ETV Bharat / sports

সাফল্যের রহস্য জানালেন মায়াঙ্ক

পরপর শতরান করতে পারার সাফল্যে খুবই ভালো অনুভব করছি ৷ প্রতিদিনের লম্বা দৌড়, মানসিক স্থিরতা, আর মাঠে সময় কাটানোটাই এই সাফল্য এনে দিয়েছে ৷ বললেন মায়াঙ্ক আগরওয়াল ৷

মায়াঙ্ক
author img

By

Published : Oct 11, 2019, 3:09 PM IST

Updated : Oct 11, 2019, 4:10 PM IST

পুণে, 11 অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের দ্বিতীয় টেস্টে ভারত আপাতত চালকের আসনে ৷ সৌজন্যে আরও একবার মায়াঙ্ক আগরওয়াল ৷ ডানহাতি এই ওপেনারের শতরানের উপর ভর করেই প্রথম দিনের শেষে ভারতের ঝুলিতে আসে 273 রান ৷ মায়াঙ্কের ব্যক্তিগত সংগ্রহ 108 রান (16টি চার, 2টি ছয় ) ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন চেতেশ্বর পূজারা ৷ পূজারার ঝুলিতে আসে 58 রান (9টি চার, 1টি ছয় ) ৷

বৃহস্পতিবারের শতরানে নতুন মাইলস্টোন ছুঁলেন মায়াঙ্ক আগরওয়াল ৷ ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক শতরান করার রেকর্ড স্পর্শ করলেন তিনি ৷ এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন বীরেন্দ্র সহবাগ ও রোহিত শর্মা ৷ পরপর দুই টেস্টেই অনবদ্য ব্যাটিংশৈলী ৷ প্রথম টেস্টে দ্বিশতরান ৷ দ্বিতীয় টেস্টে ফিলান্ডারের বলে চার মেরে শতরানের গণ্ডি পেরোনো ৷ আপাতত টেস্ট দলের টপ অর্ডারে নিজের জায়গা পাকা করে নিলেন ডানহাতি এই ওপেনার ৷

গতকাল, প্রথম দিনের খেলার শেষে পূজারা ও মায়াঙ্ককে বেশ কিছু সময় একসাথে দেখা যায় ৷ BCCI-এর তরফে সেই ভিডিয়ো টুইট করা হয় ৷ গত কয়েকদিন ধরে মায়াঙ্ক কী খাচ্ছেন সেকথা পূজারা জানতে চান ৷ মায়াঙ্ক উত্তরে বলেন, "নারকেলের চাটনি আর সাম্বার সহযোগে দক্ষিণ ভারতীয় ইডলি ৷" এছাড়া, ভালো পারফরমেন্সের জন্য মানসিক দৃঢ়তার গুরুত্বের কথাও বলেন মায়াঙ্ক ৷ তিনি আরও জানান, "পরপর শতরান করতে পারার সাফল্যে খুবই ভালো অনুভব করছি ৷" তাঁর এই সাফল্যের রহস্য পূজারা জানতে চাইলে তিনি বলেন, "প্রতিদিনের লম্বা দৌড়, মানসিক স্থিরতা, আর মাঠে সময় কাটানোটাই এই সাফল্য এনে দিয়েছে ৷"

পুণে, 11 অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের দ্বিতীয় টেস্টে ভারত আপাতত চালকের আসনে ৷ সৌজন্যে আরও একবার মায়াঙ্ক আগরওয়াল ৷ ডানহাতি এই ওপেনারের শতরানের উপর ভর করেই প্রথম দিনের শেষে ভারতের ঝুলিতে আসে 273 রান ৷ মায়াঙ্কের ব্যক্তিগত সংগ্রহ 108 রান (16টি চার, 2টি ছয় ) ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন চেতেশ্বর পূজারা ৷ পূজারার ঝুলিতে আসে 58 রান (9টি চার, 1টি ছয় ) ৷

বৃহস্পতিবারের শতরানে নতুন মাইলস্টোন ছুঁলেন মায়াঙ্ক আগরওয়াল ৷ ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক শতরান করার রেকর্ড স্পর্শ করলেন তিনি ৷ এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন বীরেন্দ্র সহবাগ ও রোহিত শর্মা ৷ পরপর দুই টেস্টেই অনবদ্য ব্যাটিংশৈলী ৷ প্রথম টেস্টে দ্বিশতরান ৷ দ্বিতীয় টেস্টে ফিলান্ডারের বলে চার মেরে শতরানের গণ্ডি পেরোনো ৷ আপাতত টেস্ট দলের টপ অর্ডারে নিজের জায়গা পাকা করে নিলেন ডানহাতি এই ওপেনার ৷

গতকাল, প্রথম দিনের খেলার শেষে পূজারা ও মায়াঙ্ককে বেশ কিছু সময় একসাথে দেখা যায় ৷ BCCI-এর তরফে সেই ভিডিয়ো টুইট করা হয় ৷ গত কয়েকদিন ধরে মায়াঙ্ক কী খাচ্ছেন সেকথা পূজারা জানতে চান ৷ মায়াঙ্ক উত্তরে বলেন, "নারকেলের চাটনি আর সাম্বার সহযোগে দক্ষিণ ভারতীয় ইডলি ৷" এছাড়া, ভালো পারফরমেন্সের জন্য মানসিক দৃঢ়তার গুরুত্বের কথাও বলেন মায়াঙ্ক ৷ তিনি আরও জানান, "পরপর শতরান করতে পারার সাফল্যে খুবই ভালো অনুভব করছি ৷" তাঁর এই সাফল্যের রহস্য পূজারা জানতে চাইলে তিনি বলেন, "প্রতিদিনের লম্বা দৌড়, মানসিক স্থিরতা, আর মাঠে সময় কাটানোটাই এই সাফল্য এনে দিয়েছে ৷"

Mamallapuram (Tamil Nadu), Oct 11 (ANI): Ahead of Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping's informal meeting, the security heightened in Tamil Nadu's Mamallapuram. All the decorations have also been set up. The town is all set to welcome Chinese President, Xi Jinping as he will arrive today to hold 2nd informal meeting with PM Modi. PM Modi in April 2018 visited China's Wuhan for 1st informal summit with President Xi
Last Updated : Oct 11, 2019, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.