ETV Bharat / sports

ইনিংসে 10, কুম্বলের পাক-বধের 22 বছর

author img

By

Published : Feb 7, 2021, 11:20 AM IST

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক গর্বের দিন 7 ফেব্রুয়ারি ৷ ঐতিহাসিক এই দিনেই কুম্বলের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল পাকিস্তান দল । ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বোলার হিসাবে এক ইনিংসে 10 উইকেট তুলে নিয়েছিলেন জাম্বো।

kumble
kumble

দিল্লি, 7 ফেব্রুয়ারি : আজ থেকে ঠিক 22 বছর আগের কথা । আজকের দিনেই ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে । ঐতিহাসিক সেই দিনটির স্মরণে নিজেদের টুইটার পেজে একটি ভিডিয়ো আপলোড করেছে বিসিসিআই। এর আগে ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকার এই কৃতিত্ব অর্জন করেছিলেন । ক্রিকেট ইতিহাসে জিমই প্রথম বোলার যিনি একটি ইনিংসে 10 উইকেট তুলে নিয়েছিলেন ।

#OnThisDay in 1999, #TeamIndia spin legend @anilkumble1074 became the first Indian bowler and second overall to scalp all the 10 wickets in a Test innings. 👏👏

Watch that fantastic bowling display 🎥👇 pic.twitter.com/OvanaqP4nU

— BCCI (@BCCI) February 7, 2021

1999 সালের, 7 ফেব্রুয়ারি। দিল্লির ফিরোজ় শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন 'জাম্বো' ওরফে কুম্বলে । দুই ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ভারত পাকিস্তানের সামনে 420 রানের লক্ষ্যমাত্রা রাখে । জবাবে পাকিস্তান শুরুটা বেশ ভালোই করেছিল । প্রথম উইটেকে শাহিদ আনোয়ার এবং আফ্রিদি 101 রান যোগ করেন । কুম্বলের হাতে বল তুলে দেন অধিনায়ক আজ়হারউদ্দিন । এরপরই ঘুরতে শুরু করে ম্যাচ । 25 নম্বর ওভারে পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন কুম্বলে। আউট করেন 41 রানে ব্যাট করা আফ্রিদিকে । এরপর একের পর এক উইকেট তুলে নেন। একসময় এমন অবস্থা দাঁড়ায় 101 রানে প্রথম উইকেট হারানোর পর 128 রানে 6 উইকেট খুইয়ে ফেলে পাক শিবির। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন কুম্বলে । পুরো পাকিস্তান দলকে একার ঘূর্ণিতেই সাজঘরে ফেরান তিনি । 61 তম ওভারে ওয়াসিম আক্রমকে আউট করে নিজের দশম উইকেটটি তুলে নেন কুম্বলে । কুম্বলের এই ঐতিহাসিক পারফরমেন্সের দৌলতে 212 রানে জয়লাভ করে ভারত । 26.3 ওভার বল করে 74 রানের বিনিময় কুম্বলে তুলে নেন 10 টি উইকেট ।

স্মরণীয় ম্যাচের বল হাতে কুম্বলে
স্মরণীয় ম্যাচের বল হাতে কুম্বলে

বলা হয়, ভাঙা পিচে, নির্দিষ্ট একটি স্পটে বল রেখে 10 উইকেট তুলে নিয়েছিলেন কুম্বলে। 2008 সালে যখন কুম্বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তাঁর ঝুলিতে তখন টেস্ট ক্রিকেটে 619 উইকেট । টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক । 800 উইকেট নিয়ে শ্রীলঙ্কার কিংবদন্তী মুরলীধরন প্রথম স্থানে এবং অজ়ি লেগস্পিনার শেন ওয়ার্ন 708 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এই তালিকায় ।

kumble
কিংবদন্তীর বিদায়বেলায়...

দিল্লি, 7 ফেব্রুয়ারি : আজ থেকে ঠিক 22 বছর আগের কথা । আজকের দিনেই ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে । ঐতিহাসিক সেই দিনটির স্মরণে নিজেদের টুইটার পেজে একটি ভিডিয়ো আপলোড করেছে বিসিসিআই। এর আগে ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকার এই কৃতিত্ব অর্জন করেছিলেন । ক্রিকেট ইতিহাসে জিমই প্রথম বোলার যিনি একটি ইনিংসে 10 উইকেট তুলে নিয়েছিলেন ।

1999 সালের, 7 ফেব্রুয়ারি। দিল্লির ফিরোজ় শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন 'জাম্বো' ওরফে কুম্বলে । দুই ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ভারত পাকিস্তানের সামনে 420 রানের লক্ষ্যমাত্রা রাখে । জবাবে পাকিস্তান শুরুটা বেশ ভালোই করেছিল । প্রথম উইটেকে শাহিদ আনোয়ার এবং আফ্রিদি 101 রান যোগ করেন । কুম্বলের হাতে বল তুলে দেন অধিনায়ক আজ়হারউদ্দিন । এরপরই ঘুরতে শুরু করে ম্যাচ । 25 নম্বর ওভারে পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন কুম্বলে। আউট করেন 41 রানে ব্যাট করা আফ্রিদিকে । এরপর একের পর এক উইকেট তুলে নেন। একসময় এমন অবস্থা দাঁড়ায় 101 রানে প্রথম উইকেট হারানোর পর 128 রানে 6 উইকেট খুইয়ে ফেলে পাক শিবির। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন কুম্বলে । পুরো পাকিস্তান দলকে একার ঘূর্ণিতেই সাজঘরে ফেরান তিনি । 61 তম ওভারে ওয়াসিম আক্রমকে আউট করে নিজের দশম উইকেটটি তুলে নেন কুম্বলে । কুম্বলের এই ঐতিহাসিক পারফরমেন্সের দৌলতে 212 রানে জয়লাভ করে ভারত । 26.3 ওভার বল করে 74 রানের বিনিময় কুম্বলে তুলে নেন 10 টি উইকেট ।

স্মরণীয় ম্যাচের বল হাতে কুম্বলে
স্মরণীয় ম্যাচের বল হাতে কুম্বলে

বলা হয়, ভাঙা পিচে, নির্দিষ্ট একটি স্পটে বল রেখে 10 উইকেট তুলে নিয়েছিলেন কুম্বলে। 2008 সালে যখন কুম্বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তাঁর ঝুলিতে তখন টেস্ট ক্রিকেটে 619 উইকেট । টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক । 800 উইকেট নিয়ে শ্রীলঙ্কার কিংবদন্তী মুরলীধরন প্রথম স্থানে এবং অজ়ি লেগস্পিনার শেন ওয়ার্ন 708 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এই তালিকায় ।

kumble
কিংবদন্তীর বিদায়বেলায়...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.