- সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়
লাইভ আপডেট : ট্রিপিল ভেসেল ডিজ়িজ়ে ভুগছেন সৌরভ, কথা বললেন সানার সঙ্গে - লাইভ আপডেট : হাসপাতালে সৌরভ
17:33 January 02
17:27 January 02
- সৌরভকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
17:19 January 02
- সৌরভকে দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম
16:51 January 02
- ট্রিপিল ভেসেল ডিজ়িজে ভুগছেন সৌরভ
- 5 চিকিৎসকের তত্বাধানে চলছে সৌরভের চিকিৎসা
- আপাতত বাইপাস সার্জারি হচ্ছে না
- আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে সৌরভকে
- চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌরভ
- আপাতত হালকা খাবার দেওয়া হয়েছে
- সানার সঙ্গে কথা বললেন সৌরভ
- রক্তচাপ সহ অনান্য প্যারামিটার স্বাভাবিক
16:35 January 02
- স্টেন্ট বসানোর পর সৌরভকে কেবিনে রাখা হয়েছে
16:12 January 02
- সৌরভের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গেছে
- একটি সারাতে আজ অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে
- সোমবার বাকি দুটি ব্লকেজ সারাতে অ্যাঞ্জিওপ্লাস্ট করা হবে
16:02 January 02
- আপাতত স্থিতিশীল সৌরভ
- বসানো হয়েছে স্টেন্ট
15:40 January 02
- ইকো কার্ডিওগ্রাম করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের
15:33 January 02
- এমারজেন্সি অবজ়ারভেশনে রাখা হয়েছে মহারাজকে
- হাসপাতালে সৌরভের সঙ্গে দেখা করলেন লক্ষ্ণাীরতন শুক্লা
15:27 January 02
- ডঃ সরোজ খানের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷
- অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হতে পারে সৌরভের
- স্টেন্ট বসানো হল
- ইতিমধ্যেই বেশ কয়েকবার করা হয়েছে ইসিজি ।
15:14 January 02
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । আইসিইউ-তে ভরতি করা হয়েছে বিসিসিআই প্রেসিডেন্টকে । হাসপাতালে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যরা । দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
- ইসিজি করার পর দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি ৷
- ক্যাথ ল্যাবে ঢোকানো হয়েছে সৌরভকে ৷
17:33 January 02
- সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়
17:27 January 02
- সৌরভকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
17:19 January 02
- সৌরভকে দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম
16:51 January 02
- ট্রিপিল ভেসেল ডিজ়িজে ভুগছেন সৌরভ
- 5 চিকিৎসকের তত্বাধানে চলছে সৌরভের চিকিৎসা
- আপাতত বাইপাস সার্জারি হচ্ছে না
- আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে সৌরভকে
- চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌরভ
- আপাতত হালকা খাবার দেওয়া হয়েছে
- সানার সঙ্গে কথা বললেন সৌরভ
- রক্তচাপ সহ অনান্য প্যারামিটার স্বাভাবিক
16:35 January 02
- স্টেন্ট বসানোর পর সৌরভকে কেবিনে রাখা হয়েছে
16:12 January 02
- সৌরভের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গেছে
- একটি সারাতে আজ অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে
- সোমবার বাকি দুটি ব্লকেজ সারাতে অ্যাঞ্জিওপ্লাস্ট করা হবে
16:02 January 02
- আপাতত স্থিতিশীল সৌরভ
- বসানো হয়েছে স্টেন্ট
15:40 January 02
- ইকো কার্ডিওগ্রাম করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের
15:33 January 02
- এমারজেন্সি অবজ়ারভেশনে রাখা হয়েছে মহারাজকে
- হাসপাতালে সৌরভের সঙ্গে দেখা করলেন লক্ষ্ণাীরতন শুক্লা
15:27 January 02
- ডঃ সরোজ খানের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷
- অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হতে পারে সৌরভের
- স্টেন্ট বসানো হল
- ইতিমধ্যেই বেশ কয়েকবার করা হয়েছে ইসিজি ।
15:14 January 02
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । আইসিইউ-তে ভরতি করা হয়েছে বিসিসিআই প্রেসিডেন্টকে । হাসপাতালে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যরা । দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
- ইসিজি করার পর দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি ৷
- ক্যাথ ল্যাবে ঢোকানো হয়েছে সৌরভকে ৷