ETV Bharat / sports

ফিরোজ় শাহ কোটলা হল অরুণ জেটলি স্টেডিয়াম - cricket

জেটলির মৃত্যুর তিনদিনের মধ্যেই ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নেয় DDCA (দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন) ৷

ফিরোজ় শাহ কোটলা হল অরুণ জেটলি স্টেডিয়াম
author img

By

Published : Sep 12, 2019, 7:58 PM IST

দিল্লি, 12 সেপ্টেম্বর : দিল্লির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ফিরোজ় শাহ কোটলার নাম পালটে রাখা হল অরুণ জেটলি স্টেডিয়াম ৷ জেটলির মৃত্যুর তিনদিনের মধ্যেই ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নেয় DDCA (দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন) ৷ BJP নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি DDCA-র সভাপতি ছিলেন । আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয় ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা । অনুষ্ঠানে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হয় ভারত অধিনায়কের নামে ৷

DDCA সভাপতি রজত শর্মা বলেন, "অরুণ জেটলির সমর্থন ও অনুপ্রেরণায় বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্থের পাশাপাশি দিল্লির আরও অনেক ক্রিকেটার দেশকে গর্বিত করেছেন ৷ তাই তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত । DDCA সভাপতি থাকাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামটির পরিকাঠামোর অনেক উন্নতি করেন ৷ ফলে আজ এটি দেশের অন্যতম সেরা স্টেডিয়াম ৷ "

দিল্লি, 12 সেপ্টেম্বর : দিল্লির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ফিরোজ় শাহ কোটলার নাম পালটে রাখা হল অরুণ জেটলি স্টেডিয়াম ৷ জেটলির মৃত্যুর তিনদিনের মধ্যেই ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নেয় DDCA (দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন) ৷ BJP নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি DDCA-র সভাপতি ছিলেন । আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয় ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা । অনুষ্ঠানে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হয় ভারত অধিনায়কের নামে ৷

DDCA সভাপতি রজত শর্মা বলেন, "অরুণ জেটলির সমর্থন ও অনুপ্রেরণায় বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্থের পাশাপাশি দিল্লির আরও অনেক ক্রিকেটার দেশকে গর্বিত করেছেন ৷ তাই তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত । DDCA সভাপতি থাকাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামটির পরিকাঠামোর অনেক উন্নতি করেন ৷ ফলে আজ এটি দেশের অন্যতম সেরা স্টেডিয়াম ৷ "

New Delhi, 12 september,(ANI): Delhi Police Commissioner Amulya Patnaik inaugurated an online interactive kiosk on the forecourt of T-2 terminal at the IGI Airport to provide round-the-clock police assistance to flyers. Interactive Panel is having all online citizen services provided by Delhi Police at Terminal-2. The interactive panel aims of this kiosk is to provide better police-related services at one point without requiring the public to search and go to the police station and thereby, saving vital time of the passengers. This interactive panel installed at Arrival Forecourt of T-2, IGI Airport is having the online citizen services provided by Delhi Police like Lost and Found Report, Missing Report, Registration of e-FIR, Police Clearance Certificate, Lodging of complaints, Character Verification Report, MV Theft e-FIR, Missing or Stolen Mobile Phone and Theft e-FIR. This hi-tech police facilitation kiosk is manned by dedicated police facilitation officers round-the-clock for assistance.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.