পুণে, 11 অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের দ্বিতীয় টেস্টে ভারত আপাতত চালকের আসনে ৷ সৌজন্যে আরও একবার মায়াঙ্ক আগরওয়াল ৷ ডানহাতি এই ওপেনারের শতরানের উপর ভর করেই প্রথম দিনের শেষে ভারতের ঝুলিতে আসে 273 রান ৷ মায়াঙ্কের ব্যক্তিগত সংগ্রহ 108 রান (16টি চার, 2টি ছয় ) ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন চেতেশ্বর পূজারা ৷ পূজারার ঝুলিতে আসে 58 রান (9টি চার, 1টি ছয় ) ৷
বৃহস্পতিবারের শতরানে নতুন মাইলস্টোন ছুঁলেন মায়াঙ্ক আগরওয়াল ৷ ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক শতরান করার রেকর্ড স্পর্শ করলেন তিনি ৷ এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন বীরেন্দ্র সহবাগ ও রোহিত শর্মা ৷ পরপর দুই টেস্টেই অনবদ্য ব্যাটিংশৈলী ৷ প্রথম টেস্টে দ্বিশতরান ৷ দ্বিতীয় টেস্টে ফিলান্ডারের বলে চার মেরে শতরানের গণ্ডি পেরোনো ৷ আপাতত টেস্ট দলের টপ অর্ডারে নিজের জায়গা পাকা করে নিলেন ডানহাতি এই ওপেনার ৷
গতকাল, প্রথম দিনের খেলার শেষে পূজারা ও মায়াঙ্ককে বেশ কিছু সময় একসাথে দেখা যায় ৷ BCCI-এর তরফে সেই ভিডিয়ো টুইট করা হয় ৷ গত কয়েকদিন ধরে মায়াঙ্ক কী খাচ্ছেন সেকথা পূজারা জানতে চান ৷ মায়াঙ্ক উত্তরে বলেন, "নারকেলের চাটনি আর সাম্বার সহযোগে দক্ষিণ ভারতীয় ইডলি ৷" এছাড়া, ভালো পারফরমেন্সের জন্য মানসিক দৃঢ়তার গুরুত্বের কথাও বলেন মায়াঙ্ক ৷ তিনি আরও জানান, "পরপর শতরান করতে পারার সাফল্যে খুবই ভালো অনুভব করছি ৷" তাঁর এই সাফল্যের রহস্য পূজারা জানতে চাইলে তিনি বলেন, "প্রতিদিনের লম্বা দৌড়, মানসিক স্থিরতা, আর মাঠে সময় কাটানোটাই এই সাফল্য এনে দিয়েছে ৷"