ETV Bharat / sports

IPL 2020 : আজ দুবাইয়ে বেঙ্গালুরুর মুখোমুখি পঞ্জাব

IPL- এ দুটি দলের ইতিহাস অনেকটা একরকম । 12টি মরশুম ধরে ক্রোড়পতি লিগের ঝাঁ চকচকে ট্রফি দূর থেকেই দেখেছে তারা । ছুঁতে পারেনি ।

Ipl
Ipl
author img

By

Published : Sep 24, 2020, 1:01 PM IST

দুবাই, 24 সেপ্টেম্বর : জয়ের খুব কাছে পৌঁছেও প্রথম ম্যাতে জেতার সৌভাগ্য হয়নি কিংস ইলেভেন পঞ্জাবের । আর আজ তাদের প্রতিপক্ষ কিং কোহলির রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর । আগের ম্যাচ ভুলে চলতি IPL-এ প্রথম জয় পেতে আজ নামবে লোকেশ রাহুলরা । অন্যদিকে দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টে জয়ের ধারা বজায় রাখতে চায় কোহলি অ্যান্ড কোং ।

IPL- এ দুটি দলের ইতিহাস অনেকটা একরকম । 12 টি মরশুম ধরে ক্রোড়পতি লিগের ঝাঁ চকচকে ট্রফি দূর থেকেই দেখেছে তারা । ছুঁতে পারেনি । দুটি টিম মুখোমুখি হয়েছে 24 বার । দু'টি দলই জিতেছে 12 বার । এই পরিসংখ্যান স্বস্তিতে রাখছে দুই দলকেই ।

গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না ক্রিস গেইল । আজ কোহলিদের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রবল । সেক্ষেত্রে রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তিনি। ফলে তিনে নেমে যেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল । পঞ্জাব দলের এক্স ফ্যাক্টর মায়াঙ্ক দিল্লির বিরুদ্ধে 60 বলে 89 রানের ইনিংস খেলে প্রায় জিতিয়েই দিয়েছিলেন । মিডল অর্ডারে করুন নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল ও নিকোলাস পুরানদের মত বিগ হিটারদের দিকে নজর থাকবে । আজ সুযোগ পেতে পারেন জিমি নিশামও । দিল্লির বিরুদ্ধে 15 রান দিয়ে তিন উইকেট য়েছিলেন মহম্মদ শামি । কোহলিদের বিরুদ্ধে বল হাতে ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা অনুরাগীদের ।

হারের মুখ থেকে ফিরে এসেছে দল । তাই দুবাইয়ে কিংসের বিরুদ্ধে নামার আগে অনেকটাই উজ্জীবিত রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর । ওপেনিংয়ে থাকছেন অ্যারন ফিঞ্চ, দেবদূত পাড়িক্কাল । তবে কোহলির ব্যাটে রানের ফুলঝুরি দেখার অপেক্ষায় দর্শকরা । চোটের কারণে এই ম্যাচেও হয়ত পাওয়া যাবে না ক্রিস মরিসকে । হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মের ধারেকাছে ছিলেন না ডেল স্টেইন । অতিরিক্ত রান দেওয়ায় আজকের ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে । স্পিন বিভাগে দুবাইয়ের পিচে অস্ত্র হতে পারে যুজবেন্দ্র চহ্বাল ।

দুবাই, 24 সেপ্টেম্বর : জয়ের খুব কাছে পৌঁছেও প্রথম ম্যাতে জেতার সৌভাগ্য হয়নি কিংস ইলেভেন পঞ্জাবের । আর আজ তাদের প্রতিপক্ষ কিং কোহলির রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর । আগের ম্যাচ ভুলে চলতি IPL-এ প্রথম জয় পেতে আজ নামবে লোকেশ রাহুলরা । অন্যদিকে দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টে জয়ের ধারা বজায় রাখতে চায় কোহলি অ্যান্ড কোং ।

IPL- এ দুটি দলের ইতিহাস অনেকটা একরকম । 12 টি মরশুম ধরে ক্রোড়পতি লিগের ঝাঁ চকচকে ট্রফি দূর থেকেই দেখেছে তারা । ছুঁতে পারেনি । দুটি টিম মুখোমুখি হয়েছে 24 বার । দু'টি দলই জিতেছে 12 বার । এই পরিসংখ্যান স্বস্তিতে রাখছে দুই দলকেই ।

গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না ক্রিস গেইল । আজ কোহলিদের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রবল । সেক্ষেত্রে রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তিনি। ফলে তিনে নেমে যেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল । পঞ্জাব দলের এক্স ফ্যাক্টর মায়াঙ্ক দিল্লির বিরুদ্ধে 60 বলে 89 রানের ইনিংস খেলে প্রায় জিতিয়েই দিয়েছিলেন । মিডল অর্ডারে করুন নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল ও নিকোলাস পুরানদের মত বিগ হিটারদের দিকে নজর থাকবে । আজ সুযোগ পেতে পারেন জিমি নিশামও । দিল্লির বিরুদ্ধে 15 রান দিয়ে তিন উইকেট য়েছিলেন মহম্মদ শামি । কোহলিদের বিরুদ্ধে বল হাতে ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা অনুরাগীদের ।

হারের মুখ থেকে ফিরে এসেছে দল । তাই দুবাইয়ে কিংসের বিরুদ্ধে নামার আগে অনেকটাই উজ্জীবিত রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর । ওপেনিংয়ে থাকছেন অ্যারন ফিঞ্চ, দেবদূত পাড়িক্কাল । তবে কোহলির ব্যাটে রানের ফুলঝুরি দেখার অপেক্ষায় দর্শকরা । চোটের কারণে এই ম্যাচেও হয়ত পাওয়া যাবে না ক্রিস মরিসকে । হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মের ধারেকাছে ছিলেন না ডেল স্টেইন । অতিরিক্ত রান দেওয়ায় আজকের ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে । স্পিন বিভাগে দুবাইয়ের পিচে অস্ত্র হতে পারে যুজবেন্দ্র চহ্বাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.