সিডনি, 22 নভেম্বর : ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের বল গড়াতে এখনও দিন চারেক সময় রয়েছে ৷ মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে প্রায়ই অস্ট্রেলিয়ার প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের মুখে শোনা যাচ্ছে বিরাট কোহলির প্রশংসা ৷ প্রাক্তন অজ়ি অধিনায়ক অ্যালান বর্ডার নিজেকে বিরাটের "বিগ ফ্যান" বলেছেন ৷ এবার কোহলির স্তুতি শোনা গেল অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টোইনিসের মুখে ৷
ওয়ান ডে ও টি-20 সিরিজ় খেললেও টেস্ট সিরিজ়ে পুরোপুরিভাবে বিরাটকে পাবে না ভারতীয় দল ৷ অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন তিনি ৷ অজ়ি অলরাউন্ডার স্টোইনিস বলছেন, "বিরাটের অনুপস্থিতি নিয়ে এত লাফালাফির প্রয়োজন নেই ৷ কারণ যতটুকু সময় বিরাট পাবে নিজের 110 শতাংশ দেওয়ার চেষ্টা করবে ৷ প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দিতে চাইবে ৷"
IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সুবাদে বিরাটকে কাছ থেকে দেখেছেন অজ়ি স্পিনার অ্যাডাম জাম্পা ৷ ফলে 22 গজ় আর ড্রেসিংরুমে বিরাট কোহলিকে দু'রকমভাবে দেখেছেন তিনি ৷ ওয়ানডে সিরিজ়ের আগে জাম্পা বলেন, বাস্তব জীবনে বিরাট একেবারে ঠান্ডা মাথার মানুষ ৷ তাঁর ভাষায়, "দা মোস্ট চিলড গাই" ৷
অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জাম্পা বলেন, "আপনারা মাঠে যাকে দেখেন বিরাট একেবারেই ওরকম নন ৷ ও জিততে ভালোবাসে আর অন্যদের মতোই হারতে পছন্দ করে না ৷ ক্রিকেটের প্রতি ইন্টেনসিটিকে মাঠে নিয়ে আসে ৷ কিন্তু মাঠের বাইরে সেই মানুষটাই একেবারে আলাদা ৷ বাসে ইউটিউবে ভিডিয়ো দেখে জোরে হেসে ওঠে ৷ একটা মজাদার রান আউটের ক্লিপিংস দেখে টানা তিন সপ্তাহ ধরে হেসেছিল ৷ অন্যদের নিয়ে মজা করতেও ভালোবাসে ৷"