদায় সংবর্ধনা ধোনির প্রাপ্য : কুম্বলে - Anil Kumble Asks Selectors To Plan For T20 World Cup

মহেন্দ্র সিং ধোনির উপযুক্ত বিদায় সংবর্ধনা ধোনির প্রাপ্য ৷ বললেন অনিল কুম্বলে ৷

ধোনি
author img

By

Published : Sep 8, 2019, 9:35 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলছে ৷ আগামী বছর T-20 বিশ্বকাপে তিনি খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে ৷ তবে, নির্বাচক বা ধোনির সিদ্ধান্ত যাই হোক না কেন প্রাক্তন ভারতীয় অধিনায়ককে সঠিকভাবে বিদায় জানানো উচিত বলে মন্তব্য অনিল কুম্বলের ৷

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন লেগ স্পিনার বলেন, "যখনই ধোনি খেলা থেকে সরে যেতে চায়, ধোনিকে যথাযথ বিদায় সংবর্ধনা দেওয়া উচিত ৷ এটা ধোনির প্রাপ্য ৷" যদিও ধোনি আদৌও পরের বছর কুড়ি ওভারের বিশ্বকাপ দলে থাকবেন কি না, তা নিয়ে ধন্দে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷

MS Dhoni
ফের কবে ধোনিকে ভারতের জার্সিতে দেখা যাবে, তা নিয়েই চলছে জল্পনা

2019 সালের বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে মাঠে নামেননি ধোনি ৷ বোর্ডের থেকে ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ তাঁর পরিবর্তে উইকেট রক্ষা করেছিলেন ঋষভ পন্থ ৷ BCCI সূত্রে খবর, সাদা বলে আপাতত পন্থই ভারতের প্রথম পছন্দ ৷ ছুটির কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন T-20 সিরিজ়েও মহেন্দ্র সিং ধোনি দলে নেই বলে জানিয়েছেন নির্বাচকরা ৷ কিন্তু, কবে ধোনি ফের দলে ফিরবেন সেই সদুত্তর দিতে পারেননি তাঁরা ৷ উলটে জানিয়েছেন, ধোনির সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি ৷ ফলে আগামী বছর কুড়ি ওভারের বিশ্বকাপের দলে ধোনির থাকা নিয়ে জল্পনা যেমন বাড়ছে তেমনই দলের সম্ভাব্য প্রথম একাদশ তৈরি হচ্ছে না ৷ যা 2019 সালের বিশ্বকাপের মতো ভারতকে ভোগাতে পারে বলে মত বিশেষজ্ঞদের ৷ তাই সম্ভাব্য একাদশ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেন অনিল কুম্বলে ৷

Anil Kumble
অনিল কুম্বলে

তিনি বলেন, "দলের স্বার্থে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্বাচকদের আলোচনায় বসা উচিত ৷ বিষয়গুলি সঠিকভাবে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিশ্বকাপ মাত্র এক বছর দূরে ৷ সেখানে সম্ভাব্য একাদশ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের ৷ " বড়় টুর্নামেন্টের আগে সম্ভাব্য একাদশ গুছিয়ে না নেওয়ার খেসারত ভারতকে 50 ওভারের বিশ্বকাপে দিতে হয়েছে বলে বক্তব্য কুম্বলের ৷ তাঁর কথায়, "বিশ্বকাপের সময় পর্যন্ত একাধিক পরিবর্তন করা হয়েছিল ৷ চার নম্বরে কাকে খেলানো হবে তা নিয়ে নিশ্চয়তা ছিল না ৷ বিশ্বকাপজুড়েই আমরা চিন্তা করলাম, কে চার নম্বরে খেলবে ৷ কিন্তু, T-20 বিশ্বকাপে এরকম চাই না আমরা ৷ বিশ্বকাপের প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য ঠিক করে দেওয়া উচিত ৷ প্রতিটি জায়গার জন্য যেন উপযুক্ত পরিবর্ত তৈরি রাখা হয় ৷ "

MS Dhoni
ফের কবে ধোনিকে ভারতের জার্সিতে দেখা যাবে, তা নিয়েই চলছে জল্পনা

কলকাতা, 8 সেপ্টেম্বর : মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলছে ৷ আগামী বছর T-20 বিশ্বকাপে তিনি খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে ৷ তবে, নির্বাচক বা ধোনির সিদ্ধান্ত যাই হোক না কেন প্রাক্তন ভারতীয় অধিনায়ককে সঠিকভাবে বিদায় জানানো উচিত বলে মন্তব্য অনিল কুম্বলের ৷

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন লেগ স্পিনার বলেন, "যখনই ধোনি খেলা থেকে সরে যেতে চায়, ধোনিকে যথাযথ বিদায় সংবর্ধনা দেওয়া উচিত ৷ এটা ধোনির প্রাপ্য ৷" যদিও ধোনি আদৌও পরের বছর কুড়ি ওভারের বিশ্বকাপ দলে থাকবেন কি না, তা নিয়ে ধন্দে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷

MS Dhoni
ফের কবে ধোনিকে ভারতের জার্সিতে দেখা যাবে, তা নিয়েই চলছে জল্পনা

2019 সালের বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে মাঠে নামেননি ধোনি ৷ বোর্ডের থেকে ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ় সফরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ তাঁর পরিবর্তে উইকেট রক্ষা করেছিলেন ঋষভ পন্থ ৷ BCCI সূত্রে খবর, সাদা বলে আপাতত পন্থই ভারতের প্রথম পছন্দ ৷ ছুটির কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন T-20 সিরিজ়েও মহেন্দ্র সিং ধোনি দলে নেই বলে জানিয়েছেন নির্বাচকরা ৷ কিন্তু, কবে ধোনি ফের দলে ফিরবেন সেই সদুত্তর দিতে পারেননি তাঁরা ৷ উলটে জানিয়েছেন, ধোনির সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি ৷ ফলে আগামী বছর কুড়ি ওভারের বিশ্বকাপের দলে ধোনির থাকা নিয়ে জল্পনা যেমন বাড়ছে তেমনই দলের সম্ভাব্য প্রথম একাদশ তৈরি হচ্ছে না ৷ যা 2019 সালের বিশ্বকাপের মতো ভারতকে ভোগাতে পারে বলে মত বিশেষজ্ঞদের ৷ তাই সম্ভাব্য একাদশ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেন অনিল কুম্বলে ৷

Anil Kumble
অনিল কুম্বলে

তিনি বলেন, "দলের স্বার্থে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্বাচকদের আলোচনায় বসা উচিত ৷ বিষয়গুলি সঠিকভাবে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিশ্বকাপ মাত্র এক বছর দূরে ৷ সেখানে সম্ভাব্য একাদশ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের ৷ " বড়় টুর্নামেন্টের আগে সম্ভাব্য একাদশ গুছিয়ে না নেওয়ার খেসারত ভারতকে 50 ওভারের বিশ্বকাপে দিতে হয়েছে বলে বক্তব্য কুম্বলের ৷ তাঁর কথায়, "বিশ্বকাপের সময় পর্যন্ত একাধিক পরিবর্তন করা হয়েছিল ৷ চার নম্বরে কাকে খেলানো হবে তা নিয়ে নিশ্চয়তা ছিল না ৷ বিশ্বকাপজুড়েই আমরা চিন্তা করলাম, কে চার নম্বরে খেলবে ৷ কিন্তু, T-20 বিশ্বকাপে এরকম চাই না আমরা ৷ বিশ্বকাপের প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য ঠিক করে দেওয়া উচিত ৷ প্রতিটি জায়গার জন্য যেন উপযুক্ত পরিবর্ত তৈরি রাখা হয় ৷ "

MS Dhoni
ফের কবে ধোনিকে ভারতের জার্সিতে দেখা যাবে, তা নিয়েই চলছে জল্পনা
RESTRICTIONS SUMMARY:AP CLIENTS ONLY
SHOTLIST:
US NETWORK POOL - AP CLIENTS ONLY
Biarritz, France - 26 August 2019
1. Close of US President Donald Trump, pull back to wide to show Trump sat with Indian Prime Minister Narendra Modi
UPSOUND (English) Donald Trump, US President:
"Thank you very much. It's great to be with Prime Minister Modi of India. Incredible country and he's an incredible man. Just had a tremendous election victory. He really is a man who is loved in his country. We were talking about trade, we were talking about military, we were talking about many different things and we've had some great discussions. We were together last night for dinner and I learned a lot about India - fascinating place, a beautiful place. It's an honour to be with you."
Trump and Modi shake hands, Modi begins to make a statement in Hindi
2. Trump listening and replying to question
UPSOUND (English) Reporter question: "The Chinese have said today publically that there is more low level calls that have happened and they're downplaying the significance of the calls?
Trump: "I don't know what you mean by that. Low level? The (Chinese) vice premier is low level, I don't think so. It's in your mind it's in you're mind they're low level. (Turning to US Treasury Secretary Steven Mnuchin) What is the position of the gentleman who was quoted in the newspaper today?"
Mnuchin: "(Chinese) Vice Premier Liu He came out with a very significant statement and we've been communicating through intermediaries back and forth with him."
Trump: "He's the vice premier of China. That's not no level."
3. Close of Modi, UPSOUND (English) Trump "He (Modi) actually speaks very good English we just don't want to talk...", Modi and Trump laughing
STORYLINE:
US President Donald Trump met Indian Prime Minister Narendra Modi at the G7 Summit in France on Monday.
During a short news conference Trump was asked about 'low level' contacts with China, but he questioned whether a phone call from the vice premier was low level.
Trump is under pressure to scale back a US-China trade war partly blamed for a global economic slowdown.
He claimed on Monday that the two sides would begin serious negotiations soon.
Trump said his trade negotiators had received two "very good calls" from China on Sunday but a spokesman for China's Foreign Ministry said he didn't know what Trump was talking about.
The president told reporters on Monday he had learned a lot about India during conversations with Modi, describing it as a fascinating and beautiful place.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.