ETV Bharat / sports

"নতুন ইনিংস দেখার জন্য মুখিয়ে রয়েছি", সৌরভকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর - Sourav Ganguly being elected BCCI President

BCCI-র মসনদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ৷ আজ তা স্পষ্ট হয়ে যাওয়ার পর টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুভেচ্ছাবার্তা দেন ৷

ফাইল ছবি
author img

By

Published : Oct 14, 2019, 1:13 PM IST

কলকাতা, 14 অক্টোবর : সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ BCCI-র মসনদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ৷ আজ তা স্পষ্ট হয়ে যাওয়ার পর টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "অবিসংবাদিতভাবে BCCI-এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন ৷ তোমার কাজের মেয়াদ সফলভাবে সম্পন্ন হোক ৷ সৌরভ তুমি দেশ ও বাংলার গর্ব ৷ CAB প্রেসিডেন্ট হিসেবে তুমি আমাদের গর্বিত করেছ ৷ তোমার নতুন ইনিংস দেখার জন্য মুখিয়ে রয়েছি ৷"

  • Heartiest congratulations to @SGanguly99 for being unanimously elected @BCCI President. Wish you all the best for your term. You have made India and #Bangla proud. We were proud of your tenure as CAB President. Looking forward to a great new innings.

    — Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

BCCI-র শীর্ষে কে থাকবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল ৷ লড়াইটা ছিল সৌরভ ও ব্রিজেশ প্যাটেলের মধ্যে ৷ গতরাতে মুম্বইয়ের বৈঠক থেকে জল্পনা ছড়ায়, সৌরভ নয়, BCCI-র নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন ব্রিজেশ প্যাটেল ৷ কিন্তু, কিছুক্ষণ পরই 180 ডিগ্রি মোড় নেয় সেই নাটক ৷ জানা যায়, ব্রিজেশ নয়, সৌরভই বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট সংস্থার সর্বময় কর্তা হিসাবে ৷ এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ হবেন নতুন সেক্রেটারি ৷ অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল কোষাধ্যক্ষের পদে বসতে চলেছেন বলে খবর ৷

কলকাতা, 14 অক্টোবর : সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ BCCI-র মসনদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ৷ আজ তা স্পষ্ট হয়ে যাওয়ার পর টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "অবিসংবাদিতভাবে BCCI-এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন ৷ তোমার কাজের মেয়াদ সফলভাবে সম্পন্ন হোক ৷ সৌরভ তুমি দেশ ও বাংলার গর্ব ৷ CAB প্রেসিডেন্ট হিসেবে তুমি আমাদের গর্বিত করেছ ৷ তোমার নতুন ইনিংস দেখার জন্য মুখিয়ে রয়েছি ৷"

  • Heartiest congratulations to @SGanguly99 for being unanimously elected @BCCI President. Wish you all the best for your term. You have made India and #Bangla proud. We were proud of your tenure as CAB President. Looking forward to a great new innings.

    — Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

BCCI-র শীর্ষে কে থাকবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল ৷ লড়াইটা ছিল সৌরভ ও ব্রিজেশ প্যাটেলের মধ্যে ৷ গতরাতে মুম্বইয়ের বৈঠক থেকে জল্পনা ছড়ায়, সৌরভ নয়, BCCI-র নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন ব্রিজেশ প্যাটেল ৷ কিন্তু, কিছুক্ষণ পরই 180 ডিগ্রি মোড় নেয় সেই নাটক ৷ জানা যায়, ব্রিজেশ নয়, সৌরভই বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট সংস্থার সর্বময় কর্তা হিসাবে ৷ এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ হবেন নতুন সেক্রেটারি ৷ অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল কোষাধ্যক্ষের পদে বসতে চলেছেন বলে খবর ৷

Asansol (West Bengal), Oct 14 (ANI): Three people have been trapped in a coal mine in Kulti on Oct 13. Rescue operation is underway. The incident occurred on Oct 13 late at night when four people tried to dig the mine illegally, of which three got trapped in it.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.