ETV Bharat / sports

বিরাট বর্তমানের সেরা, সচিন সর্বকালের : লারা - world cup

রান মেশিন বিরাটকে সেরা বললেও বন্ধু সচিনই যে তাঁর কাছে সর্বকালের সেরা, তা বুঝিয়ে দিলেন লারা ।

বিরাট বর্তমানের সেরা, সচিন সর্বকালের : লারা
author img

By

Published : Jul 5, 2019, 9:20 AM IST

মুম্বই, 5 জুলাই : কদিন আগেই ওয়ানডে ক্রিকেটে ছুঁয়েছেন 11 হাজার রানের মাইলফলক । লারা, সচিনকে পিছনে ফেলে হয়েছেন দ্রুততম 20 হাজার আন্তর্জাতিক রানের মালিক । এরপরই বিরাট কোহলিকে রান মেশিন বলে সম্বোধন করলেন ব্রায়ান লারা । তবে তাঁর মতে, সর্বকালের সেরা সচিনই ।

বন্ধু সচিনই যে তাঁর কাছে সর্বকালের সেরা, তা বুঝিয়ে দিলেন লারা
বন্ধু সচিনই যে তাঁর কাছে সর্বকালের সেরা, তা বুঝিয়ে দিলেন লারা

এই বিশ্বকাপে এখনও সেঞ্চুরি আসেনি কোহলির ব্যাট থেকে । তবে পরপর পাঁচটা হাফ সেঞ্চুরি করেছেন । তাও বিরাটে মজে লারা । তিনি বলেন, "বিরাট হলেন রান মেশিন। কিন্তু সচিনই আমার প্রথম পছন্দ । বিরাটের সঙ্গে এখনকার বাকি ক্রিকেটারদের অনেক ফারাক রয়েছে । রোহিত বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু T-২০, ওয়ানডে ও টেস্টে ধারাবাহিক বিরাটই ।"

সচিনের প্রশংসা করে লারা বলেন, "উপমহাদেশের বাইরেও ভারতীয় ক্রিকেটাররা সফল । সেটাও সচিন তেন্ডুলকরের জন্যই। সচিন বিশ্বের সব পিচে সফল । আর এখনকার ভারতীয় ক্রিকেটাররা সচিনকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন ।"

মুম্বই, 5 জুলাই : কদিন আগেই ওয়ানডে ক্রিকেটে ছুঁয়েছেন 11 হাজার রানের মাইলফলক । লারা, সচিনকে পিছনে ফেলে হয়েছেন দ্রুততম 20 হাজার আন্তর্জাতিক রানের মালিক । এরপরই বিরাট কোহলিকে রান মেশিন বলে সম্বোধন করলেন ব্রায়ান লারা । তবে তাঁর মতে, সর্বকালের সেরা সচিনই ।

বন্ধু সচিনই যে তাঁর কাছে সর্বকালের সেরা, তা বুঝিয়ে দিলেন লারা
বন্ধু সচিনই যে তাঁর কাছে সর্বকালের সেরা, তা বুঝিয়ে দিলেন লারা

এই বিশ্বকাপে এখনও সেঞ্চুরি আসেনি কোহলির ব্যাট থেকে । তবে পরপর পাঁচটা হাফ সেঞ্চুরি করেছেন । তাও বিরাটে মজে লারা । তিনি বলেন, "বিরাট হলেন রান মেশিন। কিন্তু সচিনই আমার প্রথম পছন্দ । বিরাটের সঙ্গে এখনকার বাকি ক্রিকেটারদের অনেক ফারাক রয়েছে । রোহিত বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু T-২০, ওয়ানডে ও টেস্টে ধারাবাহিক বিরাটই ।"

সচিনের প্রশংসা করে লারা বলেন, "উপমহাদেশের বাইরেও ভারতীয় ক্রিকেটাররা সফল । সেটাও সচিন তেন্ডুলকরের জন্যই। সচিন বিশ্বের সব পিচে সফল । আর এখনকার ভারতীয় ক্রিকেটাররা সচিনকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন ।"

Moradabad (Uttar Pradesh), Jul 05 (ANI): Residents of UP's Moradabad are forced to use contaminated water. Residents of Budh Vihar Colony claim they they have been using contaminated water since two years. A resident said, "The supply water that comes from Municipal Corporation is very dirty, it's impossible to drink it. Due to poor quality of water we are suffering from various diseases."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.