দুবাই, 23 সেপ্টেম্বর : সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশে ক্রিস মরিসের নাম না দেখে ভ্রু কুঁচকেছিল ক্রিকেট বিশেষজ্ঞদের । তাঁকে বাদ দিয়ে মরিসের জাতীয় দলের সতীর্থ ডেল স্টেইনের অন্তর্ভুক্তি হয় প্রথম একাদশে । মরিসকে হায়দরাবাদের বিরুদ্ধে না রাখার কারণ জানালেন RCB -র ডিরেক্টর মাইক হেসন । বললেন, অনুশীলনের সময় পেশিতে টান ধরেছে মরিসের ।
তিনি বলেন, এই প্রোটিয়া অলরাউন্ডারের দিকে নজর রাখছে টিম ম্যানেজমেন্ট । হেসনের কথায়, "দুর্ভাগ্যজনকভাবে ক্রিস মরিসের পেশিতে টান ধরে । মাঝের ওভার ও ডেথ ওভারে বড় ভূমিকা পালন করতে পারতেন । ওর ব্যাটিংয়েরও প্রভাব রয়েছে ।" তিনি আরও বলেন, “ক্রিস হল তিনজন ক্রিকেটারের সমান । ওর বিকল্প পাওয়া এত সহজ নয় । ফলে দলের কাঠামোটাই পরিবর্তন করতে হয়েছে । আশা করছি, একটা অথবা দুটো ম্যাচের পর ওকে পাওয়া যাবে ।”
10.75 কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নিয়েছে RCB ।