দিল্লি, 7 ফেব্রুয়ারি : আজ থেকে ঠিক 22 বছর আগের কথা । আজকের দিনেই ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে । ঐতিহাসিক সেই দিনটির স্মরণে নিজেদের টুইটার পেজে একটি ভিডিয়ো আপলোড করেছে বিসিসিআই। এর আগে ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকার এই কৃতিত্ব অর্জন করেছিলেন । ক্রিকেট ইতিহাসে জিমই প্রথম বোলার যিনি একটি ইনিংসে 10 উইকেট তুলে নিয়েছিলেন ।
-
#OnThisDay in 1999, #TeamIndia spin legend @anilkumble1074 became the first Indian bowler and second overall to scalp all the 10 wickets in a Test innings. 👏👏
— BCCI (@BCCI) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch that fantastic bowling display 🎥👇 pic.twitter.com/OvanaqP4nU
">#OnThisDay in 1999, #TeamIndia spin legend @anilkumble1074 became the first Indian bowler and second overall to scalp all the 10 wickets in a Test innings. 👏👏
— BCCI (@BCCI) February 7, 2021
Watch that fantastic bowling display 🎥👇 pic.twitter.com/OvanaqP4nU#OnThisDay in 1999, #TeamIndia spin legend @anilkumble1074 became the first Indian bowler and second overall to scalp all the 10 wickets in a Test innings. 👏👏
— BCCI (@BCCI) February 7, 2021
Watch that fantastic bowling display 🎥👇 pic.twitter.com/OvanaqP4nU
1999 সালের, 7 ফেব্রুয়ারি। দিল্লির ফিরোজ় শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন 'জাম্বো' ওরফে কুম্বলে । দুই ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ভারত পাকিস্তানের সামনে 420 রানের লক্ষ্যমাত্রা রাখে । জবাবে পাকিস্তান শুরুটা বেশ ভালোই করেছিল । প্রথম উইটেকে শাহিদ আনোয়ার এবং আফ্রিদি 101 রান যোগ করেন । কুম্বলের হাতে বল তুলে দেন অধিনায়ক আজ়হারউদ্দিন । এরপরই ঘুরতে শুরু করে ম্যাচ । 25 নম্বর ওভারে পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন কুম্বলে। আউট করেন 41 রানে ব্যাট করা আফ্রিদিকে । এরপর একের পর এক উইকেট তুলে নেন। একসময় এমন অবস্থা দাঁড়ায় 101 রানে প্রথম উইকেট হারানোর পর 128 রানে 6 উইকেট খুইয়ে ফেলে পাক শিবির। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন কুম্বলে । পুরো পাকিস্তান দলকে একার ঘূর্ণিতেই সাজঘরে ফেরান তিনি । 61 তম ওভারে ওয়াসিম আক্রমকে আউট করে নিজের দশম উইকেটটি তুলে নেন কুম্বলে । কুম্বলের এই ঐতিহাসিক পারফরমেন্সের দৌলতে 212 রানে জয়লাভ করে ভারত । 26.3 ওভার বল করে 74 রানের বিনিময় কুম্বলে তুলে নেন 10 টি উইকেট ।
বলা হয়, ভাঙা পিচে, নির্দিষ্ট একটি স্পটে বল রেখে 10 উইকেট তুলে নিয়েছিলেন কুম্বলে। 2008 সালে যখন কুম্বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তাঁর ঝুলিতে তখন টেস্ট ক্রিকেটে 619 উইকেট । টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক । 800 উইকেট নিয়ে শ্রীলঙ্কার কিংবদন্তী মুরলীধরন প্রথম স্থানে এবং অজ়ি লেগস্পিনার শেন ওয়ার্ন 708 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এই তালিকায় ।