ETV Bharat / sports

ধোনিকে টপকালেন বিরাট

মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি  ৷

বিরাট কোহলি
author img

By

Published : Sep 3, 2019, 3:18 AM IST

Updated : Sep 3, 2019, 7:58 AM IST

কিংসটন, 3 সেপ্টেম্বর : একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন বিরাট কোহলি ৷ সে ব্যাটসম্যান হিসেবে হোক বা অধিনায়ক হিসেবে ৷ আর সেই তালিকায় নতুন সংযোজন, অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট জয় ৷ ওয়েস্ট ইন্ডিজ়কে দ্বিতীয় টেস্টে হারানোর পরই অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন তিনি ৷ জেতার হারেও ধোনির থেকে এগিয়ে বিরাট ৷

ক্যারিবিয়ান সফরের আগে অধিনায়ক হিসেবে 26 টেস্টে জয়ের মুখ দেখেছিলেন বিরাট ৷ আর ওয়েস্ট ইন্ডিজ়কে দুটি টেস্টে হারানোর পর অধিনায়ক হিসেবে তাঁর টেস্ট জয়ের সংখ্যা দাঁড়াল 28 ৷ অধিনায়ক হিসেবে 60 টেস্টের মধ্যে 27টিতে জিতেছিলেন ধোনি ৷ 12 টি টেস্ট কম খেলেই তাঁকে টপকে গেলেন বিরাট ৷ জেতার হারের নিরিখেও ভারতীয় টেস্ট অধিনায়কদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিনি ৷ জয়ের হার 58.33 শতাংশ ৷ তাঁর থেকে এগিয়ে রয়েছেন শুধুমাত্র রবি শাস্ত্রী ও ভিজিয়ানাগ্রাম ৷ তবে, তাঁরা দুজনে মিলে চারটি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৷

Virat Kohli
ট্রফি হাতে বিরাট

দেশের সফলতম টেস্ট অধিনায়ক হলেও তাতে ভেসে যেতে রাজি নন বিরাট ৷ বরং দলের সম্মিলিত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিলেন তিনি ৷ বলেন, "অধিনায়কত্ব (ক্যাপ্টেন্সি) শুধুমাত্র নামের আগে একটা সি (C) ৷ এটা দলের সম্মিলিত প্রচেষ্টা ৷ আর সেটাই গুরুত্বপূর্ণ ৷ আমাদের কাছে এটা শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু ৷ অতীতে কী ঘটেছে, তার কোনও প্রাসঙ্গিকতা নেই ৷"

Virat Kohli
দেশের সফলতম টেস্ট অধিনায়ক হলেও তাতে ভেসে যেতে চান না বিরাট

এর আগে, প্রথম টেস্ট জয়ের পর আরও একটি নজির গড়েছিলেন বিরাট ৷ অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সর্বাধিক টেস্ট জেতার নিরিখে সৌরভ গাঙ্গুলিকে টপকে গিয়েছিলেন তিনি ৷ দেশের বাইরে 28 টির মধ্যে 11 টেস্টে জিতেছিলেন অধিনায়ক সৌরভ ৷ দুটি টেস্ট কম খেলেই সৌরভকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি ৷

Virat Kohli
দলের সম্মিলিত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিলেন বিরাট

কিংসটন, 3 সেপ্টেম্বর : একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন বিরাট কোহলি ৷ সে ব্যাটসম্যান হিসেবে হোক বা অধিনায়ক হিসেবে ৷ আর সেই তালিকায় নতুন সংযোজন, অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট জয় ৷ ওয়েস্ট ইন্ডিজ়কে দ্বিতীয় টেস্টে হারানোর পরই অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নিরিখে মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন তিনি ৷ জেতার হারেও ধোনির থেকে এগিয়ে বিরাট ৷

ক্যারিবিয়ান সফরের আগে অধিনায়ক হিসেবে 26 টেস্টে জয়ের মুখ দেখেছিলেন বিরাট ৷ আর ওয়েস্ট ইন্ডিজ়কে দুটি টেস্টে হারানোর পর অধিনায়ক হিসেবে তাঁর টেস্ট জয়ের সংখ্যা দাঁড়াল 28 ৷ অধিনায়ক হিসেবে 60 টেস্টের মধ্যে 27টিতে জিতেছিলেন ধোনি ৷ 12 টি টেস্ট কম খেলেই তাঁকে টপকে গেলেন বিরাট ৷ জেতার হারের নিরিখেও ভারতীয় টেস্ট অধিনায়কদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিনি ৷ জয়ের হার 58.33 শতাংশ ৷ তাঁর থেকে এগিয়ে রয়েছেন শুধুমাত্র রবি শাস্ত্রী ও ভিজিয়ানাগ্রাম ৷ তবে, তাঁরা দুজনে মিলে চারটি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৷

Virat Kohli
ট্রফি হাতে বিরাট

দেশের সফলতম টেস্ট অধিনায়ক হলেও তাতে ভেসে যেতে রাজি নন বিরাট ৷ বরং দলের সম্মিলিত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিলেন তিনি ৷ বলেন, "অধিনায়কত্ব (ক্যাপ্টেন্সি) শুধুমাত্র নামের আগে একটা সি (C) ৷ এটা দলের সম্মিলিত প্রচেষ্টা ৷ আর সেটাই গুরুত্বপূর্ণ ৷ আমাদের কাছে এটা শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু ৷ অতীতে কী ঘটেছে, তার কোনও প্রাসঙ্গিকতা নেই ৷"

Virat Kohli
দেশের সফলতম টেস্ট অধিনায়ক হলেও তাতে ভেসে যেতে চান না বিরাট

এর আগে, প্রথম টেস্ট জয়ের পর আরও একটি নজির গড়েছিলেন বিরাট ৷ অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সর্বাধিক টেস্ট জেতার নিরিখে সৌরভ গাঙ্গুলিকে টপকে গিয়েছিলেন তিনি ৷ দেশের বাইরে 28 টির মধ্যে 11 টেস্টে জিতেছিলেন অধিনায়ক সৌরভ ৷ দুটি টেস্ট কম খেলেই সৌরভকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি ৷

Virat Kohli
দলের সম্মিলিত প্রচেষ্টাকেই কৃতিত্ব দিলেন বিরাট
Mumbai, Sep 03 (ANI): The Ambanis on Monday hosted Ganesh Chaturthi celebrations at their home Antilia, which saw several members from the film fraternity. Bollywood actor Amitabh Bachchan along with wife and son Jaya and Abhishek Bachchan arrived at the Antilia in their all-white co-ordinated outfits. From the Cricket world, Sachin Tendulkar came with his wife, son and daughter. Tendulkar donned a maroon kurta and his son opted for a blue one. Standing alongside her husband, Anjali and daughter Sara looked graceful in magenta pink and light green outfits. The occasion was also graced by Harbhajan Singh and his wife Geeta Basra. Harbhajan looked handsome in a white kurta pajama. Standing alongside her husband, Geeta and daughter Hinaya looked beautiful in traditional outfits. Actor Vidya Balan too arrived with her husband Siddharth Roy Kapur for the celebration. Dressed in Kanjeevaram Saree, Vidya looked beautiful and elegant. Siddharth complementing his stunning wife wore yellow coloured ethnic outfit. Alia Bhatt arrived with co-actor Ranbir Kapoor. While, Madhuri Dixit posed for shutterbugs along with Aamir Khan and Uddhav Thackeray. Dressed in her signature style, Rekha arrived for the celebration in utmost grace.
Last Updated : Sep 3, 2019, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.