ETV Bharat / sports

"ক্রীড়াক্ষেত্রে আপনার অবদান বিপুল", সৌরভকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jul 8, 2020, 2:08 PM IST

টুইটে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

"ক্রীড়াক্ষেত্রে আপনার অবদান বিপুল", সৌরভকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
"ক্রীড়াক্ষেত্রে আপনার অবদান বিপুল", সৌরভকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 8 জুলাই: দাদার জন্মদিনে দিদির শুভেচ্ছা ৷ আজ 48 বছরে পা দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখলেন, ভারতীয় ক্রীড়া জগতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অপরিসীম ৷

বুধবার সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ ৷ একসময় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সৌরভের জনপ্রিয়তা অপরিসীম ৷ তাই সাধারণ অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্বরা ছাড়াও রাজনৈতিক জগতের মানুষরাও শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁকে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, "সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান । সুস্থ থাকুন, ভালো থাকুন ।"

  • Greetings @SGanguly99 on your birthday! Your contribution to field of sports in India has been immense. Praying for your good health & wish you the best for your endeavours.

    সৌরভ গাঙ্গুলীকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান।সুস্থ থাকুন, ভালো থাকুন।

    — Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সারা দেশের কাছে তিনি দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান BCCI প্রেসিডেন্ট ৷ কিন্তু এ রাজ্যের মানুষের কাছে তিনি মহারাজ, বাংলার দাদা ৷ বাইশ গজ ছাড়া ক্রিকেট প্রশাসক হিসেবেও সৌরভের সাফল্য ঈর্ষণীয় ৷

কলকাতা, 8 জুলাই: দাদার জন্মদিনে দিদির শুভেচ্ছা ৷ আজ 48 বছরে পা দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লিখলেন, ভারতীয় ক্রীড়া জগতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অপরিসীম ৷

বুধবার সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ ৷ একসময় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সৌরভের জনপ্রিয়তা অপরিসীম ৷ তাই সাধারণ অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্বরা ছাড়াও রাজনৈতিক জগতের মানুষরাও শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁকে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, "সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান । সুস্থ থাকুন, ভালো থাকুন ।"

  • Greetings @SGanguly99 on your birthday! Your contribution to field of sports in India has been immense. Praying for your good health & wish you the best for your endeavours.

    সৌরভ গাঙ্গুলীকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান।সুস্থ থাকুন, ভালো থাকুন।

    — Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সারা দেশের কাছে তিনি দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান BCCI প্রেসিডেন্ট ৷ কিন্তু এ রাজ্যের মানুষের কাছে তিনি মহারাজ, বাংলার দাদা ৷ বাইশ গজ ছাড়া ক্রিকেট প্রশাসক হিসেবেও সৌরভের সাফল্য ঈর্ষণীয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.