দিল্লি, 12 সেপ্টেম্বর : দিল্লির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ফিরোজ় শাহ কোটলার নাম পালটে রাখা হল অরুণ জেটলি স্টেডিয়াম ৷ জেটলির মৃত্যুর তিনদিনের মধ্যেই ফিরোজ় শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নেয় DDCA (দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন) ৷ BJP নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি DDCA-র সভাপতি ছিলেন । আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয় ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা । অনুষ্ঠানে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হয় ভারত অধিনায়কের নামে ৷
-
Delhi: A pavilion stand of the Arun Jaitley Stadium has been named after Virat Kohli. pic.twitter.com/V8OFzvTJCz
— ANI (@ANI) September 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: A pavilion stand of the Arun Jaitley Stadium has been named after Virat Kohli. pic.twitter.com/V8OFzvTJCz
— ANI (@ANI) September 12, 2019Delhi: A pavilion stand of the Arun Jaitley Stadium has been named after Virat Kohli. pic.twitter.com/V8OFzvTJCz
— ANI (@ANI) September 12, 2019
DDCA সভাপতি রজত শর্মা বলেন, "অরুণ জেটলির সমর্থন ও অনুপ্রেরণায় বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা, ঋষভ পন্থের পাশাপাশি দিল্লির আরও অনেক ক্রিকেটার দেশকে গর্বিত করেছেন ৷ তাই তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত । DDCA সভাপতি থাকাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামটির পরিকাঠামোর অনেক উন্নতি করেন ৷ ফলে আজ এটি দেশের অন্যতম সেরা স্টেডিয়াম ৷ "