ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত মাশরফি মোর্তাজ়া - Mashrafe Mortaza

বাংলাদেশের আর এক প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনি বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক তামিম ইকবালের দাদা ৷ এবার মাশরফি মোর্তাজ়া কোরোনা পজ়িটিভ বলে জানা গেল ।

Bangladesh former cricketer tested COVID-19 positive
বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 20, 2020, 5:54 PM IST

ঢাকা, 20 জুন : কোরোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরফি মোর্তাজ়া । ঢাকায় নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি ।

মোর্তাজ়া নিজে এই নিয়ে কোনও বক্তব্য জানাননি । তবে তাঁর পরিবারের তরফে জানা গেছে, আজ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি নিজেরে বাড়িতে আইসোলেশনে রয়েছেন ।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের ভাই মোরসালিন বিন মোর্তাজ়া বলেন, কয়েকদিন ধরে তাঁর দাদা শরীর ভালো ছিল না । তাই তিনি কোরোনা পরীক্ষা করান । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, মোর্তাজ়ার পরিবারের কয়েকজন সদস্যের কোরোনা রিপোর্ট এর আগে পজ়িটিভ এসেছিল ।

মোর্তাজ়া বাংলাদেশের হয়ে 36টি টেস্ট এবং 220টি একদিনের ম্যাচ খেলেছেন । দেশের জার্সিতে 54টি T-20 ম্যাচ খেলেছেন 36 বছর বয়সি এই ক্রিকেটার । বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক তিনি ।

মোর্তাজ়ার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনি বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক তামিম ইকবালের দাদা ৷ গত সপ্তাহে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি কোরোনায় আক্রান্ত হন ।

ঢাকা, 20 জুন : কোরোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরফি মোর্তাজ়া । ঢাকায় নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি ।

মোর্তাজ়া নিজে এই নিয়ে কোনও বক্তব্য জানাননি । তবে তাঁর পরিবারের তরফে জানা গেছে, আজ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি নিজেরে বাড়িতে আইসোলেশনে রয়েছেন ।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের ভাই মোরসালিন বিন মোর্তাজ়া বলেন, কয়েকদিন ধরে তাঁর দাদা শরীর ভালো ছিল না । তাই তিনি কোরোনা পরীক্ষা করান । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, মোর্তাজ়ার পরিবারের কয়েকজন সদস্যের কোরোনা রিপোর্ট এর আগে পজ়িটিভ এসেছিল ।

মোর্তাজ়া বাংলাদেশের হয়ে 36টি টেস্ট এবং 220টি একদিনের ম্যাচ খেলেছেন । দেশের জার্সিতে 54টি T-20 ম্যাচ খেলেছেন 36 বছর বয়সি এই ক্রিকেটার । বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক তিনি ।

মোর্তাজ়ার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনি বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক তামিম ইকবালের দাদা ৷ গত সপ্তাহে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি কোরোনায় আক্রান্ত হন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.