ETV Bharat / sports

কুলদীপকে প্রথম একাদশে রাখার পক্ষে সওয়াল ইরফানের - কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখার পক্ষে সওয়াল

পাঠান বলেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে কুলদীপের অবশ্যই জায়গা পাওয়া উচিত ৷ তিনি ইউনিক বোলার ৷"

Kuldeep Yadav Should Play Against England Says Irfan Pathan
কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখার পক্ষে সওয়াল ইরফান পাঠানের
author img

By

Published : Feb 2, 2021, 1:39 PM IST

চেন্নাই, 2 ফেব্রুয়ারি : বাঁ হাতি চায়নাম্যান রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলানোর পক্ষে সওয়াল করলেন ইরফান পাঠান ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ৷ কুলদীপের প্রথম একাদশে থাকা নিয়ে তিনি বলেন, ‘‘আপনি সবসময় একজন বাঁ হাতি রিস্ট স্পিনারকে দলে পাবেন না ৷’’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে থাকলেও চার টেস্টের কোনও ম্যাচেই কুলদীপকে খেলানো হয়নি ৷ ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কুলদীপকে খেলানো নিয়ে ইরফান পাঠান ছাড়াও বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সওয়াল করেছেন ৷ সেই একই দাবি জানিয়ে পাঠান বলেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে কুলদীপের অবশ্যই জায়গা পাওয়া উচিত ৷ তিনি ইউনিক বোলার ৷ এটা টিম ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ যে, তারা কীভাবে একজন বেঞ্চে বসে থাকা প্লেয়ারের মনোসংযোগ ধরে রাখবে ৷ আমি নিশ্চিত এ নিয়ে ভারতীয় দল ভালোভাবেই কাজ করছে এবং তার ফলেই দলে আসা নতুন একজন খেলোয়াড় ভালো পারফর্ম করছেন ৷’’

আরও পড়ুন : কোহলির সামনে ক্যাপ্টেন কুল-এর রেকর্ড ভাঙার হাতছানি

তিনি আরও বলেন,‘‘আমি নিশ্চিত টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদবকে সাপোর্ট করছে কারণ তিনি একজন অসাধারণ প্রতিভা ৷ আপনি রোজ একজন বাঁ হাতি রিস্ট স্পিনারকে দলে পাবেন না ।’’ বলেন, কুলদীপের এই মুহূর্তে 25-26 বছর বয়স ৷ এই সময়ই একজন ক্রিকেটারের মধ্যে পরিণতবোধ আসে ৷ আর যখন প্রথম ও দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পাবেন, তখনই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন কুলদীপ যাদব ৷

চেন্নাই, 2 ফেব্রুয়ারি : বাঁ হাতি চায়নাম্যান রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলানোর পক্ষে সওয়াল করলেন ইরফান পাঠান ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ৷ কুলদীপের প্রথম একাদশে থাকা নিয়ে তিনি বলেন, ‘‘আপনি সবসময় একজন বাঁ হাতি রিস্ট স্পিনারকে দলে পাবেন না ৷’’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে থাকলেও চার টেস্টের কোনও ম্যাচেই কুলদীপকে খেলানো হয়নি ৷ ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কুলদীপকে খেলানো নিয়ে ইরফান পাঠান ছাড়াও বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সওয়াল করেছেন ৷ সেই একই দাবি জানিয়ে পাঠান বলেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে কুলদীপের অবশ্যই জায়গা পাওয়া উচিত ৷ তিনি ইউনিক বোলার ৷ এটা টিম ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ যে, তারা কীভাবে একজন বেঞ্চে বসে থাকা প্লেয়ারের মনোসংযোগ ধরে রাখবে ৷ আমি নিশ্চিত এ নিয়ে ভারতীয় দল ভালোভাবেই কাজ করছে এবং তার ফলেই দলে আসা নতুন একজন খেলোয়াড় ভালো পারফর্ম করছেন ৷’’

আরও পড়ুন : কোহলির সামনে ক্যাপ্টেন কুল-এর রেকর্ড ভাঙার হাতছানি

তিনি আরও বলেন,‘‘আমি নিশ্চিত টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদবকে সাপোর্ট করছে কারণ তিনি একজন অসাধারণ প্রতিভা ৷ আপনি রোজ একজন বাঁ হাতি রিস্ট স্পিনারকে দলে পাবেন না ।’’ বলেন, কুলদীপের এই মুহূর্তে 25-26 বছর বয়স ৷ এই সময়ই একজন ক্রিকেটারের মধ্যে পরিণতবোধ আসে ৷ আর যখন প্রথম ও দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পাবেন, তখনই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন কুলদীপ যাদব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.