আবু ধাবি, 10 অক্টোবর : শনিবাসরীয় IPL-এ ফের ডাবল হেডার ৷ দুটো ম্যাচই IPL-এর সবচেয়ে চর্চিত ম্যাচ ৷ একদিকে দুপুরে আবু ধাবির গরমে উত্তেজনা বাড়বে বীর-জারার লড়াই ৷ অন্যদিকে রাতের দুবাই সাক্ষী থাকবে কোহলি-ধোনি দ্বৈরথে ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ দুপুরে চলতি IPL-এ দ্বিতীয় জয়ের খোঁজে নামছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ রাতের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ৷
বীর-জারার লড়াই ৷ IPL-এর বহুল প্রচলিত কথা ৷ KKR ও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হলেই জনপ্রিয় হিন্দি সিনেমা বীর জারার কথা চলেই আসে ৷ শাহরুখ খান ও প্রীতি জিন্টা । যদিও দুই বলিউড তারকার টিমের লড়াই ছাড়িয়ে আজ 22 গজে যেন ঘুরে দাঁড়ানোর সংগ্রাম ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় এসে দাঁড়িয়েছে কিংসরা ৷ দলে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি ৷ ব্যাটিং ব্রিগেড ঈর্ষণীয় ৷ কোচিং টিমে ক্রিকেট বিশ্বের তাবড় তাবড় মুখ ৷ তবুও সুবিধে করতে পারছে না লোকেশ রাহুলের নেতৃত্বাধীন টিম ৷ তবে লাগাতার হার দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে ভালোই ৷ গত ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে রাহুল-ময়ঙ্কের ওপেনিং জুটি ৷ ধারাবাহিকভাবে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল ৷ ছন্নছড়া বোলিং ৷ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরে পয়েন্ট টেবিলের একদম নিচে ৷ কলকাতার বিরুদ্ধে আজ "জিততেই হবে" মনোভাব নিয়েই নামবে প্রীতি জিন্টার দল ৷
সপ্তাহের শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতে কিছুটা জমি পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ ধোনিদের হারালেও অনেক জায়গায় প্রশ্ন রয়ে গেছে ৷ ব্যাটিং বিভাগের ব্যর্থতার দিন একমাত্র উজ্জ্বল ছিলেন রাহুল ত্রিপাঠী ৷ ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, শুভমন গিলদের ভিড়ে ম্যাচ জেতানো অর্ধশতরান হাঁকিয়ে অখ্যাত রাহুলই হন নায়ক ৷ পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম চারে KKR ৷ তবে ওপেনিংয়ে রাহুলকে পাওয়ায় পঞ্জাবের বিরুদ্ধে কিছুটা স্বস্তিতে থাকবেন অধিনায়ক দীনেশ কার্তিক ৷ KKR-এর প্রথম একাদশে পরিবর্তনের আশা নেই ৷ তবে ক্রিস গেইলকে নামিয়ে চমক দিতে পারে পঞ্জাব শিবির ৷
আজ নাইট আকাশে গেইল ঝড় উঠবে কি না তা টসের পরই জানা যাবে ৷ এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি আন্দ্রে রাসেলকে ৷ যদিও গেইল ঝড় উঠলে নাইট সমর্থকরা চাইবেন ব্যাটে জবাব দিক রাসেল ৷ তাই দ্রে রাসের কাছে আজ বড় পরীক্ষা ৷ আর আবু ধাবির মাঠে দুই ক্যারিবিয়ানেরই ব্যাট চললে দর্শকদের জন্য হবে সোনায় সোহাগা ৷
দুপুরের চড়া রোদে খেলা ৷ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ৷ থাকবে আর্দ্রতাও ৷ শেখ জায়েদ স্টেডিয়ামে গরমই সবচেয়ে বড় প্রতিপক্ষ ৷